নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসব চলবে না.....

কন্টকময় এ দুনিয়া...

এসব চলবে না..... › বিস্তারিত পোস্টঃ

বিডি নিউজ.কম এর চুলকানি নিউজ "‘মাস্তানিতে’ সমর্থন চান আনিসুল হক"

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৩

এই অনলাইন নিউজ সাইটগুলার প্রবলেম কি?
সব কিছু নিয়া এদের চুলকাচুলকি ক্যান?
কারো কমেন্ট ভালো না লাগলে তার আইপি ব্যান.....

‘মাস্তানিতে’ সমর্থন চান আনিসুল হক

নিউজের ভিতরে পড়ে যা বুঝলাম তাতে মনে হইলো তিনি মাস্তানির বিরুদ্ধে মাস্তানি করতে সাধারন মানুষের সমর্থন চাইছেন।
আর এই বেকুবের বাচ্চারা সস্তা হেডিং বানাইছে কাটতি বাড়াইতে।

বেকুবের বাচ্চা সাংবাদিকের দল তোদেরকে বলি এই লোক কই থেইকা ক্যামনে মেয়র হইছে সবাই আমরা জানি। উনি কি কইরা কি উল্টাইয়া ফালাইবো সেইটা ও আমরা জানি। কিন্তু তিনি যদি মাস্তান্দের বিরুদ্ধে মাস্তানি কইরা রাস্তাঘাট, ফুটপাথ দখন মুক্ত করতে পারে তাতে আমার ১০১ ভাগ সমর্থন থাকলো।
খালি আমি না, আমার ধারনা সুশীল সমাজ (নাপ্তা সমাজ) ছাড়া অন্য কেউ এতে দ্বি-মত করবে না।

দেশের তথাকথিত গনতান্ত্রিক আইন আদালত, পুলিশ র‍্যাব যখন এদের থামাইতে পারতেছে না তখন যদি মাস্তানিতে কিছু হয় আরকি।

এই দেশে সাংবাদিকতার নমুনা দেখলে মনে হয় ধইরা উতলানো গরম পানিতে চুবাই। শালার ব্যাটার....

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩২

বিডি আইডল বলেছেন: মাস্তানির বিরুদ্ধে আইন-শৃংখলার ব্যবস্হা আছে...তাকে মাস্তানি করতে হাসিনা এই পদে বসিয়েছে??

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১২

এসব চলবে না..... বলেছেন: এইটা তো স্ববিরোধী কথা হইয়া গেলো ?
এরা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী/আদালত/সরকার কার কথা শুনে? কাকে পাত্তা দেয়?
তখন আপনারাই বলেন দেশের আইন আদালত কি ....ফালায় ?
এই অবস্থায় যখন মাস্তানের বিরুদ্ধে মাস্তানি করতে চাচ্ছে তাতে ও আপনাদের আপত্তি।
তাহলে যেভাবে চলছে সেভাবেই চলুক। কি বলেন?
নাকি সেখানে ও আপনাদের আপত্তি ???

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩২

জল ও ছবি বলেছেন: আনিসুল হক নতুন করে আবার কেমনে মাস্তান হবেন ? মাস্তান না হলে আজ তিনি মেয়র হতে পারতেন কি না সন্দেহ আছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২০

এসব চলবে না..... বলেছেন: সেটা বলতে পারব না, তবে নির্বাচনের আগে সবাই যেভাবে তাকে ক্লীন ইমেজ আখ্যা দিছে সেটার কি হবে?
সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা হইলো বাংলাদেশের রাষ্ট্রপতির মত। থাকা না থাকা সমান কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.