নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই ছদ্মবেশী ছিদ্রান্বেষী!

বোরহাান

অবহেলিত ব্লগার !

বোরহাান › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক্যবাদ

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০২

অজ্ঞতাকে পুঁজি করে মনগড়া বকতব্য উপস্থাপনকে বলা যেতে পারে "argumentum ad ignorantiam" যা মোটেই কাম্য নয়!

এসকল অজ্ঞ মানহুশ গুলো হুশ হারিয়ে তাদের কাব্যের নোংরামো তে প্রতিনিয়ত ইশ্বরকে মারা খাওয়াচ্ছেন! ইশ্বর বলতে কেউ আছে নাকি! হুম (নাউজুবিল্লাহ)।

বর্তমানে দু এক লাইন ধর্মদ্রোহী লিখা লিখে লিখায় শ্লীলতা হানি ঘটিয়ে নিজেকে কাব্যকার সাহিত্যিক ভাবাটা সাধারণ ব্যাপার হয়ে দাড়িয়েছে। এসকল মানুষগুলো আবার সমাজে ভালো করেই নিজের অবস্থানটাকে পোক্ত করে স্থান করে নিয়েছে সুশীল,মুক্তমনা হিসেবে খেতাবও পাচ্ছে বেশ! :/

এসকল মুক্তমনারা হয়তো নিজের জন্মদাতাকেও অস্বীকার করতে কুন্ঠা বোধ করেনা। করবেনই বা কেনো? তারাতো সুশীল মুত্রমনা!
মানুষ হলে অবশ্য বিশ্বাস করতো, কিন্তু ওরা যে কলা গাছ ফেটে হয়েছে! ওরা প্রকৃতির সন্তান >.<

লিখাটা প্রকাশ করার আমার কোনো ইচ্ছেই ছিলো না কিন্তু গত কয়েকদিন ধরে আমার খুব আপনজনদের কেউ একজন এই টপিকটাতে জ্বালিয়ে মারছে!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে হয়তো ২/৪ জন "ধর্মের বিপক্ষে" লিখছেন; এদের নিয়ে পুরো বাংলাদেশের ব্লগারেরা মন খারাপ করছে; কিন্তু বিশ্বে, ১৬০ কোটী মুসলমান যেভাবে বাস করছেন, ১৫০ কোটী মানুষ কোন ধর্মে বিশ্বাস না করেও বসবাস করছে।

একই সংগে ২০০ কোটী খৃস্টান, দেড় কোটী ইহুদী, ১৪০ কোটী হিন্দু, ১২০ বৌদ্ধরা মুসলমান ধর্মকে "ভুল ধর্ম" বলছেন; এটা বাংলাদেশের মানুষসহ বাকী মুসলমানদের জন্য কি আনন্দ বা বেদনার সৃস্টি করছে?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫০

বোরহাান বলেছেন: ১৬০ কোটি মুসলমান যেভাবে বাস করছে ঠিক একি ভাবে বিশ্বের ১৫০ কোটি মানুষ কোনো ধর্মে বিশ্বাস না করেও বসবাস করছে! কারণ তারাও এক আল্লাহর সৃষ্টি।
তদ্রুপ একি ভাবে যারা কোনো ধর্মেই বিশ্বাসী না তারাও ঠিক একি ভাবেই বসবাস করছে, দুনিয়ার সকল নিয়ামত সমূহ ভোগ করছে! কারণ মহান আল্লাহ রহমানুর রাহিম! আর যারা মহান আল্লাহ কে মানছে না! উনার অস্তিত্বকে বিশ্বাস করছে না তাতে উনার তিল পরিমাণ মানহানি হবে না আবার আমরা যারা মানছি, আমাদের মানা দ্বারা উনার সম্মান কিছুটাও বাড়বে না! :) তিনি সকল কিছুরই উর্ধে!

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯

চাঁদগাজী বলেছেন:


টাইপো --&gt; ১২০ বৌদ্ধরা
হবে ---? ১২০ কোটী বৌদ্ধরা

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:


"উনার অস্তিত্বকে বিশ্বাস করছে না তাতে উনার তিল পরিমাণ মানহানি হবে না আবার আমরা যারা মানছি, আমাদের মানা দ্বারা উনার সম্মান কিছুটাও বাড়বে না! :) তিনি সকল কিছুরই উর্ধে! "

-মনে হয়, এখন আপনার কথা ও আপনার লেখার মাঝে মিল থাকছে না; অবিশ্বাসীর দ্বারা সৃস্টিকর্তার "মানহানী হবে না", বিশ্বাসীর দ্বারা উনার "সন্মান বাড়বে না"; তা;হলে, অবিশ্বাসীদের নিয়ে কেন লিখছেন? দেখেন আবার নিজের বক্তব্য থেকে সরে যাবেন না যেন!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫

বোরহাান বলেছেন: নিজের মন্তব্য থেকে সরে দাড়ানোর প্রশণই আসে না! :)
মনে করুন আপনার এলাকায় চৌধুরী সাহেব আপনার একজন খুবই প্রিয় ব্যাক্তিত্ব! এখন তৃতীয় পক্ষের কেউ একজন যদি উনার নামে বাজে বকে তাহলে নিশ্চই উনার সম্পত্তির কানা কড়ি পরিমাণও কমে যাবে না কিন্তু চৌধুরী সাহেবের বিরোধীতা, উনার নামে কুৎসা রটানো তা অবশ্য আপনি স্বাভাবিক ভাবে নিবেন না! যেহেতু আপনি উনাকে খুব ভালো জানেন এবং আপনার প্রিয় ব্যাক্তিত্বও বটে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.