![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এরাস সত্যিই অসুস্থ্য। এদের ১৪ গোষ্ঠির কেউ কোনদিন স্কুলের গন্ডি পেরোতে এসএসসি পরীক্ষা দেয়নি। কেন দেবে এদের নেত্রী নিজেই তো জেএসসি পাশ।
এসএসসি'র মর্যাদা কি করে বুঝবে?
৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯
এসব চলবে না..... বলেছেন: কিন্তু এভাবে বললে কি ওরা আপনাকে দুলাভাই হিসাবে মেনে নেবে ?
২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪
নিলু বলেছেন: রাজনীতিতে লেখাপড়ার দরকার আছে কি ?
৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮
এসব চলবে না..... বলেছেন: চিন্তার বিষয়।
তবে জ্ঞানার্জনের দরকার আছে সন্দেহ নাই, সেটা একাডেমিক শিক্ষা হোক অথবা জে কোন উপায়ে হোক।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫২
নিলু বলেছেন: যদি বলি , এই জন্য আছে উপদেষ্টা আর বুদ্ধিজীবীগণ আশে পাশে ,আবার কখনো কখনো শোনা যায় , অল্প বিদ্যা নাকি ভয়ংকর ,
৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৫
এসব চলবে না..... বলেছেন: বুদ্ধিজীবিগন তো পরামর্শ দেবেন, সিদ্ধান্ত নয়।
সিদ্ধান্ত যিনি দেবেন তার পড়াশোনার কথা বলছি।
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫২
তাহের অন্তরা বলেছেন: @নিলু
কিছু মনে করবেন না।
রাজনীতি তে লেখাপড়ার অবশ্যই দরকার আছে। তা না হলে ইউনিভার্সিটি পলিটিকাল সাইন্স নামে কোন বিষয় থাকতো না। আর তা ছারাও হাজার হাজার বই আছে রাজনীতির বিশ্লেষণের।
কিন্তু এটা ঠিক বাংলাদেশে তারা যে নোংরা রাজনীতি করে তার জন্য লেখাপড়ার দরকার নেই।
৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩
এসব চলবে না..... বলেছেন: হয়ত বা।
তবে বাংলাদেশে নোংরা রাজনীতি করতে লেখাপড়ার দরকার যে নেই সে বিষয়ে ১০০ ভাগ একমত।
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৭
যোগী বলেছেন: খালেদা জিয়া যেমন হরতাল অবরোধ দিয়ে মানুষ মারছে গাড়ি, ট্রেন চলাচল স্কুল কলেজ বন্ধ করে দিছে। এসএসসি পরীক্ষা বন্ধ করে দিতে চাচ্ছে।
ঠিক তেমনি খালেদা জিয়ার বাসার সমস্তু পানি বিদ্যুৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তাকেও অবরোধের মধ্যে রাখা হোক।
তাকেও হিটার চালায় অফিসে বসে টিভি দেখার আরাম থেকে বঞ্চিত করা হোক।
৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫
এসব চলবে না..... বলেছেন: সেটাই করা যুক্তিযুক্ত। সরকার তো বোধহয় সেই ব্যবস্থাই করছে।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১
নিয়ন আলোয় সন্ধ্যা বলেছেন: তত্ত্বাবধায়ক সরকারের জন্য ১৯৯৬ সালে আওয়ামী লীগের অসহযোগ কর্মসূচীর কারনে এস.এস.সি পরীক্ষা প্রায় তিনমাস পিছিয়ে ছিল। তখন আওয়ামী লীগকে হাজারও অনুরোধ স্বত্বেও এস.এস.সি পরীক্ষার কারনে তার অসহযোগ কর্মসূচী বন্ধ করেনি। এখন সেই আওয়ামী লীগ বিএনপিকে অনুরোধ করছে এস.এস.সি পরীক্ষার সময় হরতাল অবরোধ প্রত্যাহার করার জন্য।
সত্যি সেলুকাস। এসব অসুস্থ দলের অসুস্থ হাম্বারা ব্লগে এসে রংবাজি করে।
৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৪
এসব চলবে না..... বলেছেন: কি বলতে চাচ্ছেন?
আওয়ামীলীগের ঐটা অন্যায় ছিলো বলে, বিএনপির এটা করা কি ন্যায় হয়ে গেল ?
আর আওয়ামীলীগ বিএনপিকে অনুরোধ করেছে তাই আপনারা শুননি। ভালো কথা
কিন্তু পরিক্ষার্থী, তাদের অভিভাবক আর আমরা সাধারন মানুষ যখন অনুরোধ করেছি সেটা কি শুনেছেন আপনার গনতন্ত্রের ধারক বাহক ম্যাডাম? দলকানা হয়ে বেঁচে থাকবেন ? থাকেন ।তবে সেটা মানুষ না গরুছাগল হয়ে।
রংবাজি আপনাদের মত দলকানারাই করে।
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫
নিয়ন আলোয় সন্ধ্যা বলেছেন: আর হাসিনার টাকা দিয়ে কেনা সার্টিফিকেট গুলো দেশের জোর করে পাশের হার বাড়ানোর দিকেই কি ইঙ্গিত দেয় না? অসুস্থ রাজনীতি সেই সাথে অসুস্থ ব্লগার সম্প্রদায়, রাজনীতিতে চামচামিই শিখেছ, মুক্তমনে চিন্তা করতে শেখনি।
৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৯
এসব চলবে না..... বলেছেন: এখানে হাসিনা খালেদাকে নিয়ে ফালতু আলোচনা করতে ইচ্ছুক নই। হাসিনা সের দরে ডিগ্রী কিনলে আপনার ম্যাডাম বসে ছিলো কেন? তাকে আপনারা কেন বললেন না সার্টিফিকেটের দোকান থেকে পাইকারি দরে কিছু কিনে নিতে ?
আর মুক্তমনের কথা বলছেন ?
আপাতত মুক্তহস্তে পেট্রোল বোমা ছুড়ে বার্ণ ইউনিট ভরে ফেলুন।
৮| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৫
তারা চাঁন বলেছেন: @ লেখক - মনে করেন কয়েকজন খুনি একজন কে খুন করে এমন ভাবে রাস্তায় ফেলে রাখল যে পুরো রাস্তা বন্ধ হয়ে গেল। এখন এই রাস্তা বন্ধ হওয়ার জন্য কি আপনি সেই লাশ কে দোষ দিবেন ? নাকি যারা খুন করে রাস্তায় ফেলে রেখেছে তাদের দোষ দিবেন ?
@ যোগী - এইসব এইট ফেল দের আন্দোলন দমানোর জন্য পিএইচ ডি রা বিদ্যুৎ, পানি ও গ্যাসের লাইন বন্ধ করছে। তাদের সরাসরি আইনের আওতায় আনতে পারছেনা। কেন ?
সারা দেশে এতো পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও ছাত্রলীগ মোতায়েন করার পরেও যারা বাসে আগুন দিচ্ছে তাদের কেন স্পট থেকে আটক করছেনা, বলতে পারেন ?
আর যেসব ছাত্রদের জন্য চিন্তায় ৬৬% লোকদের ঘুম হারাম হচ্ছে তাদের বলছি, কয়েক দিন পরেই পরীক্ষা হোক পাশের হার ৯৮% থেকে ১০০% হয়ে যাবে।
৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭
এসব চলবে না..... বলেছেন: খুব ভালো কথা।
তো দেশে যে এত অন্যায় অবিচার হচ্ছে আপনারা কোথায়?
দ্রব্যমূল্যের বৃদ্ধি, শেয়ারবাজার কেলেঙ্কারী, গ্যাস/বিদ্যুতের মূল্য বৃদ্ধির নামে জনগনের উপর সরকার যে ষ্টীম রোলার চালিয়েছে তার বিরুদ্ধে কয়টা হরতাল দিয়েছেন? কয়দিন অবরোধ ডেকেছেন? কয়বার সমাবেশ ডেকেছেন? কয়টা মানববন্ধন করেছেন?
দ্বায়িত্ব পালন করতে না পারলে সেটা স্বেচ্ছায় ছেড়ে দেয়াই উত্তম। সেটা ও করেনি বিরোধীদল। বরং সরকারকে সুযোগ দিয়েছে সেতা কেড়ে নেবার।
৯| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪
ডেড আকাশ বলেছেন: দলকানা পোস্ট, এসব মানুষের জন্যই হাম্বারা চান্স পায়
৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৩
এসব চলবে না..... বলেছেন: এরকম একটা কথাই নিয়নের আলোয় সন্ধ্যা বলেছেন।
আপনার কিছু বলার থাকলে বলতে পারেন।
আমার যুক্তিগুলোর বিরুদ্ধে কিছু শুনতে চাই।
শেয়ারবাজার কেলেঙ্কারী, গ্যাস/বিদ্যুতের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধির সময় এত গলাবাজি কোথায় ছিলো ?
এখন এসেছেন আরেকজনকে দলকান বলতে।
এদেশের মানুষের ৯৫ ভাগই কোন না কোন দলের দালাল আর তাই দেশের এই হাল।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৭
যোগী বলেছেন:
এরা সব শালারা এইট ফেল, লাইক খালেদা জিয়া।