নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নাকি চন্দনকন্যা --- মন্তব্য করেছেন অন্যতম ঐপন্যাসিক মোহিত কামাল।

আমার নীড় আমার ভালোবাসা। আমার নীড়ের জন্য আমি সব কিছু করতে পারি। আমি মোবাইল আর আমার নীড় আমার নোকিয়া মোবাইলের থাইলেন্ড কোম্পানির ব্যাটারি। যেই ব্যাটারি আমাকে এনার্জি দেয় বলেই আমি এখনো সচল আছি।

চন্দনকন্যা

আমি রাগিনী, আমি অভিমানী, আমি মনহিনী, আমি মনদিনী, আমি এক পথচারীনি। ভালবাসি প্রকতি,ভালবাসি মানুষ, ভুল বুঝে এরা আমায় করে তুলে অমানুষ।বোঝাতে চাই মনের কথা বোঝে নাতো কেউ, না বুঝে দোষে দেয় আমায় কেউ কেউ। নীর আমার ভালবাসা

চন্দনকন্যা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের পতাকা জালিয়ে দেয়ার পরও যারা আজকের হরতাল কে সমর্থন করে তারা বাঙালী নামের কলংক

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

ভেবেছিলাম যারা রাজাকার তাদের ফাসি আদায় তো করবোই কিন্তু তাই বলে একজন রাজাকারের জন্য তো আর সবাইকে দোষ দেয়া ঠিক হবে না। কিন্তু কি করলো ওরা এটা?????



বাংলাদেশের পতাকা জালিয়ে দিল। নিজের দেশের পতাকাই জালিয়ে দিল। যেই দেশে জন্ম নিয়েছে, যেই দেশে রাত্রি যাপন করছে, যেই স্বাধীন দেশে হেসে খেলে বেরাচ্ছে সেই নিজের দেশের পতাকাই .......... ছি: ছি: ছি: ছি:



তোরা নিজেরদেরকে মুসলিম বলিশ?? মুসলমান জাতিকে তোরা কলংকিত করছিস। আরে আমাদের এই পবিত্র ধর্মেও তো দেশপ্রেমের কথা বলা আছে। তাহলে কোথায় গেল তোদের দেশপ্রেম??



বাকিদের কথা আর কি বলব। যারা এই চোরদের হরতাল সমর্থন করছে। তারা প্রমান করেছে তাদের দেশকে ভালবাসে না। দেশপ্রেম বলতে তাদের মধ্যে কিছু নেই। তারা রাজনীতি নিয়েই ব্যস্ত। তাই তাদের উদ্দেশ্যে কিছু কথা:



যেহেতু আপনারা নিজের দেশের ই আপন হতে পারলেন না তাই আপনারা কারোরই আপন হতে পারবেন না।

তাই ধিক্কার আপনাদের

দয়াকরে আপনারা আয়েনার সামনে যাবেন না। আপনাদের ভালোর জন্যই বলছি। আয়েনার সামনে দারালে নিজেদের অস্তিত্ব খুজে পাবেন না।

ছি কি লজ্জা....কোথায় যাবেন আপনারা এই লজ্জা নিয়ে???

লজ্জা লজ্জা লজ্জা...।এই ৪২ বছরেও নিজের দেশকে ভালবাসতে পারলেন না।


মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

এ্যানড্রোমিডা বলেছেন: আশ্চর্য হবার কিছু নেই, এটাই স্বাভাবিক। বি.এন.পি র পক্ষে এটাই মানায়। বুঝতে হবে এই দলটার জন্ম আই.আই.এস এর এজেন্ডা বাস্তবায়নের জন্য। ৭১ এর পরাজেয়ের প্রতিশোধ নিতেই এই রুটলেস দলটার জন্ম।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

চন্দনকন্যা বলেছেন: আমি আসলেই অনেক অবাক। আমি রাজনীতি বুঝিনা। এই জঘন্য রাজনীতি বুঝতেও চাই না। শুধু বুঝি আমি আমার দেশকে অনেক বেশী ভালবাসি এবং আমি আমার ধর্ম নিয়ে অটল। ধর্ম খেলার জিনিস না।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

বাতাসের রূপকথা বলেছেন: হাজার জায়গায় একই ভূল বানান দেখলে বুঝি কি লেভেলের লিখা? আমি কেন যে এটি পড়লাম?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০

চন্দনকন্যা বলেছেন: সবার আগে নিজের লেভেলটা চেক করে নিন।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০

ফুরব বলেছেন: ৭১ এ এরাই একে অপরের মা বোনের ইজ্জত লুটেছিল। এরা সব পারে।।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

গুনপোকা বলেছেন: Allah, Rasul(pbuh), Quran, Hadith, Islamic culture somporke ETO kutshit bhasha babohar karider biruddhe 1 ti Hartal jotheshto Noy. Jara nijeke Muslim dabi Kore tader jonno ajker hartal Imaner porikkha. Nijeke Rasul(pbuh) premi hisebe proman koro ar noyto nastik hisebe ghosona DAOO.....

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

চন্দনকন্যা বলেছেন: আমি নাস্তিক না আস্তিক সেটা আমি আর আমার আল্লাহ জানে। তোমাদের সাথে তাল মিলিয়ে চলে আমার সেটা প্রমান দিতে হবে না।

লজ্জা লাগে না ইসলামকে বেচে খেতে?? ছি:

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬

করাত বলেছেন: আমি যেকোনো হরতাল সাপোর্ট করি, কারন হরতালে ক্লাস করা লাগে না। এতে যদি আপনের মনে হয় আমি দেশ কে ভালবাসি না তাহলে ভুল। ;)
আর দেশে ভিন্ন মতাদর্শ থাকবেই, এই গুলা সহ্য করা শিখেন। B-)) B-)) B-)) B-)) B-)) B-))

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৭

চন্দনকন্যা বলেছেন: আপনার মত আমিও হরতাল হলে খুশি হতাম। কারন ক্লাস করা লাগতো না। :) :) কিন্তু আগে হরতাল হত দুটি দলের মধ্যে। কে কত হরতাল ডাকতে পারে। ওরা মনে করতো হরতাল ডাকতে পারলেই ওরা টাইগার।
কিন্তু ভাই এখন হরতাল হচ্ছে আম জনতার বিরুদ্ধে, যুদ্ধাপরাধীদের বাচাতে। এগুলো কি মেনে নে্যা যা্য?

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯

নয়ামুখ বলেছেন: আমি কোন হরতালকেই সমর্থন করিনা। কিন্তু রোববারের হরতালে আমার পূর্ণ সমর্থন রয়েছে।
আজকের হরতালে কাদিয়ানী এবং আওয়ামী ওলামালীগ ছাড়া দেশের সব ইমাম, আলেম ওলামা সমর্থন দিয়েছেন।

তাই আসুন আজ সবাই একসাথে মিলে এই হরতালকে সফল করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.