নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোষাক তৈরীর কারখানায় মাসিক বেতনে কামলা দেয় মাস শেষে মাইনের আশায়, যে মাইনে দিয়ে চলবে নিজের পরিবার ও সমাজের জন্য কিছু একটা করার প্রচেষ্টা মাত্র। নিতান্তই সাদামাঠা গ্রাম থেকে আসা স্বল্প শিক্ষিত মানুষ।

চোরাবালি-

চোরাবালি- › বিস্তারিত পোস্টঃ

হারামজাদা আজ সারাদিন তোর বাথরুম ইউজ করব

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

বউহীনরা এখানে প্রবেশের দরকার নাই।



ঝগড়াটে স্বামী স্ত্রী হিসেবে আমার আর তিনার কোন জুরি নাই। দুই পক্ষের শ্বশুর শ্বাশুরি থেকে শুরু করে নিকট ও দুরের সবাই মোটামুটি জানে যে আমাদের দু'জনার মধ্যে এ্যালুমিনিয়ামের হাড়ি পাতিলের ন্যায় লেগেই থাকে। এলুমিনিয়ামের হাড়ি পাতিল যেমন একটার সাথে আরেকটা লাগলেই শব্দ হয় আমার কোকিল কন্ঠীও তেমন একটুতে একটু হলেও কণ্ঠভুলে ক্যা ক্যা করে উঠে। আর তিনি যদি রেগে যান এফএম একবার চালু হলে আর রক্ষা নাই ননস্টপ পরবর্তী ২ঘটনা চলতেই থাকবে অথবা আমার রগের থার্ম মিটার যতক্ষণ না বাস্টিং লেভেলে পৌছবে তত সময় রেডিও চলতেই থাকবে। আর অনেক ক্ষেত্রে তার রেডিও চলে আমার মেজাজের চরম সীমায় নেয়ার জন্য।



আর আমি বেচারা অপেক্ষায় থাকি কতক্ষণে তার মুখ বন্ধ হবে, আর তাতেই তার মেজাজ বাড়তে থাকে। ওর উদ্দেশ্য থাকে আমার মেজাজ খারাপ করা আর আমার উদ্দেশ্য থাকে দেখি সে কত সময় বাজতে পারে তাই তার কথার উত্তর আমি ভুলেও দিতে যায় না সচারচর কারণ আমি রেগে যাওয়া মানে তিনার মুখে হাসির ঝলক। মুখে কাল বৈশাখীর কাল মেঘ ঝেড়ে শৎতের স্বর্ণউজ্জল রৌদ্র খেলা করে। আর স্বস্তির নিঃস্বাস ফেলে বলে- তুমি আমার মেজাজ খারাপ করেছো আমিও এখন তোমারটা করলাম, এখন আমার শান্তি।



তো কদিন আগে বাসার সহকারী মহিলাটি না থাকায় সকালে নাস্তার সময় বলল আজ একটু তাড়াতাড়ি ফিরে আসার সময় দুধওয়ালীর বাড়ী থেকে দুধটা নিয়ে এসো তা না হলে কিন্তু তোমার ছেলেই না খেয়ে থাকবে। আমি উত্তর করলাম থাকুক, আমার ছেলে নিয়ে তোমার চিন্তু না করলেই হবে। সঙ্গে সঙ্গে উত্তর- মানে ছেলেকি তোমার একার, তোমার যা বলছি তুমি তাই করবা। খেতে খেতেই বললাম মাত্র- ঘরে বসে থকতে থকতে তো কদিন পর আমার বাড়ীওয়ালাকে দরজা বদলানোর জন্য বলতে হবে তা না হলে তো তুমি বাইরে যেতে পারবে না-- বলতে দেরি আর রেডিও চালু হতে দেরি না, যেহেতু আমার উদ্দেশ্য ছিল তাকে রাগানো তাই কোন কথার উত্তর না করে শুধু শুনতে থাকলাম বোবা প্রাণীর ন্যায়। আর তাতে তার মেজাজা গরম থেকে অতিব গরম হতে থাকল। প্যান্ট শার্ট কখনও তাকে বের করতে বলি না, সেদিন চাইলাম তার মেজাজ গরম করার জন্য, উত্তর দিল তোমারটা কি আমি পড়ি যে আমি বের করে দিব, হালকার উপর বললাম কোমড়ে লাগলে তো--- এবার গরম তেলে কাঁচা বেগুন ফেলার মত অবস্থা তারপর - - - -- - - - - -- - - -। আমি সেদিকে কোন পাত্তা না দিয়ে রেডি হয়ে বের হওয়ার সময় বললাম দয়া করে দরজাটা লগিয়ে দিন। দরজা খুলে সামনে দাঁড়িয়ে বলল- হারামজাদা আমার মেজাজ গরম করে হাসি মুখে বিদায় না---[b] আর সারাদিন তোর বাথরুম ব্যবহার করব। [/b]কারণ ও জানে সন্ধ্যায় ফিরে আমার বাথরুম কেও ব্যবহার করেছে বা ভেজা দেখলেই আমার মাথা খারাপ। আর উনি যখন আমাকে কোন অবস্থাতেই রাগাতে পারে না তখন এই পদ্ধতি অবলম্বন করে রাগাতে চেষ্টা করে থাকে।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

স্বপনচারিণী বলেছেন: আপনাকে স্যালুট। রোমান্টিক ঝগড়াতে দারুন মজা পেলাম।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৪

চোরাবালি- বলেছেন: এই রোমান্টিকতা থেকে কখনও সখনও ভাঙা ভাঙি পর্যায়ে চলে যায়। তাই উচিত ঝগড়া থেকে বিরত থাকাটা অতিউত্তম।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হে হে

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৪

চোরাবালি- বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০১

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি নিজেকে বউহীন না মনে করে পড়ে ফেললাম। :|
মজা পাইসি ||

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৫

চোরাবালি- বলেছেন: পড়েই যখন ফেলেছেন ধন্যবাদও লন

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

জাহিদ ২০১০ বলেছেন: আপনাদের কাহিনী শুনে তো এখনই বিয়ে করে ঝগড়া করতে মন চাইতেছে।

কবে যে আব্বা আম্মার বোধদয় হবে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

চোরাবালি- বলেছেন: খাট কাটা পদ্ধতি অবশ্য এখন কোন কাজে দেবে না, ঘরে জায়গা কব বলে তারা খুশিই হবে। তবে অকম্ম্যাদের বিয়ে দিয়ে বিপদে পরতে হয়তো তারা চাচ্ছেন না তাই বিয়ে জন্য নিজেকে আগে তুলে ধুরু বাবা মায়ের কাছে যে আপনি পরিপক্ক এবং মিলেঝিলে বউনিয়ে থাকতে সক্ষম :D :D :D

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১০

সেমিবস বলেছেন: মজা পাইসি

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

চোরাবালি- বলেছেন: ধন্যবাদ

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

মোমেরমানুষ৭১ বলেছেন: বউহীন তারপরেও পড়লাম, রোমান্টিক ঝগড়া। প্রেমের বিয়ে নাকি?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

চোরাবালি- বলেছেন: সবকিছু মিলিয়ে। ছাদের টাঙ্কির বিয়ে বলা যায়

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

শাহরিয়ার খান রোজেন বলেছেন: #:-S #:-S #:-S :D :D :D

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

চোরাবালি- বলেছেন: :D :D :D :D :D

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

মাক্স বলেছেন: ভুলে ঢুকসি
আমি বউহিন ;) ;) ;) ;)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

চোরাবালি- বলেছেন: B-) B-) B-) B-) B-)

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

আল ইফরান বলেছেন: আমারও বউ নাই কিন্তু ভুল করে পড়ে ফেলছি B-) B-)) :P =p~

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

চোরাবালি- বলেছেন: কি আর করা ধন্যবাদও দিলাম পড়েই যখন ফেলেছেন

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

তানজিব বলেছেন: ভাই ভবিষ্যৎের জন্য জাইনা রাখলাম

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

চোরাবালি- বলেছেন: ধন্যবাদ

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৯

শান্তির দেবদূত বলেছেন: শরীরস্বাস্থ্য ভাল রাখার জন্য দাম্পত্ব্যকলহের কোন বিকল্প নাই। পিটাপিটি, মারমারি, চিল্লাচিল্লি না করলে কিসের আবার স্বাস্থসম্মত দাম্পত্ব জীবন! মাইরের উপরে শান্তি নাই। চালায় যান বস।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১১

চোরাবালি- বলেছেন: পিটা পিটি পর্যায়ে যায় না তবে ভাঙা ভাঙি পর্যায়ে না গেলে মহব্বতও বাড়ে না

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২

রাখালছেলে বলেছেন: হুম...এখানে সবাই দেখি বউহীনরা ঘুরাঘুরি করতাছে । যাদের বউ আছে তারা তো রেগুলার ঝগড়া করে তাই তাদের এই পোষ্ট নিয়া কোন মাথাব্যাথা নাই কিন্তু যাদের নাই তাদের তো আগ্রহের সীমা নাই । :-B

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১২

চোরাবালি- বলেছেন: কথায় আছে না!!!! দিল্লিকা লাড্ডু খাইলে পস্তাতে হয় না খাইলেও পস্তাতে হয়---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.