নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনালী ডানার চিল

ববিতা বড়ৃয়া

অনারা হন, অনারা গন, অনারা দেহন, আই অুনি আই দেহি

ববিতা বড়ৃয়া › বিস্তারিত পোস্টঃ

চাটগাইয়া লেংগুক্লাব

২৩ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:০৩

আইয়ন আরা ওগ্গ লেংগুক্লাব গরি। আরা চাটগাইয়া ভাষাত যে সুন্দর শব্দ আছে। ওঁন লই কবিতা লেহি, গান লেহি। মোটহতা চাটগাইয়া ভাষা ইবা বাংলায় ডাহাতি গরের। যেন আরাইা ন জাগই এতল্লাই এই ক্লাব। অনরা যারা যারা ভত্তি অইবান । মন্তব্যত নাম লেহন।

মন্তব্য ৪৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:০৫

অতিথি বলেছেন: হিনেকি আগচ?

২| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:০৮

অতিথি বলেছেন: ইন কি হচ বেড়া

৩| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:০৮

রাগ ইমন বলেছেন: আমি শিখতে চাই, শেখাবেন?

৪| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:০৮

পথিক!!!!!!! বলেছেন: আই যোগ দিয়ানে ,
আরে ন নিবা

৫| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:০৯

অঃরঃপিঃ বলেছেন: লেংগুট ক্লাব?

৬| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:০৯

অতিথি বলেছেন: রাগ ইমন অ শিখাইয়ম। হ কি শিখতো চন?

৭| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:১১

অতিথি বলেছেন: অবাজি তোয়ারা এডে খোট্টাইয়া ভাষা ন হইবা। আই যেন গরি হইর এন গরি হইবা তইলে শিখিত পারিবা।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:১১

রাগ ইমন বলেছেন: ভাষাটাই শিখতে চাই, যাতে বলতে , লিখতে এবং পড়তে পারি।

শিখাইবেন , দয়া করে?

৯| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:১৩

অতিথি বলেছেন: পতিক, তোয়ারেও শিখাইয়ম। হ কি শিখিবা।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:১৩

অতিথি বলেছেন: চাটগাইয়া ভাষা ইংরেজি থেকে আসছে। চাটগাইয়ায় 'আমি' কে বলে 'আই'।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:১৪

অতিথি বলেছেন: রাগ ইমন চাটগাইয়া ভাষাত আলাদা হনো বর্ণমালা নাই। এতল্লাই আলাদা লেখা ন জাইব। হতা হইত পারিবা। কিছু বুইজ্জনে রাগ?

১২| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:১৪

নাহিদ বলেছেন: বাহ কি সুন্দর ভাষা :) মধুর চেয়েও মিষ্টি:))

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:১৬

অতিথি বলেছেন: মেন্টাল, অ এই ভাষাত বউত ভাষার প্রভাব আছে। পর্তুগীজ, ফ্রেঞ্চ, ইংরেজী, হিন্দি।

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:১৭

মাহবুব সুমন বলেছেন: ঝটিল বাসা ,
চাটগাঁইয়া ভাষা,
মনে হয় বামর্াথেকে এসেছে !
শেখার আগ্রহ আছে

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:১৮

অতিথি বলেছেন: নাহিদ, আছা হদ্দে নে অবদ্দা, নাকি থেশরদ্দে।

১৬| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:১৯

অতিথি বলেছেন: সুমন অনের হতা ঠিক আছে। এ ভাষার আরাকান প্রভাব আছে। পুরা নো আইয়ে কিছু বর্মত্তুন আইসেদে ইয়ান অয়।

১৭| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:২০

নাহিদ বলেছেন: আন্টি কি বলনেন নাকি? কিছুই বুঝি নাই...

১৮| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:২১

মাহবুব সুমন বলেছেন: মইচ্চি....

১৯| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:২৪

অতিথি বলেছেন: নাহিদ ছিঃ অনে আরে আন্টি ডাকদ্দে কিয়াল্লায়। আই তোয়ার মার ভইন নিকি!!

২০| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:২৪

অতিথি বলেছেন: সুমন, মইচ্চি নয় মরগ্গি

২১| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:২৬

পাগল বলেছেন: তৎসম-> অর্ধতৎসম--> দেশী--> বাংলা--> চাটগাইয়্যা--> নোয়াখাইল্যা--> বরিশাইল্যা............> বাংলা কই?????

২২| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৩১

অতিথি বলেছেন: পাগল,অনে এতে পঅল অইয়ন পানলার। আই হইলামতো যে বাংলা অইলদে সাম্রাজ্যবাদি ভাষা। বাংলা আজিয়া আঞ্চলিক ভাষাইনরে হাই ফেলার বুইজ্জনে।

২৩| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৩৩

নাহিদ বলেছেন: জি আন্টি মনে হইতেছে তাই বললাম;

২৪| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৩৫

রাগ ইমন বলেছেন: ববিতা,
নতুন বর্ণ মালা চাইনি তো!
লিখিতে চেয়েছি কবিতা!
ববিতা,
পুরনো বর্ণে নতুনে রে লিখি
পুরনো হইবে সবি তা?
ববিতা,
মনের মাঝারে যা কিছু আহারে
কাব্যে হইবে ছবি তা?
ববিতা,
চাঁটি গাঁয়ে ভাষায় লিখিলে
সামান্য কি লবি তা?

২৫| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৩৫

অতিথি বলেছেন: নাহিদ, ধুর বেহায়া পোয়া। আই আইজো বিয়া ন গরি। অনে কিয়াল্লায় আরে আন্টি ডাকিবান। আপা ডাকন।

২৬| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৩৬

পথিক!!!!!!! বলেছেন: আই ইবা কক্সবাজারোত দশ মাস ধরি রইদে,
ইবা সো কমপ্লেক্স বাউরে ...

আমি বুঝতে পারি অনেকটা তবে বলতে বা লিকতে গেলেই ........প্যাচ

২৭| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৩৭

অতিথি বলেছেন: রাগ ছাত্র হিসাবে অনে ভালা। লইয়ম। এইতো আস্তে আস্তে শিখি ফেলাইবা।

২৮| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৩৯

রাগ ইমন বলেছেন: ছাত্র ?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৯| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৩৯

অতিথি বলেছেন: পথিক আসতে আসতে চেষ্টা গর। শিখি ফেলাইবা। অনর হনো বন্ধু নাই ককসোবাজারত??

৩০| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৪০

অতিথি বলেছেন: ছাত্র হইলো অবাক অইবার কি আছে রাগ?

৩১| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৪৩

পাগল বলেছেন: পইড়া ভাষা চাটগাইয়্যা
হইল মাথা আউলা...........

কমেন্টের কিছুই বুঝলামনা!!!!!!!!

৩২| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৪৫

অতিথি বলেছেন: আসতে আসতে বুজিবা। একদিনে ভাষা শিখত চদ্দেনে।

৩৩| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৪৮

রাগ ইমন বলেছেন: না মানে ছাত্র হতে হলে আমাকে কিছু অপারেশন করতে হবে তো, টাকার অংকটা চিন্তা করে চমকাইলাম! আপু, ছাত্রী হলে ক্লাসে নিবেন না?

৩৪| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৫১

অতিথি বলেছেন: টেকা ন লাগিব। ফিরি। ছাত্রী বলি কিছু নাই বেগ্গুন(সবাই) ছাত্র।

৩৫| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৫৮

পথিক!!!!!!! বলেছেন: আইর কিন্তু শিখা পরিব....

৩৬| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৫৯

পাগল বলেছেন: কোথায় আসিব, কেমতে আসিব। ঠিকানাটা কোথায়?

৩৭| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৫৯

মাহবুব সুমন বলেছেন: "আমি তোমাকে ভালোবাসি " -- এটা চাঁটগাইয়া ভাষায় কি ভাবে হবে ?

৩৮| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:০৮

রাগ ইমন বলেছেন: গুরুর কথার উপরে কথা নাই। অতএব ছাত্রই সই!!

তয় শর্ত আছে, এমন ভাবে শিখাইবা , আপু, যেন বেজ্ঞুন থেকে সেজ্ঞুন হইতে পারি!!!

৩৯| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:১৮

অতিথি বলেছেন: আই ফাস (05) দিন আগত বান্দরবান গুরি আইসুম ... বড় মজা লাইগে ...

[হইছে নাকি একটু বলেন ]

৪০| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:২১

অতিথি বলেছেন: শ্রদ্ধেয় মাস্টার দিদি
চট্টগ্রামের মানুষ রা বাংলা বর্নমালার কোন কোন বর্ন ব্যবহার বা উচ্চারন করতে পারে না ... দয়া করে বলবেন কি ?

৪১| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:২০

অতিথি বলেছেন: ওনরে এন্ডে দেহি এনে গম লাগের....তয় বডর গরি আবার কি শুরু গইর লা।

৪২| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ বিকাল ৩:৫৭

হযবরল বলেছেন: আঁরা চাঁটগাইয়া নওজুয়ান
দইজ্জার কুলত বাস গরি
শিনা দি ঠেহাই ঝর তুয়ান

কেন অইয়ি ববিতা ?
লেংগুট কেলাব
জিন্দাবাদ ।

৪৩| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ বিকাল ৪:২০

একশ এক বলেছেন: মাহবুব সুমন
আমি তোমাকে ভালবাসি
আয় তরে আর জানুতুন বেশী মহববত গড়ি,
আকু ভুতু খামু আকু রিনদু খামু, (মায়নমার)

৪৪| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ বিকাল ৪:২৯

একশ এক বলেছেন: ঝড়ো হাওয়া খুব সুনদর অইয়ি, চলায় যান বহুত ডর হইত পারিবে ।
চটগ্যায়ে কথার মধ্যে 2 জবান আছে 1. উওর কুল্যই 2. দইণ কুল্যই ।

৪৫| ২৬ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৯:০৯

অতিথি বলেছেন: ধন্যবাদ ছাত্রেরা আমি হাজির কি জানতে চান বলেন।

৪৬| ২৬ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৯:১৪

রাগ ইমন বলেছেন: বুঝবে সেদিন বুঝবে, যেদিন আমি হারিয়ে যাব, খুঁজবে সেদিন খুঁজবে---- দিদি , দিদি-- এইটা কি হবে , বলে দেন না!!!!

৪৭| ২৬ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৯:২২

মাশা বলেছেন: একদিন বুঝিবা, যেদিন আই ন থাইক্কম।
এ্যদিন আরে খুজিবা।
রাগ কৌশল জিগাই। কেমুন।

৪৮| ২৬ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৯:২৪

অতিথি বলেছেন: বারে মাশা অনেঅ চাটগাইয়া নাকি?

৪৯| ২৬ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৯:২৭

অতিথি বলেছেন: রাগ মাশারটা ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.