নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"লক্ষ মানুষ রাস্তায় ঘুমায় হাড়া কাপানো শীতে"
"কোটি টাকার আতশবাজি গন্ধ ছড়ায় রাতে"
"উচ্চ স্বরে গান বাজায় আজ পাড়ার দোকানদার"
"বাঙালি? পরশ্রীকাতরতা আর কত দিন মানুষ হবে কি আর?
বছর শেষ মানে দিন গননার সংখ্যা আবার নতুন করে যাত্রা শুরু করবে। পুরাতন ক্যালেনডার বদলে নতুন ক্যালেনডার। আর জীবন থেকে হারিয়ে গেল আরেকটি ১টি বছর বা ৩৬৫দিন বা ৮৭৬০ঘন্টা। যে সময় আর ফিরে আসবে না কখনও। এ সময়ের মধ্যে যেমন প্রাপ্তি আছে, আছে বেদনার দিনগুলিও। গতকালটাই আজ গতবছর হয়ে গেছে। সুখানন্দের তেমন কিছু না থাকলেও গতবছরই হারিয়েছি আমার প্রাণ প্রিয় বাবাকে। আনন্দের মধ্যে ছিল ছেলেটা কিডনাপ হওয়া থেকে রক্ষা করেছেন আল্লাহপাক, চাঁদাবাজদের কবল থেকে এখনও মুক্ত আছি যদিও তারা কয়েকবার বিভিন্নপন্থায় চেষ্টা করেছে, বিভিন্ন হুমকি ধামকিও দিয়েছে।
বরাবরই আমি অসুস্থ্যতাকে পাত্তাদেই না, অসুস্থ্য ছিলাম কিছুদিন তবুও শান্তি বেচেতো আছি। শেয়ারমার্কেটের বিনিয়োগ বছর শেষে ৩৭% উধাও হযে গেলেও আফসোস নেই, এখনও তো আছে কিছু। এটাই প্রাপ্তি, দিন শেষে এ প্রাপ্তিই বা ক কিসে??
নবপ্রত্যয়ে এগিয়ে যাক নতুন ক্যালেনডার, তাই বলে ভুলে যেন না যাই পুরাতন পাতা গুলিকে।
০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৬
চোরাবালি- বলেছেন: আপনিও ভালু থাকুন আর চেষ্টা করুন আশে পাশের সুবিধাবঞ্চিতদের জন্য কিছু করতে, ভালো থাকি আমরা সবাই মিলে
২| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৭
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর ভাবনা--------
হাজারও লাল গোলাপের শুভ নববর্ষের শুভেচ্ছা রইল
০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৬
চোরাবালি- বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১০
সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপি নিউ ই য়ার ।নিরন্তর শুভকামনা ।
০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৩
চোরাবালি- বলেছেন: শুভকামনা
৪| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: জাপানিজ ভাষায় বলি--- আকেমাশিতে ওমেডেতু গোজাইমাসু।
০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮
চোরাবালি- বলেছেন: ভাই আমার মাথার উপর দিয়ে গেল। যেহেতু বুঝিনি তাই ভালো কিছুই বলেছেন বলেই ধরে নিলাম। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩১
বিজন রয় বলেছেন: ভাল থাকুন, ভাল থাকুন এই শুভকামনা সবসময়ের।