নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক!!

জালিমের ফাঁসি হোক, যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক, রাজাকারদের ফাঁসি হোক

মাটির কথা

আমি সেই বাংলার জনগণের একজন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, অধিকারের জন্য জান-মাল দিয়েছে , শুনুন ইন্টারনেট রেডিওঃ http://al-hikmah.net

মাটির কথা › বিস্তারিত পোস্টঃ

একজন বিজ্ঞান শিক্ষকের সাথে কিছু সময়-৩

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৪

শিক্ষক: আপনার নাম ‘কামার’ কিন্তু আপনি কামার নামের অর্থ জানেন ?

ছাত্র: জি। কামার অর্থ চাঁদ।





শিক্ষক: আপনার নামের সাথে আপনার জানার আগ্রহের একটা মিল আছে। তবে আজ চাঁদের আলোচনার পূর্বে আসুন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করি। দেশের বিগত প্রধানমন্ত্রীর ছেলেকে অর্থ পাচার মামলায় বেকসুর খালাস দেয়া হয়েছে, বিষয়টি বেশ অবাক করার মত। যেখানে মৃত ব্যক্তির নামে মামলা হয়ে যাচ্ছে শুধু বিরোধীদলের সদস্য হবার কারণে সেখান শিকারকে ঘায়েল করার মত সুবর্ণ সুযোগ এভাবে হাতছাড়া করলো সরকার! নিশ্চয়ই নেপথ্য কারণ আছে। কারণ হতে পারে অনেক, তবে আমি সেদিকে যাচ্ছিনা। আমি অবাক হচ্ছি প্রতিবেশী দেশ এই দেশে ইসলামি জাগরণ নিয়ে ভীত, কেননা মৌলবাদী গোষ্ঠী নাকি ক্ষমতা দখল করে ফেললো। অথচ পাশ্চাত্যসহ তাদের দেশের সকল মিডিয়া চরম মৌলবাদী মোদীকে ক্ষমতায় আনার নীলনকশা এঁকে ফেলেছে। আমাদের দেশের মিডিয়াও একই ব্যক্তির প্রচারণায় মশগুল। এই মোদী ব্যক্তি জীবনে যতটা না হিন্দু তারচেয়ে প্রচারণায় বেশী হিন্দু যাতে মূর্খ এবং ধর্মান্ধ হিন্দু গোষ্ঠীর সমর্থন পাওয়া যায়। মৌলবাদীতো শুধু ইসলামে থাকেনা, থাকে হিন্দু ধর্মে, থাকে খৃষ্টান ধর্মে। তাদের দেশে মৌলবাদী দল আসছে বলে কারও কোন মাথাব্যথা নেই। শুধু সমস্যা আমাদের দেশ নিয়ে। ফেসবুকে অনেক হিন্দু ভয় দেখাচ্ছে, মোদী এলে বাংলাদেশের মুসলমানগণকে দেখে নেবে। আসলে সাম্রাজ্যবাদীরা চায় বাংলাদেশে নামে মুসলমান থাকলেও কার্যত যেন সবাই চিন্তা, চেতনায় হিন্দুতে পরিণত হয়। মুসলমানদের ঈমানি জযবাই যত ভয়ের মূল। মোদী ক্ষমতায় এলে ভারত- বাংলাদেশ কোন সামরিক যুদ্ধে লিপ্ত হবেনা, কারণ তাতে ভারতের কোন লাভ নেই। তবে যুদ্ধ শুরু হবে আমাদের সংস্কৃতিতে, শিক্ষায়, চিন্তায়, চেতনায়, মননে, উপলব্ধিতে। আমাদের সরকারও কোমর বেঁধে নামবে আমাদের ইসলামি সত্ত্বা ধ্বংসে।



ছাত্র: স্যার, আমি কোন রাজনৈতিক দলের সমর্থক নই, তবু জানতে চাচ্ছি আপনি এ দেশের জন্য কি চাচ্ছেন?

শিক্ষক: আমার চাওয়ায় কিছু আসে যায়না। তবে মুসলমানদের জন্য অপেক্ষা করছে তীব্র প্রতিরোধ। তখন মুসলমানগণ উপলব্ধি করতে পারবে তারা ইসলাম থেকে কতটা সরে গেছে। যখন দেয়ালে পিঠ ঠেকবে তখনই প্রতিরোধের চেতনা আসবে।



ছাত্র: স্যার, আজ কি চাঁদের আলোচনা হবে না?

শিক্ষক: অপেক্ষা করুন, যে কোন দিন এই দেশে চাঁদ না দেখে মাস শুরুর ষড়যন্ত্র হবে। সুতরাং সে দিন যেন আমরা কামার (ছাত্র) কে কামার (চাঁদ) বিরোধী ষড়যন্ত্র রুখতে কাছে পাই।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.