![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোদের মাথা আপাতত নষ্ট।
তোরা মতিবিভ্রমের স্বিকার।
আমাদের এখনও হয় নাই।
বুঝিস।
বুঝিস।
বুঝিস কী বলছি।
একবার নষ্ট হতে দে আমাদের।
ছারখার করে দেবো সব।
নিশ্চিহ্ন হয়ে যাবি একদম, বলে দিলাম।
আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তি রক্ষা করি।
আমরা মায়ের শান্ত ছেলে, বাবার অপদার্থ।
আমরা সবার কথা ভাবি,
তবু মনে রাখিস,
আমরা যখন চিৎকার করি,
খোদার আরস কাপাই।
আমরা ভাঙ্গি বাঁধ, আমরাই আবার বাধি।
আমরা হুমায়ূন,
আমরা নজরুল।
আমরা ভুল শুধরাতে, করি না কখনও ভুল।
আমরা হাজার আতসবাজির মত
বার বার জ্বলে উঠি।
আমরা জানি না মিনমিন করতে
আমরা উঠি রুঠি।
আমরা তোলপাড় করে তুলি
ধর্মের বেসাতি,
ধর্ম আমাদের সম্পদ,
তোরা কুৎসা,তোরা কুৎসিত।
আমরা আবারও আসি ফিরে
তোদের নাই কোন স্থান।
তোরা কুত্তা, তোরা বেহায়া, তোরা হীন সম্মান।
একবার ভেবে দেখ
আমরা যখন উঠবো ফুসে
কি হাল হবে তোদের?
একদম গুড়ো গুড়ো.।
©somewhere in net ltd.