| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চন্দনকন্যা
আমি রাগিনী, আমি অভিমানী, আমি মনহিনী, আমি মনদিনী, আমি এক পথচারীনি। ভালবাসি প্রকতি,ভালবাসি মানুষ, ভুল বুঝে এরা আমায় করে তুলে অমানুষ।বোঝাতে চাই মনের কথা বোঝে নাতো কেউ, না বুঝে দোষে দেয় আমায় কেউ কেউ। নীর আমার ভালবাসা
আমরা যারা ব্লগার তারা নাকি নাস্তিক। আচ্ছা আমাদের নাস্তিক বানানোর জন্য সবাই উঠে পরে লেগেছে কেন? সবাই মানে বুঝতেই পারছেন কারা।
আমারা কেন নাস্তিক? আমরা নাস্তিক কেন তার কারন গুলো আমি বলছি.....
আমরা যুদ্ধাপাধীদের বিচার চাই।
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে চাই।
যারা আমাদের এই পবিত্র ধর্ম ইসলামকে বেঁচে খাচ্ছে তাদেরকে বিতারিত করতে চাই।
আমরা কোন দল করি না।
আমরা কাউকে ভয় পেয়ে ব্লগিং করি না।
আমরা স্পষ্টভাষী।
আর সবচেয়ে বড় যে বিষয়টি যার কারনে ব্লগারদের নাস্তিক বলা হচ্ছে তা হচ্ছে শাহবাগের আন্দোলোন ৭১ এর রুপ নিয়েছে।
হ্যা, আমি মানি এখানে সবাই যে আস্তিক তা না। কেউ কেউ আছে নাস্তিক। কিন্তু তাদের জন্য আমাদের সবাইকে নাস্তিকের টাই পরিয়ে দেয়া হচ্ছে কেন?যারা ব্লগিং করে তাদের মধ্যে কে কে নাস্তিক আর কে কে আস্তিক তা ব্লগারদের প্রফাইল চেক করলেই বুঝা যায়।
যারা ব্লগাদের নাস্তিকের টাই পরানোর চেষ্টা করছে, তারা সেই সব মানুষদেরকে ধারনা দিচ্ছে যারা কিনা ইনটারনেট খুব একটা বুঝে না। এটা আমরা নিজের বানানো কোন কথা নয়, আমার অভিজ্ঞতা থেকে বলছি। এখন আপনারা জানতে চাইতে পারেন কি অভিজ্ঞতা? নিজের অভিজ্ঞতা যদি বলতেই হয় তাহলে আমি আমার একজন পরিচিত মানুষকেই দিয়েই শুরু করবো।
আমি যার কথা বলব সে ইন্টারনেট, কপিউটার সবই বুঝেন কিন্তু অপারেট করতে জানেন না। সত্যি বলতে ব্লগার শব্দের অর্থ কি উনি জানে না। তাই একদিন আমাকে জিজ্ঞাসা করলো "ব্লগার কাদেরকে বলে?" আমি যথারীতি ব্যাখা দিলাম আমার সেও বুঝতে পারল। হঠাৎ বলে উঠল তাহলে ব্লগারদের নাস্তিক বলে কেন? তখন আমি বললাম কথাটা সঠিক নয়। ব্লগারাও সাধারন মানুষ। একটু ভেবে বলুন তো আমাদের সমাজের সাধারন মানুষ সবাই কি নাস্তিক? সে বলল না। আমি বললাম ব্লগারাও তো সাধারন মানুষ। তাহলে তারা সবাই কেন নাস্তিক হবে? তখন তাকে বললাম এটা একটা ভ্রান্ত ধারণা সবার মাঝে ছড়িয়ে দেয়া হচ্ছে। স্বাভাবিক দৃষ্টিতে এরকম কিছুই না। বললাম আপনি যদি ইন্টারনেট ব্যবহার করতে জানতেন তাহলে আপনাকে সব ব্লগারদের প্রফাইল চেক করে দেখাতাম। তখন উনি বললেন, উনি নাকি কোথা থেকে শুনে এসেছে যে ব্লগাররা নাস্তিক। যাইহোক তার এই ভুল ধারণা আমি দুর করতে পেরেছি বলে মনে হচ্ছে।
এখানে ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে যে কেউ বুঝে ইচ্ছাকৃতভবে ব্লগাদের নাস্তিক বানাতে চাচ্ছে আর কেউ না বুঝে বলছে। হ্য়তো অনেকেই এখনো জানে না যে ব্লগার কাদেরকে বলে। আমারদের কি উচিৎ না সাধারন মানুষে বুঝানো ব্লগার কাদেরকে বলে।
আর যারা এইসব ছড়িয়ে বেরাচ্ছে যে ব্লগাররা নাস্তিক তাদের উদ্দেশ্যে আর কি বলব। উনারা নিজেরাই আস্তিক কিনা আমার এখন সেটাই সন্দেহ হচ্ছে। তাদের মধ্যে কি আল্লাহর ভয় আছে? উনারা কি নিজেরা জানে উনারা কি করে বেরাচ্ছে? আসলে উনারা কি চায়? আমার মনে হয় ব্লগারদের গলায় নাস্তিকের টাই পরাতে পারলেই উনাদের উদ্দেশ্য সফল হবে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০
চন্দনকন্যা বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
কিন্তু তাই বলে কি আমরা সবাই নাস্তিক হয়ে যাব? থাবা বাবা যেটা করে গেছেন সেটার ফল উনি পাবে। মানুষের ভুল আমাদের ভাংগাতে হবে। আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। আমরা সবাই যেন আমাদের ধর্ম ও নীতি নিয়ে বাচতে পারি।
২|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
মিশনারী বলেছেন: থাবা বাবা তুমি হারিয়ে যাওনি।
তোমার সুভাসিত রক্ত, আজ বসন্তের তারুন্যের জোয়ার।
এ জোয়ার এসেছিল এর আগেও একবার
সেই বায়ান্নতে,আমাদের পূর্ব পুরুষদের হাতে।
আজ এই বসন্ত আবার হলো রঞ্জিত, তোমার সুভাসিত রক্তে।
চেয়ে দেখ রাজীব, এ জনগন ভুলে গেছে আপোষ মানতে।
তারা রক্তের দাম দিতে জানে।
চেয়ে দেখ রাজীব, তোমার মৃত্যুতে জেগেছে লক্ষ মূর্দা,
তারাও এসেছে আজ ফাঁসীর দাবী নিয়ে।
সেই পুরোনো শাহবাগ চত্বর, তোমার হাত ধরে
হয়েছে প্রজন্ম চত্বর।
প্রজন্ম থেকে প্রজন্মান্তর, জন্ম থেকে জন্মান্তর তুমি রাজীব
জন্মদাতা প্রজন্ম চত্বর।
থাবা বাব মরে মরে যান নাই । শহীদ হয়ে মরেছেন ।
৩|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১
ShusthoChinta বলেছেন: উনি তো উনার কৃতকর্মের ফল এখন সৃষ্টিকর্তার কাছে পাচ্ছেন ই,কিন্তু এমন কর্মকান্ড উনি করে গেছেন যার ফল এখন আমাদেরকেও ভোগ করতে হচ্ছে!
৪|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: ব্লগার মাত্রই নাস্তিক এই অপ প্রচার টা করছে জামাত।সবাইকে সচেতন করতে হবে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৪
চন্দনকন্যা বলেছেন: জি অবশ্যই। সাধারন মানুষের মাঝে এই ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে হবে।
৫|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭
মিশনারী বলেছেন: সেই পুরোনো শাহবাগ চত্বর, তোমার হাত ধরে
হয়েছে প্রজন্ম চত্বর।
প্রজন্ম থেকে প্রজন্মান্তর, জন্ম থেকে জন্মান্তর তুমি রাজীব
জন্মদাতা প্রজন্ম চত্বর।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০
চন্দনকন্যা বলেছেন: ব্লগার রাজীব একজন নাস্তিক ছিলেন সেটা সবাই জানে। এখানে রাজীবকে নিয়ে কোন কথা হচ্ছে না। আর উনি প্রজন্ম চত্বরের জন্মদাতা কিনা সেটা নিয়েও কোন কথা হচ্ছে না। এখানে ব্লগারদের নাস্তিক বলা হচ্ছে নি্র্দিধায়। সমগ্র ব্লগারদের আস্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। সেটা নিয়ে আমাদের সেচ্চার হতে হবে। যদি পারেন সেই বিষয়ে মন্তব্য করুন এবং সবাইকে সচেতন করুন
ধন্যবাদ।
৬|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮
স্টেনটোরিয়ান বলেছেন: ব্লগার মানেই নাস্তিক না। কিন্তু কিছু কতিপয় অতি আঁতেল ব্লগারদের মাতব্বরির জন্য জামাত-শিবির ব্লগারদেরকে গণহারে নাস্তিক বলার সুয়োগ পাচ্ছে। এজন্য সাধারন মানুষ না, সেই সকল ভোদাই ব্লগাররা দায়ী।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২
চন্দনকন্যা বলেছেন: আর আমরা এই জামাত-শিবিরকে নাস্তিক বলার সুযোগ দিচ্ছি? আমি সাধারন মানুষকে দায়ী করছি না। এরা এই ভ্রান্ত ধারণার শিকার। কারন উনারা অনেকেই জানে না ব্লগ এবং ব্লগারের সংগা কি। গনসচেতনতা আমাদের গড়ে তুলতে হবে।
৭|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১
মিশনারী বলেছেন: আমি তো ব্লগার, আমি কি আমাকে নাস্তিক বলতে পারি ? না আপনাকে ?
আমি শুধু আমার শহীদ রাজীব ভাইয়ের জন্য কানতেছি । উনার হাত ধরে
হয়েছে প্রজন্ম চত্বর। সেইটা স্বীকার করছি । আবার আমাগো আসিফ মহিউদ্দিন ভাই আছে না । আবার শাহাবাগে শহীদ রাজীবের জানাজা লাক্ষ মানুষের কথা কি আমি ভুলিতে পারি ???? (যদি ও ৩ তাকবিরে নামাজ, ছেলে মেয়ে একসাথে ওজু ছাড়া নামাজ, ধর্মনিরপক্ষতার অভিনয় করতে গিয়ে সব ধর্ম নিয়ে নামাজ পড়েছি) এর চাইতে আর কি করতে পারি ।
৮|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৭
ফরটি ইজ দা নিউ থারটি বলেছেন: মিশনারী নামের ব্লগার ভাই
আপনি নাস্তিক না হলে আপনি কি?
নাম নিয়েছেন খ্রিস্টান মিশনারীদের নামে, আবার জানাজার কটুক্তি করেন কেন? আমরা তো আপনাদের চার্চে গিয়ে কিছু বলছি না।
বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ ও পরমতসহিষ্ণু, আপনাকেই দেখলাম ব্লগে এর ব্যাতিক্রম
৯|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৭
মিশনারী বলেছেন: ফরটি ইজ দা নিউ থারটি @ নতুন আসছে তো পরে বুঝতে পারবেন ।
নিচের টা লেখককে বললাম :
শুধু মাত্র আল্লাহ ও রাসুলের অবমাননা ও ইসলামের অপমানের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল (যেটা প্রতিটি মুমিন মুসলমানের ঈমানী দায়িত্ব ) ইহা কি কোনো রাজনীতি ?
সব কিছুকে রাজনীতিতে নিয়ে যাবেন না৷ বাংলাদেশের ৮৮ ভাগ মুসলিমের মধ্যে কতজন রাজনীতি করে ?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৭
চন্দনকন্যা বলেছেন: "শুধু মাত্র আল্লাহ ও রাসুলের অবমাননা ও ইসলামের অপমানের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল (যেটা প্রতিটি মুমিন মুসলমানের ঈমানী দায়িত্ব ) ইহা কি কোনো রাজনীতি ? " ভাই আপনি কাদের কথা বলছেন বুঝতে পারছি না।
রাজনীতিকে আনবো না মানে কি? ব্লগারদের নাস্তিক বানোনোর পিছনে জামাতিরা দায়ী না সেটা বলছেন নাকি?
হায়রে, প্রথমে ব্লগার রাজীবকে নিয়ে অস্থির হয়ে কবিতা লিখা শুরু করলেন, বললেন উনি শহীদ হয়েছেন। এখন দেখছি আবার ঈমানী দায়িত্ব শেখাতে আসছেন। কোনটা ঈমানি দায়িত্ব পালন হচ্ছে আর কোনটা সংঘাতের চেষ্টা চালাচ্ছে সেটা আপনিও বুঝেন আর আমিও বুঝি। তাই আপনাকে বলছি, দুই নৌকায় পা দেয়ার চেষ্টা কইরেন না তাহলে রক্ষা পাবেন না।
১০|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬
মিশনারী বলেছেন: কবিতা তো আমার না, ব্লগাররা এই নাস্তিককে সাপোর্ট করছে, তাই নিয়ে কবিতা লিখেছে, তখন তো আপনাদের ভালই লাগল, তখন তো প্রতিবাদ করেন নাই । এই কবিতা আপনাদের দলের লোকদের ব্লগার থেকে কপি পেষ্ট শুধু করেছি । নাস্তিক কিভাবে শহীদ হয় ???? তখন তো আমাকে কিছুই বললেন না ???
তাই আপনার "ব্লগারদের গলায় নাস্তিকের টাই পরাতে পারলেই উনাদের উদ্দেশ্য সফল হবে"। তাহলে নাস্তিক টাইটা পরাতে কে চেয়েছে, এবার বুজতে পেরেছেন । শাহাবাগের ব্লগারাই এই টাইটা বেধেছে । তাই সাধারণ মুসলমান বা হুজুরা শাহাবাগিদের বিপক্ষে গেছে । আশা করি বুঝতে পেরেছে ???? না বুঝলে কিছু করার নাই ।
ফরটি ইজ দা নিউ থারটি @ এবার বুঝতে পেরেছেন ?????
১১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০২
জাতি জানতে চায় বলেছেন: শাহবাগ আন্দোলন পরিচালনাকারীরা ধর্মান্ধদের মত দু'লাইন বেশি বুঝার ভান করার মাধ্যমে কিছু ব্লগারের দোষকে সব ব্লগারের উপর চাপিয়ে দিয়ে করুনা আদায়ের চেষ্টা করছেন। আন্দোলনকে বেগবান করার জন্যে এরকম ফালতু ধান্ধার কি মানে?! কুরুচিপূর্ণ ব্লগিংয়ের সাথে জড়িতদের বিচার চাওয়ার মধ্যে দোষটা কোথায়?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩
চন্দনকন্যা বলেছেন: "আন্দোলনকে বেগবান করার জন্যে এরকম ফালতু ধান্ধার কি মানে?!"
দয়া করে ভাষা ঠিক রেখে কথা বলবেন।
আর আমি করুনা আদায় করবো কেন? যেটা সত্য সেটা বলছি।
১২|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
ShusthoChinta বলেছেন: সব দোষ জামাতিদের কান্ধে না চাপাইয়া নিজেদের কান্ধেও কিছু নিলে এতো ঝামেলা হয়না! কি দরকার ছিল শাহবাগ চত্বরে ঘটা করে একজন স্বঘোষিত জংগী নাস্তিকের জানাজা পড়ার? কি দরকার ছিল জামাতিদের রাজনীতির সাথে সাথে ইসলামি রাজনীতি নিষিদ্ধের স্লোগান তোলার? এই ভুলগুলো কাদের,শাহবাগীদের ই তো নাকি?
এখনও শুধুমাত্র পরিস্থিতির খাতিরে শাহবাগ থেকে বলা হচ্ছে আমরা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের পক্ষে না,কিন্তু চ্যালেন্জ করে বলা যায় শাহবাগের উদ্যক্তাদের প্রায় সবাই এই ধারণা পোষণ করেন যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা উচিত! অথচ মুখে বলছে উল্টোটা,এটা তো পিওর ভন্ডামি! মুখে এক জিনিস আর মনে উল্টোটাকে তো ভন্ডামিই বলে!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
চন্দনকন্যা বলেছেন: "কিন্তু চ্যালেন্জ করে বলা যায় শাহবাগের উদ্যক্তাদের প্রায় সবাই এই ধারণা পোষণ করেন যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা উচিত! " দেখুন উনারা যেটা ইচ্ছা সেই ধারণা পোষন করতে পারে কিন্তু কাজে তো আর সেটা করছে না। আর করতে চাইলেও কি আমরা তা দিব? না।
১৩|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
বাতাসের রূপকথা বলেছেন: জানতেন সাতদিনে এক সপ্তাহ। বিটলসের "এইট ডে'স এ উইক" গান শুনুন আর ভাবুন এ কি করে সম্ভব।
কতকগুলো নাস্তিক নামের জন্ডিস ছিলো এই শাহবাগের নেতৃত্বে। আর সরকার দিয়েছে পুলিশি নিরাপত্তা, আর বিরিয়ানী এসেছে আরজ আলী মাতুব্বরের কাছ থেকে। পুলিশের বারি না খেয়ে কোন আন্দোলন কখনো শুনেছেন? আপনাদের বেলায় জামাই আদর কেন জানতে পারি ? ৩১% ভোটের অধিকারী বিএনপি রাস্তা আটকালে পুলিশের বেধড়ক মার। এবার বুঝবেন, কতকগুলো টাউট নাস্তিক দ্বারা আপনার চলেছেন, আর সবশেষে যখন দেখবে, তখন বুঝবেন আপনারা নৌকার উপর দাড়িয়ে আছেন, আর সরকার হাসছে আর বলছে এভাবে যতদিন সম্ভব দাড়িয়ে থাকো বাছাধন। সময়মতো উষ্ঠা দিয়ে তোমাদেরকে খেদাইয়া দেওয়া হবে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩
চন্দনকন্যা বলেছেন: "সরকার দিয়েছে পুলিশি নিরাপত্তা, আর বিরিয়ানী এসেছে আরজ আলী মাতুব্বরের কাছ থেকে। পুলিশের বারি না খেয়ে কোন আন্দোলন কখনো শুনেছেন? আপনাদের বেলায় জামাই আদর কেন জানতে পারি ? " আপনার কথায় সহমত।
এটা কেন হচ্ছে সেটা আপনিও ভাল জানেন। শাহবাগের আন্দোলনে সরকারের মত আছে। আর একটা কথা জেনে রাখুন যুদ্ধপরাধী শুধু কিন্ত জামায়াতে নেই। আওয়ামীলীগেও আছে আর বিএনপিতেও আছে। তাই দোয়া করুন আমাদের দাবী "যুদ্ধাপরাধীদের সর্বচ্চো সাজা ফাসি" কার্যকর হলেই সব দলের রাজাকারকে খুজে বের করা হবে এবং সবাই এই সাজার অন্তর্ভুক্ত।
১৪|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪
বাতাসের রূপকথা বলেছেন: কি বাছাধন..... যা তা বলছি। আপনিতো দেখছি চন্দন কন্যা।
১৫|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৫
মিশনারী বলেছেন: এটা কেন হচ্ছে সেটা আপনিও ভাল জানেন। শাহবাগের আন্দোলনে সরকারের মত আছে। আর একটা কথা জেনে রাখুন যুদ্ধপরাধী শুধু কিন্ত জামায়াতে নেই। আওয়ামীলীগেও আছে আর বিএনপিতেও আছে। তাই দোয়া করুন আমাদের দাবী "যুদ্ধাপরাধীদের সর্বচ্চো সাজা ফাসি" কার্যকর হলেই সব দলের রাজাকারকে খুজে বের করা হবে এবং সবাই এই সাজার অন্তর্ভুক্ত।
আপনার একথার সাথে আমার ১০০% স হ ম ত । হাম্বালীগেরা এইটা বুঝতে বাকী আছে ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
চন্দনকন্যা বলেছেন: ধন্যবাদ।
১৬|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১২
আহসান ০০১ বলেছেন: এই ২০-৩০টা কুত্তা রাজাকার আর ৫-১০টা সুয়র নাস্তিকের বিচার করা কি এত কথিন, এই কয়টার জন্য দেশটা বিভক্ত হয়ে জাইতেসে, নিযামি সাইদি থেকে সুরু করে রাজাকার বেয়াই সবার বিচার করে নাস্তিক গুলার বিচার করে দেশের মানুষ গুলারে একটু বাঁচতে দিক, এইসব সুবিধাবাদি রাজনীতিবিদ সামরথবান ব্লগার এইসব তো কিছু হইলে আমেরিকা ইন্ডিয়া সৌদি চলে যাবে বাশ খাব আমরা
১৭|
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪২
চন্দনকন্যা বলেছেন: ভাই, বাস তো আমরা খাচ্ছি। নিজেই চিন্তা করে ভেবে দেখুন তো আমরা কি করছি।
যুদ্ধাপরাধীদের বিচার আমরা সবাই চাই। এই জন্য আমাদের সবার উচিত শাহবাগে যাওয়া।
কিন্তু এখন কেন সবাই শাহবাগে যাচ্ছে? নাস্তিক ব্লগারদের মুক্তির দাবির জন্য। কেন? এই সব নাস্তিক ব্লগারদের মুক্তি আমরা কেন চাইবো? এই গুটি কয়েক নাস্তিকদের জন্য পুরো ব্লগার সমাজকেই নাস্তিক বলার সাহস পাচ্ছে। এবং এটা আমারদের নিজেদের জন্যই। কারণ যারা নাস্তিকদের সাপোর্ট করে তারা তো নাস্তিকদের সমতুল্যই তাই নয় কি?
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯
ShusthoChinta বলেছেন: পাবলিকরে আর কী দোষ দিবেন কন,ভোদাই বাবাটা মরার আগে পাবলিক ব্লগ বা ব্লগার বইলা কিছু চিনতো না বা জানতো না! এখন যে ব্লগার বাবা নিজের জীবন দিয়া পাবলিকের সাথে ব্লগারদের পরিচয় করায়া দিল সে ই ছিল জংগী টাইপের নাস্তিক,তো এখন পাবলিকে এই কুত্তাডার কামর খাইয়া ভাবতেসে ব্লগার মানেই "থাবা বাবা"! আরকি বলার আছে বলেন?