নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মধ্যে হিন্দুদের জাত প্রথাকে আমি বেশ শ্রদ্ধার চোখে দেখি। যে এই জাত প্রথা সৃষ্টি করেছিলেন তিনি নিঃশ্বন্দেহে অনেক অনেক জ্ঞানী ছিলেন। কাজের ক্ষেত্রে গেলে দেখা যায় বিষয়টি আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল। আবার উল্টোভাবে বলা যায় রক্তকখনও পরিবর্তন হয় না। আসলে সেটিই সঠিক।
হিন্দু শান্ত্রে জাত পরিবর্তন করতে হলে বিশাল পরিমাণ অর্থ ব্যায় করে তাকে একধাপ আগাতে হত; আসলে সেটা ছিল তার মন করে প্রসারিত করার একটা ধাপ। এ ভাবে সে ধাপে ধাপে আগাতে পারত। কিন্তু বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থায় সার্টিফিকেট দেখেই তারা পরিবর্তন হয়ে বড় পদে উঠে যান যার ফলে তারা নিয়ন্ত্রণ হাড়িয়ে যা কিছু তাই করতে থাকেন। না পারেন মানুষকে সম্মান করতে না পারেন সম্মান নিতে। ক্ষমতার দাম্ভিকতায় তারা কাউকে মানুষই মনে করে না। আর দুর্নীতিতে তারাই থাকে শীর্ষে। বর্তমান সামজে যে সকল লোকেদের দুর্নীতি মুক্ত দেখা যায় তাদের মূলে রয়েছে পারিবারিক ঐতিহ্য।
২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
চোরাবালি- বলেছেন: এ জন্য আমি গার্মেন্টস এ কামলা খাটি। আমি যদি সচিব হয়ে যেতাম তা হলে ব্যালেন্স হাড়ানোর প্রবনতা সব থেকে বেশী থাকত। এবং হচ্ছেও তাই।
২| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
আপনি নিজেই কি প্রশ্নফাঁস জেনারেশনের একজন?
২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০
চোরাবালি- বলেছেন: আপনি এর আগেও ঠিক একই প্রশ্ন করেছেন। প্রশ্ন ফাঁস জেনারেশন বলতে কি বোঝান?
৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
চাঁদগাজী বলেছেন:
পরীক্ষার আগে, পরীক্ষার প্রশ্নপত্র বিক্রায় হচ্ছে, সেগুলো কিনে লাখ লাখ ছেলেমেয়ে সেগুলোর উত্তর জেনে পরীক্ষা দিচ্ছে; আপনার কমনসেন্সের বহর দেখে ভাবছি, আপনিও কি ফাঁসকরা প্রশ্নে পাশ করেছেন কিনা!
হিন্দুদের জাতপ্রথা ৩০০০ বছর মানুষের মানবিক অধিকার হরণ করেছে, আজও করছে; সেটাকে আপনি পছন্দ করছেন; আপনার ডেভেলপমেন্ট কতটুকু?
২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
চোরাবালি- বলেছেন: # আজ যাকে ঘুষ দিতে হলে সে একজন দাস। ওপেন সিক্রেট সে ঘুষ নেয় তার টাকার দরকার তার সাথে যে আছে সে প্রামাণিক তারও একই কথা। একই দপ্তরে একজন খান আছেন যে কোন দিন ঘুষ তো দুরে থাক তাকে কোনদিন কেও গিফট দিতে পেরেছে এমন নজির নাই।
# একজন আছেন সে জেলে পরিবারের সন্তান- সে টাকা ছাড়া কোন কাজই করে না।
আপনি কত সালে এসএসসি পাশ করেছেন?
৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
কানিজ রিনা বলেছেন: সঠিক করে বলা যাবেনা বড় জাতের ছেলেরা
চোর বাটপার হয়না। আবার ছোটজাতের
ছেলেরা সৎগুন বিশিষ্ট হয়। এরকম অনেক
প্রমান পাওয়া যায়। বড় লোকের ঘরের ছেলে
বোখে যায় বেশী। যা গরীবের ঘরে খুব কম
হয়। বড় লোকের ছেলেরা অন্যায় করে পার
পায় গরীব ঘরের ছেলে অন্যায় করে পার
পায়না। যদি বলেন সরকারী চাকুরে ঘুস
খায় দুর্নীতি করে তা সবাই করে ছোট লোক
বড় লোক সবই,হাতে গোনা কিছু সৎ ব্যক্তি
থাকে তারা জম্ম থেকে সৎগুন পেয়ে আসে।
তবুও ভাল লাগল আপনার পোষ্ট হয়ত
আংশিক সত্য সম্পুর্ন সত্য নয়। ধন্যবাদ।
২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২২
চোরাবালি- বলেছেন: বড় ঘরের ছেলেরা বখে যায় না বখে যায় সভ্যতার আগে যাদের হাতে সম্পদ এসে বড় বনে যায় তাদের ঘরের সন্তানেরা।
আর বড় ঘর বলতে সাময়িক অর্থসম্পদওয়ালাদের বোঝানো হয়নি। বিগত ২০১৪সালে চিটাগং কাস্টমস হাউজে এক মহিলা সহকারী কমিশনারের সাথে আলাপ হয়েছিল। তার পরিবার এত সম্পদশালী নয় কিন্তু বর্তমান সময়েও তিনি কোনরূপ উপঢোকন, ঘুষ, টোকেনমানি কোনকিছুই গ্রহণ করেন না।
সম্পদশালী মানেই বড় জাত নয়।
৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
মরুসিংহ বলেছেন: এক্ষেত্রে পারিবারিক ঐতিহ্য না বলে পারিবারিক শিক্ষা বললে যথার্থ হতো। আর এই পারিবারিক শিক্ষা উঁচু(?) বা নিচু(?) যেকোনো যায়গা থেকেই হতে পারে তা আমরা সবাই জানি। আচ্ছা সেন রা উঁচু না নিচু জাত? আমি ঠিক জানি না, জানলে সুরঞ্জিত সেনের ব্যাপারে নিশ্চিত হতে পারতাম।
২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১০
চোরাবালি- বলেছেন: আপনি আজ থেকে শুরু করেন খোজ নেয়া কারা পারিবারিক শিক্ষা সঠিক ভাবে দিতে পারে। আপনার বন্ধু-বান্ধবদের মধ্য থেকেই শুরু করবেন।
আর সেন সম্পর্কে জানতে গোলাম মওলা রনির একটা কলামে পড়েছিলাম। গ্রামগঞ্জের অপ্রকাশিত যাজড় সম্পর্কে একজন লেখকের লেখার অংশ বিশেষ তুলে ধরেছিলেন।
৬| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
আমি এসএসসি পাশ করেছি ১৯৬৮ সালে।
২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১১
চোরাবালি- বলেছেন: তখন তো বেঞ্চের কানায় চাকু পুতে রেখে পরীক্ষা দিত।
৭| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
লক্ষ্মীপুরে ডাচ বাংলা ব্যাংকিং শাখায় যুবলীগের হামলা, ৪০ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ
আপনার পোষ্ট শেষে নিউজ পেপারে দেখি -এই খবর! মনে হল ঠিকই বলেছেন - রক্ত কখনো পরিবর্তন হয়না। সেটিই সঠিক!
ব্যাংক ডাকাতির ইতিহাস রিপিটেশন তো তাই বলে ! তাই না?
২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১২
চোরাবালি- বলেছেন: সার্টিফিকেট কখনও ব্লাড লাইন পরিবর্তন করতে পারে না।
৮| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
মরুসিংহ বলেছেন: কারেকশনঃ সুরঞ্জিত সেনগুপ্ত হবে।
৯| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৫
কাউয়ার জাত বলেছেন: অন্ধভক্তি যখন বিবেকবোধকে আচ্ছন্ন করে, তখন গরুর মুতও পবিত্র পানীয় সাব্যস্ত হয়।
তো মৃত স্বামীর সাথে জীবিত স্ত্রীকেও চিতায় পুড়িয়ে দেয়াও যে একটি অতীব পুণ্যময় মানবতাবাদী সংস্কৃতি ছিলো, তা যুক্তির আলোকে বুঝিয়ে দিবেন কবে?
সেই বাল ছাল যুক্তি পড়ে নিজেকে ধন্য করার অপেক্ষায় রইলাম।
২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৮
চোরাবালি- বলেছেন: কিছু বালছাল মার্কা লোক যখন বিভিন্ন উপায়ে অর্থ সঞ্চিত করে ক্ষমতায় বসেছিল তাদের দ্বারাই এসমস্ত আইনগুলি হয়েছিল।
১০| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৭
প্রামানিক বলেছেন: জাত পাত আর দুর্নীতি এক নয়। বড় পদের কুলীন ব্রাহ্মণ অভিসাররা দুর্নীতি করে কিন্তু নিম্ন জাতের সুইপারদের খুব একটা দুর্নীতি করতে দেখি না। ঝাড়ু দেয়ার সময় টাকা পয়সা কুড়িয়ে পেলেও অফিসে জমা দিতে দেখি।
২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৬
চোরাবালি- বলেছেন: বাংলায় তিনটা শব্দ আছে- উদাহরণ, ব্যাতিক্রম আর নিদর্শণ।
তিনটার আলাদা আলাদা ব্যখ্যা আছে।
অর্থের জোড়ে অনেকেই কুলিন বনে গেছে আবার অর্থের অভাবে অনেকেই কুলি মজুর বনে গেছে।- কিন্তু ব্লাড লাইনের পরিবর্তন হয় না। আশাকরি আপনি ক্লিয়ার হয়েছেন।
এখানে যদি কেও একপুরুষ বা দুই পুরুষের চিন্তা করে সেটি হবে অন্যায়।
১১| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কি বোঝাতে চাইলেন? আপনার পূর্বপুরুষ সব ইতিহাস লিখে রেখে গিয়েছেন?
২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৮
চোরাবালি- বলেছেন: টারজানের মন্তব্য থেকে- বংশমর্যাদা রক্ষা, বদনাম হইয়া যাওয়ার ভয়েই তাহারা দুর্নীতি, নিচু কাজ হইতে বিরত থাকিবে !
১২| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩
টারজান০০০০৭ বলেছেন: আপনি আসলে বিষয়টা উপস্থাপন করিতে যে উদাহরণ দিয়াছেন সেখানেই গলদ আছে !একমাত্র ব্রাম্মন ছাড়া আর কাহাকেও জাতপ্রথার প্রশংসা করিতে শুনি নাই ! বিপুল সংখক শুদ্রের ধর্ম পরিবর্তন, দেশভাগের কারণগুলোর মধ্যে অন্যতম কারণ, সম্ভাবনা সত্ত্বেও ভারতের অনগ্রসরতার অন্যতম কারণ এই জাতিভেদ ! নিকট অতীতে ড. সি আর আম্বেদকর তাহার ১০০০০ অনুসারী লইয়া ধর্ম পরিবর্তন করিয়াছিলেন জঘন্য জাতপ্রথার কারণে!
পঞ্চম খলিফা হজরত ওমর বিন আব্দুল আজিজ র. যখন তাবেয়ী ইমাম হাসান বসরী র. এর কাছে পরামর্শের জন্য গেলেন যে শাসনকার্য কাহাদের দিয়া চালাইবেন, ইমাম সাহেব উত্তর করিলেন, আল্লাহওলারা প্রশাসনে আসিবে না, খারাপ মানুষকে তো আপনি প্রশাসনে নিবেন না, তাহা হইলে এমন লোকদের অন্তর্ভুক্ত করুন যাহাদের বংশমর্যাদা আছে। বংশমর্যাদা রক্ষা, বদনাম হইয়া যাওয়ার ভয়েই তাহারা দুর্নীতি, নিচু কাজ হইতে বিরত থাকিবে ! আপনি বোধহয় ইহাই বুঝাইতে চাহিয়াছিলেন।
২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০২
চোরাবালি- বলেছেন: বংশমর্যাদা রক্ষা, বদনাম হইয়া যাওয়ার ভয়েই তাহারা দুর্নীতি, নিচু কাজ হইতে বিরত থাকিবে ! আপনি বোধহয় ইহাই বুঝাইতে চাহিয়াছিলেন---
সঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
আপনার পরিবার কি সম্রাট আওরংজেবের বংশধর?