নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কদিন ধরে শুধু মাথায় বিতর্কিত বিষয়গুলি আনাগোনা করছে। কি আর করা আমি তো আর সাহিত্যিক নয় যে সাহিত্য লিখব।
মাননীয় অ্যাডমিন মহোদয়ের কাছে ক্ষমাপ্রার্থী রাজনৈতিক বিতর্কিত লেখার জন্য।
শিরোনামটি বড় দল রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যাক্তির।
আচ্ছা বিএনপি'র কথা কি মানুষের মনে আছে? তাদের সময় বাজার দর কি ছিল রাজনৈতিক পরিস্থিতি কি ছিল? কারণ বর্তমান সময় মনে রাখতেই মানুষ হিমশিম খাচ্ছে সে সময় মনে রাখার মত অবস্থা কোথায়?
বাজারে সব জিনিসের দাম কমতে কমতে এখন আর মানুষের কিনতে ইচ্ছে করে না। বেঁচে থাকার তাগিদে কিনতে বাধ্য হয়। মোটা চাউল ৬৫টাকা পিয়াজের সেঞ্চুরী আটার হাফ সেঞ্চুরীসহ যেদিকেই তাকাই না কেন শুধুই তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার নাই। কারেন্ট বাতি না জ্বালালেও বিল আসে ২হাজার। সব ঘরে এনার্জি সেভিং এলইডি ১৫ওয়াটের শীত আসছে আর দখিনের বাসা হওয়ায় ফ্যান ঘোরাতে হয় না বলে চলতি মাসে বিল আসল ১২৮১টাকা। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম সর্বনিম্ন হলেও আমাদের দেশে সর্বোচ্চ। রাস্তাঘাটের কথা না হয় বাদই দিলাম, ৫মিনিটের রাস্তা ২৫মিনিট তাও আবার কোমড়ের হাড্ডিগুড্ডি নড়িয়ে।
যা হউক আমরা অভাবী মানুষ আমাদের চোখে উন্নয়ন পড়ে না; পদ্মাসেতু ফ্লাইওভার, ৪লেন। কারণ এগুলি বড়লোকের বিরাট কারবার। সম্ভবত ১৯৮৭সাল থেকে শুরু হওয়া ঢাকা চিটাগং ৪লেনর কাজ আজও অসমাপ্ত। আর রেল লাইন সে তো ব্রিজ উদ্বোধনের আগেই পিলারে ফাটল। নাহ এসব আর না বলি।
গার্মেন্টস ট্রেডে কামলা খাটি মাস শেষে যা পাই তা দিয়ে পরিবার পরিজন নিয়ে চলি। কামলা মানুষ তাই আয়কর সনদ সেই কবে করেছিলাম ব্যাংক লোন নেয়ার সময় আর হালনাগাদ করা হয়নি। কিন্তু এমাসে আয়কর অফিস থেকে এসে হুমকি দিয়ে গেছেন ৩০ নভেম্বরের মধ্যে আয়কর বিবরণী দাখিল করতে হবে। তা না হলেই জরিমানা।
মোটামুটি আয় কর সীমার মধ্যে নূন্যতম করের উপরে যেহেতু সেহেতু কোন ব্যাপার না। না হয় হাল নাগাদ করে দিলাম জমা আয়কর বিবরণী, কিন্তু অধিকাংশের নূন্যতম কর সীমার অনেক নিচে কর আসছে তাদেরকেও ৪০০০টাকা কর প্রদান করতে হবে। আর ঢাকা শহরের মধ্যে নাকি ৫০০০টাকা।
আমার বাচ্চারা নিম্নমানের স্কুলগুলোতে পড়াতে হয়; এই চারহাজার টাকা একটা বাচ্চার স্কুলের সারা বছরের বেতন। অথবা একমাসের কাঁচা বাজার খরচ।
সরকারী স্কুলে পড়াবো সেখানে এখন আর পড়ানোর পরিবেশ আছে এমন কেও হলফ করে বলতে পারবে না। এই তোরা লেখ বলেই শিক্ষক শিক্ষিকারা টেবিলে মাথাগুজলেন আর মোইলে পুটুর পুটুর তো আছেই। আবার সাথে যোগ হয়েছে ফ্রিতে পাওয়া সিমে ইন্টারনেট।
সরকারী চিকিৎসকেরা রোগির চাপে দিশেহারা। তারা রোগী দেখার সময় পান না তাই চিকিৎসার জন্য একই ডাক্টারের চেম্বারে দৌড়ঝাপ পাড়তে হয় কোমড়ে টাকাগুজে। কিছু বলবেন তাদের চড় থাপ্পর তো খাবেনই সাথে পুলিশে দিয়ে বাড়ী ঘর বিক্রি করিয়ে ছাড়বে। তাড়া কষ্ট করে বাপের সম্পদ বিক্রি করে পড়া লেখা শিখিছেন কি সরকারে কয়টাকা বেতন নিয়ে ফ্রিতে রোগী দেখার জন্য।
অভাবী মানুষ একঘাট থেকে আরেক ঘাটে যায় বাঁচার তাগিদে। আপনাদের এত্তসব অবদানের পরও কি মনে করেন মানুষ বিএনপির কাজ খুজবে? আর আপনার দলের নিম্নস্তর থেকে শুরু করে উচ্চস্তর সবার মারমূখী আচরণই কি যথেষ্ঠ নয়?
২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৮
চোরাবালি- বলেছেন: লেখাতেই বলেছি- অভাবি মানুষ একঘাট থেকে আরেকঘাটে যায় বাচার তাগিদে। এদেশে ঘাট যেহেতু দুটোই তাই মানুষ বর্তমান পরিস্থিতিতেই সিদ্ধান্ত নিতে থাকে।
সময় বড় কঠিন। সে কাওকে ছাড় দেয় না। ইট মারলে পাঠকেল রেডি হতে থাকে যত সময় গড়ায় পাঠকেলের সাইজ তত বড় হতে থাকে।
-যে মারে সে ভুলে যায় কিন্তু যে মার খায় সে আমৃত্যু মনে রাখে- যত সময় সে প্রতিশোধ নিতে না পারে।
২| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২২
চাঁদগাজী বলেছেন:
"-যে মারে সে ভুলে যায় কিন্তু যে মার খায় সে আমৃত্যু মনে রাখে- যত সময় সে প্রতিশোধ নিতে না পারে। "
-শেখ হাসিনা, মনে হয়, আপনার দর্শনকে সমীহ করেই সব করেছে।
২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩২
চোরাবালি- বলেছেন: এটা আমার দরশন না দারশনিকদের দরশন।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২২
আল-শাহ্রিয়ার বলেছেন: বাস্তব বিষয়গুলিকে অত্যন্ত চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। এক সময় অর্থমন্ত্রী বলেছিলেন সবার কাছ থেকে তিনি ট্যাক্স নিবেন। তখন বিশ্বাস করিনাই কেননা আয়করের সীমা নামক কিছু আছে বৈকি কিন্তু এখন কথিত টিনের অত্যাচারে আস্তে আস্তে সবাই টের পাচ্ছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ট্যাক্সের টাকায় উচ্চবিত্ত ঋণখেলাপিদের হাজার হাজার কোটি টাকার ঋণ বৈধ ভাবে মাফ করে দেওয়া হচ্ছে। আর অবৈধভাবে হলমার্ক বিসমিল্লাহ্র মত গ্রুপগুলোর আর্থিক সহায়তার জন্য সরকারি বাংক গুলোতে প্রতিটি বাজেটেই টাকা দেওয়া হচ্ছে।
২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪
চোরাবালি- বলেছেন: হ্যাঁ ভাই। প্রতিটি ক্ষেত্রে দুর্নীতর উৎসব আর আমার মত সাধানের উপর খর্গ চলাচ্ছে সরকার।
৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: লেখার সাথে শিরোনামের মিল নেই।
২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪
চোরাবালি- বলেছেন: জানিনা। অগোছালো মন তাই হয়তো।
৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫২
শাহিন-৯৯ বলেছেন: ভাই এ বছর জোর করে কোম্পানি TIN দিয়েছে, তাহলে আগামী বছর ৪ হাজার দিতেই হবে।
২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
চোরাবালি- বলেছেন: জ্বি ভাই। কিছু করার নাই।
৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১০
শামচুল হক বলেছেন: শিরোনাম যাই হোক, মনের দুঃখ কথা ভালই বলেছেন।
২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১০
চোরাবালি- বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪
কাউয়ার জাত বলেছেন: লে বাঙালী, চাল খেয়ে করবা কি?
ফ্রিতে ইন্টারনেট খাও আর ডিজিটাল বাংলাদেশের রূপকার জয়রত্নের গুণকীর্তন কর।
২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১২
চোরাবালি- বলেছেন: কদি আগে ফেসবুকে লেখাটা দেখলাম- সঠিক মনে নেয় তবে এরকম-
কোথায় আর ভাত খাচ্ছি-
সকালে পদ্মা সেতু
দুপুরে ফ্লাইওভার
আর রাতে ২চামুচ ৭১খেয়ে ঘুমি পড়ছি।
৮| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো বক্তব্য দিছেন।
২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৩
চোরাবালি- বলেছেন: ধন্যবাদ।
৯| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২
কলাবাগান১ বলেছেন: এখন ৭১ ও আপনাদের মত মানুষদের কাছে হয়ে গেছে খেলো জিনিষ...হবেই তো এই ৭১ হওয়াতেই তো আজ প্রানের প্রিয় পাকিস্হান থেকে আলাদা হয়ে গেলাম.....।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৭
চোরাবালি- বলেছেন: ৭১ তো শুধু আপনাদের
আর আপনাদের বিপক্ষে গেলেই পাকিস্থান টেনে নিজের আপরাধ ঢাকার ব্যর্থ চেষ্টা আর কত কাল?
১০| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ২০০১ সালের শেষ দুমাস মনে করতে পারলেই অনেকটা সমাধান পাওয়া যাবে আশা করতেই পারি।
আমরা ভুলেই গেছি আমরা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিলাম!!! ইস্ কতদিন এই সেক্টরে পিছিয়ে আছি আমরা!!
সারের জন্য কৃষকের বুকে গুলি আর বিদ্যুৎ দাবী করায় ব্রাশ ফায়ার এখন আর হবে না জনগণের উপর এটা কেমনে হয়!!
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৮
চোরাবালি- বলেছেন: আগে পড়েন তারপর লিখেন
প্রথম সম্ভবত চ্যাম্পিয়ান হয়েছিলাম ১৯৯৮এ
এখন সার কিনতে কার্ড লাগে
টাকা হলে কার্ড মিলে না হলে নাই
এক কেজি সারের দাম কত জানেন কি? সে পরিমান টাকা হাতে নিয়ে সার কিনতে গিয়ে সার না পেলে তবে না আন্দলোন
আন্দোলন করার জন্য ঘরে খাবার থাকতে হয় যা শরীরে চর্বি দরকার যা এখন কারো আছে বলে মনে হয় না
১১| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বি এন পি কী করবে সেটা হাইপোথেটিক্যাল। তবে নির্দলীয় সরকার-এর অধীনে নির্বাচন হলে বি এন পি জেতার সম্ভাবনা ৯৯%
৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২২
চোরাবালি- বলেছেন: অবস্থাদৃষ্টে আমারও তাই মনে হয়।
১২| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৪
জগতারন বলেছেন:
চোরামি ন্যাকামি পোষ্ট।
আবোল-তাবোল কচু আর ঘেচু।
৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১২
চোরাবালি- বলেছেন: আবোল-তাবোল কচু আর আর ঘেচু না হয় বুঝলাম কারণ আমি তো বুদ্ধিজীবি অথবা সাহিত্যিক না।
কিন্তু চোরামি ন্যাকামির কি দেখলেন?
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১২
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ দেশ চালনায় অনেকটা ফেইল করেছে; কিন্ত বিএনপি এলে আরো খারাপ হবে; এমন কি আপনি নিজেই হয়তো সিরিয়ায় গিয়ে যুদ্ধ করতে চাইবেন, বিএনপি এইসবের ব্যবস্হা করবে বলে মনে হয়; অন্য পথ বের করেন, বিএনপি সমাধান নয়।