নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসব চলবে না.....

কন্টকময় এ দুনিয়া...

এসব চলবে না..... › বিস্তারিত পোস্টঃ

জাতীয় দৈনিকগুলোর থানা/জেলা/উপজেলা/স্থানীয় রিপোর্টারদের শিক্ষাগত যোগ্যতা/মান.....

৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০১



বিভিন্ন প্রয়োজনে জাতীয় দৈনিকের ভিন্ন ভিন্ন জেলা/উপজেলার অনেক রিপোর্টার এর সাথে আমার পরিচয় আছে যারা সাংবাদিক পরিচয়ে এলাকা দাবড়ে বেড়ায়। এরা প্রকৃত পক্ষে স্কুলের গন্ডি ও পার হতে পারে নি ঠিক মত।



সাধারন জ্ঞান, নিজ এলাকা অথবা দেশের বিভিন্ন স্থান সম্পর্কে নুন্যতম জ্ঞান ও এরা ধারন করে না। শুধুমাত্র দলীয় বা মুখ পরিচিতের সুত্রে ও লবিং এ এরা সাংবাদিক .....

এদের মূল কাজ বিভিন্ন বিষয়ে চাঁদাবাজি করা। পত্রিকায় সংবাদ প্রকাশ করা হবে হুমকিতে টাকা খাওয়া।



আজকের মানবজমিনের একটি সংবাদ দেখে অবাক না হয়ে পারলাম না।

কমন সেন্স থাকলে কেউ একাজ করতে পারে না।







খবরের লিঙ্কঃ জিনের মসজিদ

জ্বীনের মসজিদ প্রকৃত পক্ষে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায় অবস্থিত।

কিন্তু জনাব বাদল সাহেব সরাসরি নোয়াখালি উল্ল্যেখ করে বসে আছেন আর ছাপার সময় বিভাগীয় সম্পাদক সেটা সংশোধনের ও ব্যবস্থা করেনি।

কিভাবে করবে? সম্পাদক নিজে ও বাঁদরের মত। দুঃখিত বাদলের মত।



উল্লেখ্য জ্বীন বানান ও ভুল আছে :D

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৭

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: সরকারের উচিত সরকারী প্রতিষ্ঠানের মত প্রত্যেক পদের বিপরীতে শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতা বাধ্যতামূলক করে গেজেট প্রকাশ করা।

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪০

এসব চলবে না..... বলেছেন: একমত। এতে করে ঐ পদের জন্য যোগ্য লোকটিই কাজটি পাবে।

জাতীয় দৈনিকের স্থানীয় রিপোর্টারের তকমা লাগাতে পারলে তার আরো ২/৪টি থানীয় পত্রিকা বের করতে বাধা থাকে না।

২| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৫

হেডস্যার বলেছেন:
বাংলাদেশে কয়টা জেলা ওরা কইতে পারবো বইলা মনে হয় না।

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪১

এসব চলবে না..... বলেছেন: পারলে তো লক্ষ্মীপুর জেলাকে নোয়াখালীর কাছে বিক্রি করে দিতো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.