![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সেই বাংলার জনগণের একজন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, অধিকারের জন্য জান-মাল দিয়েছে , শুনুন ইন্টারনেট রেডিওঃ http://al-hikmah.net
৪র্থ পর্বের পর....................................
স্বল্প সময়ের জন্য হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক- যুক্তরাষ্ট্র তার প্রস্তুতি সম্পন্ন করেছে। এই যুদ্ধে কোনো স্থলবাহিনী ব্যবহার করবে না বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। যুক্তরাষ্ট্র আগ্রাসন চালাবে কয়েকটি ধাপে। প্রথম ধাপে সাগরে অবস্থিত জাহাজ ও সামবেরিন থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে সিরিয়ার কমান্ড কন্ট্রোল, সরবরাহ লাইন, বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান উড্ডয়নের রানওয়েগুলোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। যেভাবে ইসরাইল ওলমার্টের সময় লেবাননের ক্ষতি করেছিলো। দ্বিতীয় ধাপে আমেরিকা ব্যাপক বিমান আক্রমণ চালাতে পারে, যার লক্ষ্য হবে সিরিয়ার বিমান বাহিনীকে অকার্যকর করে দেয়া এবং কয়েকটি উড্ডয়ন এলাকা নিষিদ্ধ ঘোষণা করা, যাতে বিদ্রোহীদের উপর সিরিয়া বিমান আক্রমণ চালাতে না পারে। যেভাবে যুক্তরাষ্ট্র করেছিলো ইরাক যুদ্ধের সময়। আর যুক্তরাষ্ট্র হয়তো তুরস্ক ও জর্দান সীমান্তে একটা করে বাফার জোন গড়ে তোলার চেষ্টা করবে, যাতে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের অনুসারী বিদ্রোহীদের সব ধরনের অস্ত্রশস্ত্র ও প্রশিক্ষণ দেয়া যায়।
আগামী কিস্তিতে আলোচনা করবো কেন যুক্তরাষ্ট্র হঠাৎ পিছুটান দিলো।
প্রথম পর্ব।
২য় পর্ব।
৩য় পর্ব।
৪র্থ পর্ব।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: আমার মনে হয় আমিরিকা এদের ধংশ না হওয়া পর্যন্ত পিছুটান হবেনা ।।