নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক!!

জালিমের ফাঁসি হোক, যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক, রাজাকারদের ফাঁসি হোক

মাটির কথা

আমি সেই বাংলার জনগণের একজন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, অধিকারের জন্য জান-মাল দিয়েছে , শুনুন ইন্টারনেট রেডিওঃ http://al-hikmah.net

মাটির কথা › বিস্তারিত পোস্টঃ

পবিত্র আশুরা শরীফ উনার দিন সংঘটিত ঘটনাবলী!

০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪



‘আশূরা’ শব্দটি আরবী; আশারুন শব্দ থেকে আশূরা শব্দটি উদগত। যার অর্থ দশ (১০)। শরীয়তের পরিভাষায় মুহররমের দশ তারিখকে আশূরা বলা হয়। আশূরার নামকরণের ব্যাপারে উলামায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণ বিভিন্ন মত পোষণ করেছেন। তবে অধিকাংশ উলামায়ে কিরাম উনারা বলেন যে, এ দিনটি মুহররম মাসের দশ তারিখ বলেই এটার নাম আশূরা হয়েছে।

কোনো কোনো আলিম বলেন যে, মহান আল্লাহ পাক তিনি উম্মতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে যে দশটি বুযূর্গ দিন উপহার দিয়েছেন, তন্মধ্যে আশূরার দিনটি দশম স্থানীয়। এ কারণেই এটার নাম আশূরা রাখা হয়েছে।

আবার কারো মত এই যে, এই দিনটিতে যেহেতু মহান আল্লাহ পাক স্বীয় দশজন নবীক আলাইহিমুসালাম গন উনাদের দশটি ভিন্ন ভিন্ন রহমত বর্ষণ করেছেন। তাই এর নাম আশূরা শরীফ হয়েছে। আবার কারো মত এই যে, দিনটিতে যেহেতু মহান আল্লাহ পাক উনি স্বীয় দশজন নবীক আলাইহিমুসালাম গন উনাদের দশটি ভিন্ন ভিন্ন রহমত দান করেছিলেন, তাই এর নাম হয় আশূরা।



=> এ দিনেই মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র মর্যাদা, সম্মান ও খুছূছিয়ত ও হাবীবুল্লাহ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

=>এ দিনে হযরত আদম আলাইহিস সালাম উনার দোয়া কবুল করা হয়।

=>এ দিন মহান আল্লাহ পাক রব তায়ালা তিনি হযরত ইদরীস আলাইহিস সালাম উনাকে আকাশে তুলে নেন।

=>এ দিন মহান আল্লাহ পাক তিনি হযরত নূহ আলাইহিস সালাম উনার কিস্তিকে জুদি পাহাড়ে ভিড়িয়েছিলেন।

=>এ দিন হযরত ইবরাহীম আলাইহিস সালাম উনার বিলাদত শরীফ হয় এবং =>এই দিন উনাকে খলীল উপাধি দেয়া হয় এবং উনাকে নমরূদের আগুন থেকে বের করে আনা হয় অর্থাৎ হিফাযত করা হয়।

=>এ দিন হযরত দাউদ আলাইহিস সালাম উনার মর্যাদা বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

=>এ দিন হযরত আইয়ূব আলাইহিস সালাম তিনি অসুস্থতা থেকে আরোগ্য লাভ করেন।

=> এ দিন হযরত মূসা আলাইহিস সালাম উনার সাথে মহান আল্লাহ পাক তিনি কথা বলেছিলেন এবং তাওরাত শরীফ নাযিল করেছিলেন।

=>এ দিনেই হযরত মূসা আলাইহিস সালাম ও উনার সম্প্রদায় লোহিত সাগর পার হয়েছিলেন।

=> এ দিন হযরত ইউনুস আলাইহিস সালাম তিনি মাছের পেট থেকে বের হয়েছিলেন।

=>এ দিনই হযরত ঈসা আলাইহিস সালাম উনাকে আসমানে উঠিয়ে নেয়া হয়েছে।

=> এ দিনেই মহান আল্লাহ পাক তিনি দুনিয়া সৃষ্টি করেন এবং এ দিনেই ক্বিয়ামত সংঘটিত হবে।

=> এ দিনেই মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম যমীনে বৃষ্টি নাযিল করেন।

=>এ দিনেই হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি রহমতসহ সর্বপ্রথম যমীনে নাযিল হন। আর এদিনেই মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম পৃথিবীতে রহমত বর্ষণ করেন।

=>এ দিনেই কারবালার প্রান্তরে ইসলাম উনার ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা সংঘঠিত হয়।

মূলকথা হলো- আগত মুহররমুল হারাম মাস সকলের জন্যই রহমত, বরকত, ছাকীনা ও মাগফিরাত-এর মাস। তাই সকলের জন্য দায়িত্ব কর্তব্য হচ্ছে মুহররমুল হারাম মাসে বেশি বেশি ইস্তিগফার করে মহান আল্লাহ পাক এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের খাছ রেযামন্দি হাছিলের কোশেশ করা।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: পবিত্র মাস আল্লাহর নিকট রহমত চাওয়ায় মাস
আমাদের সবার বোধোদয় হোক
আল্লাহ আমাদের হেদায়েত ও রহমত দিন , আমিন ।।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৬

মাটির কথা বলেছেন: আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.