নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসব চলবে না.....

কন্টকময় এ দুনিয়া...

এসব চলবে না..... › বিস্তারিত পোস্টঃ

বিশ্বসেরা অলরাউন্ডার যেহেতু ছাড় পায় নাই, অন্য কেউ তো কোন ছাড় !!

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১২

পাপ করলে শাস্তি পেতে হবে।

সাকিবের প্রতিটা অন্যায় আর বিরূপ আচরন স্বত্বে ও বেশিরভাগ ক্রীড়ানুরাগী তার পাশে ছিল। কিন্তু সেটার ও একটা মাত্রা আছে, সে মাত্রা ছাড়িয়ে গেলে কাউকে পাশে পাবে না। এটাই সত্যি।

সাকিবের বেলায় তা ই হয়েছে।



যারা বলার চেষ্টা করছে এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র তারা কি একবার ভেবেছে কেন বা কিসের খাতিরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে?



দর্শকের পেটানো, বাকবিতন্ডা, অহংকার দেখানো, খারাপ ব্যবহার, টিভি ক্যামেরায় আপত্তিকর অংগভঙ্গী এইসব অভিযোগ একজন বিশ্বসেরা অলরাউন্ডারের বিরুদ্ধে কিছু না।

এসব ছাড় দেয়া যায় এবং আমরা দিয়েছি।

কিন্তু খেলা ছেড়ে দেবার হুমকিতে আমরা নড়ে বসেছি এবং মনে করি তাকে দল থেকে আজীবন বহিস্কার উচিত ছিল।

সে তুলনায় ৬ মাস নিষেধাজ্ঞা কিছু না।



বিশ্বাসঘাতকতা তো মেনে নিতে পারি না, কি বলেন?

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৩

মুদ্‌দাকির বলেছেন: ক্ষতি হইল বাংলাদেশের।

ডিসিশনটা ভালো হয় নাই।

আমার মনে হয় বোর্ডের কুকুর ছানা গুলা অন্যদের মত সাকিবকে পা চাটাইতে পারেনা বইলাই ওর উপর যত ক্ষোভ!

সামনে বিশ্ব কাপ, এই ছয় মাস ক্রিকেট থেকে সাকিবকে দূরে রাখলে কার লাভ????

বেহায়া বাঙ্গালী ওর খেলা দেখবার জন্যই আবার টিভির সামনে বসে থাকবে !!!!!

এই ফাপন এর ফাপানি আর লোটার লোটামি দিয়া কি যে হবে ????????????????????? !!!!!!!!!!!!!!

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪১

এসব চলবে না..... বলেছেন: শাস্তির দরকার আছে।
বাংলাদেশ ওভার কাম করবেই।

২| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৪

দাকুড়াল বলেছেন: জি ভাই, বেশি সুযোগ দিচেন,এখন আপনে আর পাপন খেলবেন,আর সাকিবকে ফাসি দিন। খুশি?

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪২

এসব চলবে না..... বলেছেন: না খুশি না।
বাংলাদেশ ওভার কাম করবেই ইনশাল্লাহ।
সাকিবকে ছাড়া কোন কিছুই বসে থাকবে না। সব ধীরে ধীরে মানিয়ে নেবে।

৩| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫২

হাদী নয়ন বলেছেন: আমি সাকিব কে খুব পছন্দ না করলেও এটা বুঝতে পারছি,পাপন গং আমাদের ক্রিকেট কে শেষ করার শেষ পর্যায় আছে।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪২

এসব চলবে না..... বলেছেন: সঠিক।
ক্রিকেট বোর্ডে ও সার্জারি দরকার। অস্বীকার করার উপায় নাই।

৪| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

পাজল্‌ড ডক বলেছেন: আওয়ামি শাসতি মনে হয়!!!

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪৩

এসব চলবে না..... বলেছেন: প্লিজ রাজনীতি টানবেন না।

৫| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২০

ক্ষ্যাপাপাগলা বলেছেন: সাকিব দর্শক পেটায়নি পিটিয়েছে ইভটিজার। আপনার স্ত্রী বা বোন কে কেউ উতক্ত করলে আপনি যা করতেন সাকিব ও তাই করেছে। দেশের সবথেকে ভাল খেলোয়ারের পরিবারের প্রতি শ্রদ্ধ্রা বোধ না থাক তাকে অপমান করাটা কোন মানসিকতার মাঝে পড়ে?

**যারা বলার চেষ্টা করছে এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র তারা কি একবার ভেবেছে কেন বা কিসের খাতিরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে?

কারন সাকিবরে বাইরে যেতে বলেছে আকরাম খান। কোচ বাধা দিছে। সাকিব অনুমতি পাবার পর কোচের কাছ থেকে বাধা পেলে মেজাজ খারাপ হোরই কথা। সেইডা আবার হনু কোচ নালিশ করেছে বিসিবিতে। আর ষড়যন্ত্র?? ফর্মের কারনে তামীম বাদ পড়ার হুমকিতে। আকরাম সাকিব কে গাছেতুলে মই কেড়ে ভাতিজার জায়গা নিশ্চিত করলেন আর কি।

**দর্শকের পেটানো, বাকবিতন্ডা, অহংকার দেখানো, খারাপ ব্যবহার, টিভি ক্যামেরায় আপত্তিকর অংগভঙ্গী এইসব অভিযোগ একজন বিশ্বসেরা অলরাউন্ডারের বিরুদ্ধে কিছু না।
এসব ছাড় দেয়া যায় এবং আমরা দিয়েছি।


না ভাই দেননি। দিলে উল্লেখ করতেন না। আর অংগভঙ্গির বিষয়টা খুবই দৃষ্টিকটু মানছি কিন্তু ড্রেসিং রুমের ভেতরের ছবি কোন উদ্দেশ্যে এইভাবে ফলাও করে প্রচার করা হয়রে ভাই সেটা কি বুঝেন না?


০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২২

এসব চলবে না..... বলেছেন: সাকিবকে নিয়ে শুরুতে যে দুই তিনটি পোষ্ট এসেছে সেগুলো ছিল মৌলিক পোষ্ট।
সাকিবের সব রকম অন্যায় কাজ বা কথার বিরুদ্ধে যারা কথা বলেছে, আমরা সবাই একপেশে ভাবে সাকিবের পক্ষে কথা বলেছি।

সেই তাদের ৯০ ভাগ লোকই আজ সাকিবের বিরুদ্ধে কথা বলছে।
কারন এরকম কথা হজম করা সহজ না।

সাকিবের কোন অন্যায়ের জন্যই বড় শাস্তি দেয়া হয়নি, কিন্তু আজকের কথা বা ব্যবহারের জন্য দলে যদি কোন রকম বিশৃঙ্খলা দেখা দেয় তার দায় কে নেবে ? কেন নেবে ?
সুতরাং শাস্তি অনিবার্য।

এক সাকিব আল হাসান নির্ভর বাংলাদেশ দল কখনো নয়, একা সাকিব কখনো দলকে জয় এনে দেয়নি।
সবার সম্মিলিত চেষ্টাতেই দল জেতে।

আর সাকিবকে ছাড়া দল চলবে না এরকম চিন্তা ভাবনা কেন?

সময় সব বলে দেবে....সাকিবিকে ছাড়া দল অচল না সচল।

৬| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪৫

গারো হিল বলেছেন: একটি হাস্যকর শাস্তি! ২০১৫ সালে বিশ্বকাপ! আর বিশ্বকাপের আগে দলের সেরা প্লেয়ার খেলবেননা একটি সিরিজও? হাসব না কাদব ঠিক বুঝতে পারছিনা! ২০১৫ সালের শেষ পর্যন্ত বাইরের টুর্নামেন্টে আমাদের দেশের কোন প্রতিনিধিত্ব থাকবেনা তাও মানতে পারলাম! কিন্তু বিশ্বকাপের ঠিক আগে দেশের সেরা প্লেয়ারকে সব সিরিজ নিষিদ্ব করে কার এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে জানিনা! ছয় মাস পরে তার ফর্ম, ফিটনেস কি ভালো থাকবে, সে কি বিশ্বকাপ ক্রিকেট খেলার জন্য সম্পূর্ণ উপযোগী থাকবে??? আমারতো মনে হচ্ছে আরেকটা আফতাব তৈরীর প্লাটফর্মই তৈরী করা হলো... যে আফতাবকে আজ খুঁজে পাওয়া যায় না, হয়তো এই পদক্ষেপের পর সাকিবকেও খুঁজে পাওয়া যাবে না। ভারতকে দেখে দেখে অতি মাত্রার বাংলাদেশ ক্রিকেটকে বানিজ্যকরন কারা করেছে ??? আজ যে আশরাফুল হারিয়ে গেল, তার জন্য আশরাফুল যতটা দায়ি - তার চেয়ে বেশি দায়ি এই বোর্ড কর্তারা । এই অযোগ্যরা চরম অনিয়মের মধ্য দিয়ে, ভারতীয় জুয়ারিদের স্বর্গরাজ্য বানিয়ে বিপিএল আয়োজন করেছে। জুয়ার ঘটনা ঘটেছে তাদের চোখের সামনে। নিজেরা কোনো ব্যবস্থা নেয় নি। ব্যবস্থা নিলে আশরাফুলের শাস্তি হতো, ক্যারিয়ার ধ্বংস হতো না। আশরাফুলের পর এখন সাকিবের ক্যারিয়ার ধ্বংসের খেলায় মেতে উঠেছে অযোগ্য বোর্ড কর্তারা।

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৪

এসব চলবে না..... বলেছেন: দেখেন এই ক্রিকেট বোর্ড সারা জীবনই দলীয় পা- চাটা ছিল। কি আওয়ামীলীগ বা বিএনপি আমল। এটা থাকবে।

ক্রিকেট বোর্ডে যে বিরাট সমস্যা আছে সেটা আমরা বলতে বলতে হয়রান। লাভটা কি হইছে?
বোর্ডে পরিবর্তন দরকার, সৎ ও নিরপেক্ষ মানুষ দরকার যেটা আদৌ পাওয়া যাবে না।

সাকিবের ড্যামকেয়ার ভাবটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
কারন তার মগজে ঢুকেই গেছে যে দল তাকে ছাড়া অচল।

এই মানষিকতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন, বোর্ড সেটাই করেছে।
সাকিব এত সুযোগ পাবার পর ও নিজেকে শোধরায়নি...প্রয়োজন ও মনে করেনি। আমরা যারা একপেশেভাবে তার পক্ষ হয়ে কথা বলতাম তারা কোনদিন ও ভাবিনি সে দেশের হয়ে না খেলার হুমকি দিতে পারে। কোচের সাথে বাজে ব্যবহারের কথা বাদই দিলাম।

যাই হোক সাকিব ছাড়া দল আবারো ওভার কাম করবে কোন সন্দেহ নাই। প্রয়োজন ভালো প্রশিক্ষন, আর নিরপেক্ষ দল নির্বাচন।

৭| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৩

ক্ষ্যাপাপাগলা বলেছেন: বুঝলাম আপনি চান সাকিব ছাড়া দল ওভার কাম করুক এটা চান। আমরাও চাই সাকিব ছাড়া দল ওভার কাম করুক। কতদিন সাকিব নির্ভর হয়ে থাকবে দেশ? ফর্মহীনতার কারনে তামীমের মত খেলোয়ার দিনের পর দিন দলে থাকলে ওভারকাম কারে দিয়ে হবে পাপন আর আকরাম খানরে দিয়ে? পাপন আর আকরাম এর মত লোকেরা ধরেই নিয়েছে তারা যা খুশী করতে পারে বাংলাদেশ ক্রিকেটের সাথে। আগে তাদের বিচার হওয়া দরকার।

০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

এসব চলবে না..... বলেছেন: আপনার এই কথার সাথে আমি পুরোপুরি একমত।
বোর্ডকে দলীয় প্রভাবমুক্ত আর আত্মীয়করনের হাত থেকে না রক্ষা করলে এরকম ঘটনা ঘটতেই থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.