নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নাকি চন্দনকন্যা --- মন্তব্য করেছেন অন্যতম ঐপন্যাসিক মোহিত কামাল।

আমার নীড় আমার ভালোবাসা। আমার নীড়ের জন্য আমি সব কিছু করতে পারি। আমি মোবাইল আর আমার নীড় আমার নোকিয়া মোবাইলের থাইলেন্ড কোম্পানির ব্যাটারি। যেই ব্যাটারি আমাকে এনার্জি দেয় বলেই আমি এখনো সচল আছি।

চন্দনকন্যা

আমি রাগিনী, আমি অভিমানী, আমি মনহিনী, আমি মনদিনী, আমি এক পথচারীনি। ভালবাসি প্রকতি,ভালবাসি মানুষ, ভুল বুঝে এরা আমায় করে তুলে অমানুষ।বোঝাতে চাই মনের কথা বোঝে নাতো কেউ, না বুঝে দোষে দেয় আমায় কেউ কেউ। নীর আমার ভালবাসা

চন্দনকন্যা › বিস্তারিত পোস্টঃ

শহীদদের আত্মা যেন আজ শান্তি পেল। শহীদরা আজ কাদছে, কারন তারা আজ খুব খুশী। খুশীতে তারা কাদছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

মনে হচ্ছে সারা শরীল দিয়ে প্রশান্তির এক হাওয়া বয়ে যাচ্ছে। চোখে জল চলে আসচ্ছে। চিৎকার করে কাদতে ইচ্ছা করছে। খবরটা শুনেই যেন শরীলের সবগুলো পশম দাড়িয়ে যা্চ্ছে। কি করব কিছু বঝতে পারছি না। কি করা উচিত এখন আমার। কোথায় রাখবো এত খুশী।





মনে হচ্ছে যদি পাখা থাকতো ডানা মেলে আকাশে উড়তাম। সবাইকে জানিয়ে দিতাম আজ আমি কত খুশী। ইচ্ছে হচ্ছে ফুল দিয়ে দেশবাসীকে শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানাতে চাই সেই শহীদদের যাদের রক্তের বিনিময় আজ আমরা এই স্বাধীন দেশে প্রান খুলে বসবাস করছি। ইচ্ছে হচ্ছে কবর খেকে শহীদদের তুলে নিয়ে আসি। নিয়ে এসে আমরা একসাথে উল্লাস করি।



আজ আমি অনেক খুশী। সেই এৈতিহাসিক বিচার হল আজ। ন্যায় বিচার পেয়েছি আমরা।



শহীদদের আত্মা যেন আজ শান্তি পেল। শহীদরা আজ কাদছে, কারন তারা আজ খুব খুশী। খুশীতে তারা কাদছে। আমি যেন স্পষ্ট শুনতে পারছি তাদের চিৎকার। চিৎকার করে তারা বলছে তাদের খুশীর কথা।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জয় বাংলা !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

চন্দনকন্যা বলেছেন: জয় বাংলা!!!!

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২২

সোনি সুলতানা বলেছেন: ৪২ বছরের কলঙ্ক থেকে জাতি আজ মুক্ত হচ্ছে। এই বিজয় বাঙ্গালী জাতির, এই বিজয় তরুণ প্রজন্মের, এই বিজয় মুক্তিকামী সমগ্র জনতার, এই বিজয় গণজাগরণ মঞ্চের..

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

চন্দনকন্যা বলেছেন: এখনো পুরো পুরি কলংক মুক্ত হতে পারেনি। কলংক মুক্তির পথে এক ধাপ এগিয়ে গেছে।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

নন্দনপুরী বলেছেন: আলহামদুলিল্লা্হ্‌.........
যাই মিষ্টি মুখ করে আসি....

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

চন্দনকন্যা বলেছেন: ভাই আমাদের মিষ্টি কই ????

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

সপ্নচোরা বলেছেন: ঝুলাইয়াই দিল!!! একটুও দয়া করলোনা!!!............!!! জয় বাংলা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

চন্দনকন্যা বলেছেন: এখনো ঝুলায়নি। এখন শুধু অপেক্ষা রায় কার্যকরের।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

রোড সাইড হিরো বলেছেন: জয় বাংলা...

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

চন্দনকন্যা বলেছেন: এ জয় পুরো বাঙ্গালী জাতির।

জয় বাংলা !!!!!!!!

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: জয় বাংলা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

চন্দনকন্যা বলেছেন: জয় বাংলা !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.