নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোষাক তৈরীর কারখানায় মাসিক বেতনে কামলা দেয় মাস শেষে মাইনের আশায়, যে মাইনে দিয়ে চলবে নিজের পরিবার ও সমাজের জন্য কিছু একটা করার প্রচেষ্টা মাত্র। নিতান্তই সাদামাঠা গ্রাম থেকে আসা স্বল্প শিক্ষিত মানুষ।

চোরাবালি-

চোরাবালি- › বিস্তারিত পোস্টঃ

মন্ত্রীর পদত্যাগই কি সমাধান???

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৪



গতকাল ফেসবুকে একটা গ্রুপ দেখলাম নৌ মন্ত্রীর পদত্যাগ চাই।

পদত্যাগই কি সমাধান?? পদত্যাগে সমাধান সভ্য জাতির জন্য কিন্তু আমরা কি অতটা সভ্য যেখানে পদত্যাগে সমাধান আসবে??

পদত্যাদ করলে যে পরের জন এর থেকে ভালো হবে তার গ্যারান্টি বা নিশ্চয়তা কি? আমারতো বিশ্বাস যে উনি উনার প্রয়োজন অনেকটাই হয়তো মিটিয়ে ফেলেছেন কিন্তু নতুন যে আসবে সে তার প্রয়োজন নতুন করে মেটানো শুরু করবে। কি প্রয়োজন সেটি আমার জনা নাই।

মন্ত্রী সাহেব কি নিষেধ করেছেন ফিটনেস বিহীন গাড়ী ধরতে? নাকি লাইসেন্স ছাড়া গাড়ী চালানোর অনুমোন দিয়েছেন? লাসেন্স প্রদান ও গাড়ী পরীক্ষা নিরীক্ষার জন্য আলাদা আলাদা লোক আছেন তারা কি করেন? অবশ্য তারা কি করেন সবার জানা। ফাইলের চিপার, হাতের কসরত দেখিয়ে তারা কাজ করে চলেন, আর তাদের সেব কসরতেই চলে ফিটনেসবিহীন গাড়ী আর চালকেরা পায় গাড়ী চালানোর অনুমতি।

আজ যারা আন্দোলন করছে তাদের ছেলে মেয়েরাও আছেন এসব আন্দোলনে, কখনও তারা প্রশ্ন তোলেন বাবার ইনকাম নিয়ে? আজ দুর্নীতিতে কেওই পিছিয়ে নেই, দেশের জুতার মেকার বা মুচি থেকে শুরু করে মসজিদের ঈমাম পর্যন্ত।

জয় হউক দুর্নীতির, সততা নিপাত যাক।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৯

নাহিদ০৯ বলেছেন: এসব আমলাদের সবার দায়ীত্ব নিয়েই মন্ত্রী। আমার মনে হয় বাংলাদেশের এই বড় একটা খাতে শৃখলা ফিরিয়ে আনতে প্রযুক্তি মন্ত্রনালয়, পররাষ্ট্র মন্ত্রনালয় এর মতো স্মার্ট মন্ত্রী এর প্রয়োজন।

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:০১

চোরাবালি- বলেছেন: কোন আমলা যদি কোন কিছু রিটার্ন করে কোন মন্ত্রীর ক্ষমতা নাই সে কাজ করানো তাকে দিয়ে। কারণ আমলা চলে লিখিত নীতিতে, মন্ত্রী বড়জোড় তাকে বদলি করাতে পারেন।

২| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:০০

এ.এস বাশার বলেছেন: ভালো বলেছেন......

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:০২

চোরাবালি- বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:১৫

চাঁদগাজী বলেছেন:



এই লোক মন্ত্রী নয়, এটা মাফিয়া; এটা আওয়ামী লীগের তারেক

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৪

চোরাবালি- বলেছেন: জাতী হিসেবে আমরা দুর্ভাগা

৪| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৫

অশুভ বলেছেন: পদত্যাগ একমাত্র সমাধান না হলেও অনেক ক্ষেত্রেই সমস্যা থেকে উত্তরণের ভাল একটি উপায়। যদিও বাংলাদেশে এই নজির কোনোদিন সৃষ্টি হবে না। খেয়াল করে দেখুন উনাকে ফিটনেস বিহীন গাড়ি বা লাইসেন্সের বিষয়ে কেও উনাকে দোষারোপ করছে না। উনি দোষিদের বাচানোর চেষ্টা করছেন। একবার না বারবার। উনার মন্ত্রীত্ব জীবনই গেল দোষী ড্রাইভার/হেল্পারদের বাচাতে বাচাতে। তারেক মাসুদের দূর্ঘটনার সময় উনার মন্তব্য ভুলে যাননি নিশ্চই। বর্তমান মন্ত্রী সাহেব পতত্যাগ করলে(বা করতে বাধ্য হলে) পরবর্তীতে যিনিই উনার উত্তরসূরী হোন না কেন, কোন মর্মান্তিক দূর্ঘটনা নিয়ে নির্লজ্জ্বভাবে দাত কেলানোর সাহস করবেন না।

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৬

চোরাবালি- বলেছেন: উনাদের সন্তানেরা তো এদেশে থাকে না তাই উনাদের মাথাব্যাথাও নেই।

৫| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৪০

রাজীব নুর বলেছেন: এই মন্ত্রী এখনও পদত্যাগ করছে না কেন?

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৫

চোরাবালি- বলেছেন: বাংলাদেশে এমন ইতিহাস আছে কি?

৬| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৮

কানিজ রিনা বলেছেন: চাঁদগাজী ঠিক বলেছেন। নৌমন্ত্রী একটা
ক্যালাই দত্ত,তার খাওয়ার রেসিপিতে তিন
বেলা হাঁসের গোস থাকে তাই এমনি এমনি
হাঁসে না বুঝেই হাঁসে। মন্ত্রীর হাসি থামাতে
শিশু কিশোররা রাস্তায় নেমেছে। এখন বুঝুন
কি পরিমান হাঁসের গোস খায়। রাজীব নূর
ভারতের মন্ত্রী হলে এতক্ষন পদত্যাগ করত।
উনার পদে সুপার গ্লু লাগানো আছে।
সুন্দর লিখেছেন। অনেক ধন্যবাদ।

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৬

চোরাবালি- বলেছেন: উনি যদি পদত্যাগ করে তা হলে দেশ তো অচল হয়ে পরবে তাই উনি পদত্যাগ করছেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.