নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসব চলবে না.....

কন্টকময় এ দুনিয়া...

এসব চলবে না..... › বিস্তারিত পোস্টঃ

নতুন ট্যাক্সিক্যাব সার্ভিসের উদ্বোধন ও হাস্যকর ভাড়া নির্ধারন....

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার রাজধানীতে নতুন ট্যাক্সিক্যাব সার্ভিস উদ্বোধন করেছেন।

এটি আজকের তাজা খবর। প্রথমেই বলে নিই ট্যাক্সিক্যাব সার্ভিসের মত একটা জনগুরুত্বপূর্ণ কাজ আমাদের প্রধানমন্ত্রীকে করতে হয়....ওনার অসীম মেহেরবানী। আহা জনগনের লালসুতা বাহির করার একটি ক্ষুদ্র প্রয়াস তিনি সম্পৃক্ত না থাকলে হয়?



আমাদের প্রধানমন্ত্রী দুদিকে লাভের কথা চিন্তা করেছেন এবং সফল হয়েছেন।

১। জনগণ খুশি কারণ প্রধানমন্ত্রী জনস্বার্থে বিরাট একটি সিদ্ধান্ত নিয়েছেন। (আমরা ব্যাকুব জনগন ব্যাপক খুশি)

২। ট্যাক্সি মালিকরাও খুশি। কারণ যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা অনেক শহরের চেয়ে বেশি।



এবার আসি ভাড়ার কথায়

প্রথম দুই কিঃমিঃ ১০০ টাকা, পরবর্তী প্রতি কিঃমিঃ ৩৪ টাকা এবং দুই মিনিট অয়েটিং চার্জ ৮ টাকা হিসাবে ভাড়া নির্ধারন করা হয়েছে।



কিন্তু আমাদের পরিভন বিশেষজ্ঞ প্রধানমন্ত্রী হুট করে ঘোষনা দিয়ে সেটাকে ১০০ টাকার পরিবর্তে ৮৫ টাকা করার নির্দেশ দিছেন। নাটক আর কারে বলে...পুরা প্রি-প্ল্যান্ড। আহা আমাদের জন্য কত দরদ !



হিসাব বলে আপনি যদি মিরপুর থেকে মতিঝিল আসতে চান তাহলে কমপক্ষে ১ ঘন্টা ওয়েটিং চার্জ সহ আপনার ৭০০ থেকে ৭৫০ টাকা খরচ হবে।

আর যদি ঢাকার বাইরে যান খুব সম্ভবত রেন্ট এ কারের কোন গাড়ি নিলে এর চাইতে কম খরচ হবে।



আর মিটার এ এই গাড়িগুলা চলবে এর নিশ্চয়তা কেউ দিতে পারবে?

আপনি শেষ কবে সি এন জি তে মিটারে চলেছেন? একবার ভেবেছেন?



যে লোক ৮৫ টাকা দিয়ে দুই কিঃমিঃ যাইতে পারে সে একটা গাড়ি ও কেনার ক্ষমতা রাখে।



সব কিছু বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি সব কিছু ঠিক ঠাক থাকলে চাকরি ছেড়ে দিয়ে ট্যাক্সিক্যাব চালাবো।

যতক্ষন শ্রম দিয়ে এই পরিমান বেতন পাই আশা করি ট্যাক্সিক্যাব চালালে তার কয়েকগুন বেশি ইনকাম করতে পারব।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৯

হেডস্যার বলেছেন:
মনে করেন আপনার গাড়ি আজকে কোন কারনে ব্যস্ত বা নষ্ট...তাহলে আপনার জন্যই এই সার্ভিস। আমার জন্য না।

৮৫ টাকা দিয়া যাওয়ার সাধ্য আমার নাই। :(

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫০

এসব চলবে না..... বলেছেন: রাজধানীতে বর্তমানে চলাচলরত ট্যাক্সিক্যাব ও যাত্রীবাহী বাসের কথা উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, আমাদের দেশে চলাচল করা ট্যাক্সিক্যাবের দিকে তাকানো যায় না। যাত্রীবাহী বাসগুলো লক্কর-ঝক্কর মার্কা, গরীব গরীব ভাব। এই অবস্থায় দেখলে আমারি লজ্জা করে। বিদেশিদের কি বলবো। আমি চাই এর পরিবর্তন হোক।

এই জন্যই এই বড়লোকি আয়োজন।

যদিও ওনার কাজকর্ম সব সময় প্রসংশার দাবি রাখে কিন্তু এইটা মেনে নিতে পারি নাই।

২| ২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২২

পাকনা কলা বলেছেন: আমরা যারা যাত্রাবাড়ি আড়ত থেকে মাছ, শাকসবজি ইত্যাদি সকালে আনি তারা খুব উপকৃত হব। এখন তো ক্যাব পাওয়াই যায় না।
আগে ক্যাব আনা খুব সুবিধাজনক ছিলো।
আবার ও সরকার আমাদের দিকে নজর দিয়েছে, আলহামদুলিল্লাহ।

ভাড়া একটু বেশি নিলে ও জিনিসের দাম বাড়িয়ে পুষিয়ে নেব।

২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

এসব চলবে না..... বলেছেন: আপনি কি বলছেন বুঝতে পারছেন? X(

৩| ২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

আনমনা 007 বলেছেন: ভাবুন আপনি নিউইয়র্ক আছেন, আর প্রথম ২ কি:মি: ভাড়া ১.০২ ডলার, দেখবেন আপনার কাছে বেশি মনে হবে না X( আজব দেশ,আর আমরা আজব দেশের বাশ খাওয়া পাবলিক

২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

এসব চলবে না..... বলেছেন: ঠিক বলেছেন ভাই....আমরা যে বাঁশ খাচ্ছি সেটা গাধা বাঙ্গালী বুঝে ও বুঝে না।

এক দল আবার বলে বেড়াচ্ছে...একটা ভালো উদ্যোগকে স্বাগত না জানিয়ে আমরা নাকি না বুঝে সমালোচনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.