নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাস্টার অপসারণ ইস্যুতে ইদানিং বেশ সুশীলদের আনাগোনা বেড়ে গেছে। কেও বলছে এ জাতি ধ্বংশ হবে, কেও বলছে এর ভবিষ্যত অন্ধকার, কেও বলছে তাদের পারিবারিক শিক্ষা নাই, কেও বলছে এমন স্বাধীনতা'ই চেয়েছিলাম! হাজারও কথার বুলিতে জরজড়িত। অথচ এসব সুশীলদের খুঁজে পাওয়া যায় নাই যখন শিক্ষক দিনের পর দিন ক্লাসে অনুপস্থিত, দলীয় পরিচয়ে বিরোধী মতকে গালিগালাজ দেয়ার সময়, ছাত্রীকে রেপ করে স্বানন্দে শিক্ষা প্রতিষ্ঠানে বহালতবিয়তে থাকার সময়, স্কুলের ফান্ড নিজের পকেটে ঢুকানোর সময়, ক্ষমতার দাপটে আত্মীয়স্বজনদের শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরী দেবার সময়......................
আমার পরিচিত কিছু সুশীলদের পরিচয় প্রকাশ করা যাক।
# এক সুশীল আমার বন্ধু, যার বাবা নৌকা মার্কার ইউপি চেয়ারম্যান ছিল, মানুষ হিসাবে তিনি খারাপ না কিন্তু তার নাটাইয়ের সুতা ছিল এমপির হাতে। অসংখ্য প্রজেক্টের মধ্যেও তাদের বাড়ির সামনের রাস্তাটি কাঁচা। তার বোন জামাই সহ অনেকেই ক্ষমতার দাপটে মোটামুটি প্রভাব খাটিয়েছেন। স্বভাবতই তাদের কষ্ট লাগবে, প্রভাব প্রতিপত্তি কমে গেছে, সে সুবাদে সে বেশ সুশিল সেজে বসে আছে ফেসবুকে।
# আরেক সুশীল আমার প্রতিবেশি বন্ধু, তার ভাই একজন ওয়ার্ড কাউনসিলর, মানুষ হিসাবে খুবই ভালো। ভালো বলতে তার কাছে যেভাবেই যান সে সাহায্যের আশ্বাস দিবে কিন্তু তার স্বার্থ পূরণ না হওয়া পর্যন্ত ঝুলিয়ে রাখবে, আদায় করবে কৌশলে টাকা পয়সা যা পারে। আর দুই পক্ষকেই স্বান্তনা দিবে আমি আছি তো। বিরোধী পক্ষকে থাপড়ানো, পিটানো, হুমকি ধামকি দেয়া ছিল তারকাছে স্বাভাবিক কাজ। এমপি সাহেবের ক্ষমতার দাপটে রাস্তাঘাটে কোন রিক্সা সাইড দিতে দেরি হলেও থাপড়ানো ছিল স্বাভাবিক কাজ। তাদের সকলেই এখন সুশীল সেজে বসে আছে।
# আরেক সুশীল আমার আরেক বন্ধু। তার দুলাভাই একজন বাআল এর নেতা। যে ক্ষমতার দাপটে এলকার গড়েছেন সম্পদ প্রতিপত্তি। সে দুলাভাইয়ের দাপটে সবাই পাড়ার মোড়ে পান চিবিয়ে জ্ঞান দিত। ছবক দিত জ্ঞানের। বঙ্গবন্ধুর আদর্শ শোনাতো দোকানের বেঞ্চে বসে। তার বাবাও মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক। অন্তর জ্বালায় জ্ঞান দিয়ে যাচ্ছে সমানে।
# আরেক সুশিল আমার স্যার নিজে। তিনি সম্ভবত মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম লিগের একজন নেতা, খানাপিনা একদম বন্ধ, মাথা আউলাইয়ার যাবার উপরক্রম তার তাই সুশীল রূপে ফিরে জ্ঞান দিয়ে যাচেছ সবার।
# আমার কলিগ, যারা মুক্তিযোদ্ধা টাওয়ারের ফ্লাট ৩টি দখল দিয়ে বসবাস করছে। ঘটনা বেগতি দেখে ৩তারিখেই সে টাওয়ার ছেড়ে পালিয়েছেন, মোহম্মদপুরে তাদের দখলে ছিল একটি বাড়ি, সে বাড়িও ছেড়ে আত্মগোপনে আছে, এখন সে মস্তবড় সুশীল, সর্বদা ভুল ধরে যাচ্ছে ড. ইউনুস সহ সকলকে। আওয়ামী সরকার পতনের আগে প্রায়শই বলত আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাই এমন কেও জন্ম হয় নাই এখনও আর দেশ চালানোর মত যোগ্য কেও নাই হাসিনা ছাড়া।
# আরেক সুশীল যে আগে কমরেড ছিল- এখন সর্বদা ভুল ধরে যাচ্ছে। অথচ তার ভাইসকল শেখের দলের চামচামী করে গড়েছেন সম্পদ।
নব্য যারা সুশীল সেজেছেন তারা সকলেই কেও না কেও সুবিধাভোগী ছিল তাই তাদের অন্তরে অনেক জ্বালা। সে জ্বালা আর মেটানোর জায়গা নাই তাই সুশীল সেজে জ্বালা মেটাচ্ছে।
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১০
কামাল১৮ বলেছেন: এই সকল সুশীল এখন বাদ।তার স্থানে আসবে মেধাবীরা।বৈজ্ঞানিক নিয়মেই কোন স্থান শূন্য থাকে না।