নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোষাক তৈরীর কারখানায় মাসিক বেতনে কামলা দেয় মাস শেষে মাইনের আশায়, যে মাইনে দিয়ে চলবে নিজের পরিবার ও সমাজের জন্য কিছু একটা করার প্রচেষ্টা মাত্র। নিতান্তই সাদামাঠা গ্রাম থেকে আসা স্বল্প শিক্ষিত মানুষ।

চোরাবালি-

চোরাবালি- › বিস্তারিত পোস্টঃ

কোটা বিরোধী আন্দোলনকারীরা আসলে কি??

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৮

বড় বিপাকে আছি মাথার উপর দিয়ে যাচ্ছে সব--


একজন সংসদে দাড়িয়ে বললেন রাজাকারের বাচ্চা।

কেও বলে অপশক্তি বিরোধী দল

কেও বলে জামাত শিবির

আবার আজ শুনলাম এরা জঙ্গী।

এরা যদি জঙ্গী হয় তা হলে যারা পিটাপিটি করছে তারা কারা??? জঙ্গীর সংঙ্গাই বা কি?
মিডিয়ার ছবি দেখায়া পেটানোর চিত্র মন্ত্রী এমপিরা বলে ঘটেটি কোন ঘটনা ভিসি বলে তার জানা নেই।
ধ্যাততেরি, আমার মাথার তার কি শর্টসার্কিটে জ্বলে গেল নাকি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: হাহ হা হা
শর্ট সার্কিটে আপনার মাথার তার জ্বলেনি চোরাবালি ভাই, ক্ষমতার ঝলকে ওদের দৃষ্টিটাই পালটে গেছে। ক্ষমতার বাইরে যখন যাবে, সব বুঝবে হাড়ে হাড়ে।

২| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
এই অর্বাচীন উক্তির জন্য ভিসির পদত্যাগ করা উচিত!!


শেইম! শেইম!!


৩| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

রাজীব নুর বলেছেন: কোটা শব্দটার প্রতি আমার ঘৃণা জন্মেছে।

৪| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

ঢাবিয়ান বলেছেন: এই সেই ভিসি যিনি মধ্য রাতের উত্তাল ঢাবির কোটা আন্দোলনে সমর্থন জানিয়ে সুফিয়া কামাল হলের রগ কাটা এশাকে বহিস্কার করেছিল। তার পরদিনই যখন ছাত্ররা পি এম এর মিথ্যা আশ্বাষে হলে ফিরে গিয়েছিল, তখনই আবার বদলে ফেলেছে চেহারা। গিরগিটিও এদের মত এত ঘন ঘন রং বদলায় না।

৫| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা বাবার মতো কিছু কমন ভুল করছেন।

৬| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নপুংসকরাও বিডিতে ভিসি হতে পারে...

৭| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৭

সনেট কবি বলেছেন: দেশটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে।

৮| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৪

ঢাবিয়ান বলেছেন: যে তরুণেরা কোটা সংস্কারের আন্দোলন করছেন, তাঁদের বাম ঘরানার শিবির, সংক্ষেপে ‘বাশি’ বলে অভিহিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

একটা বিপ্লব বড় আসন্ন হয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে থাকা ব্যক্তিরা সরাসরি দেশ ও জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

৯| ০৯ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৫

এম এ কাশেম বলেছেন: ঢা. বি. এর ভিসির পাছায় জোড়সে লাথি মারা দরকার এখন।

পা ছাটা কুকুরের কোন ব্যাক্তিত্ব ঠাকে না।

১০| ০৯ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৬

এম এ কাশেম বলেছেন: "থাকে না" - হবে।

১১| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১০

আরাহান বলেছেন: ভাই সমালোচনা বাদ দেন নাইলে ছাত্রলীগ এসে আপনার বাসার হাতুরী দিয়া আপনারই হাত-পা ভাইংগা দিবে, আর বলবে আপনারা হাতুরী নিয়া সমাজে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন।

১২| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ক্ষমতাসীনদের জঙ্গি বলা হয় না। জঙ্গিরা এখন ক্ষমতায় আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.