নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজ্ঞান চেতনাময়ী ও ধর্ম বিশ্বাসী মানব, ধর্মের সঠিক চেতনায় বিজ্ঞান উৎশ্বাস, ধর্মের ভুল চেতনায় বিজ্ঞান নিরুৎসাশ।

চতুর্মুখী ধী

মহা আস্তিক

চতুর্মুখী ধী › বিস্তারিত পোস্টঃ

আমাদের কছে যুক্তি নয় বিশ্বাসই মুখ্য। তাই বলছি, মনের অজান্তেই যারা এ সকল নাস্তিকি গুনের চর্চা করছেন,তারা একটুচিন্তা করুন এবং ভাবুন আপনি কি ইসলামের জন্য কোন কিছু করতে পারছেন?

১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৩

......একটু লক্ষ করলে দেখতে পাবেন যখনই

ইসলামের কোন এতিহ্য, সংস্কৃতি,আচার,

অনুষ্ঠানের সময় (ইদ,রুজা, হজ, বড় কোন

ইসলামি জামায়েত কিংবা ওয়াজ

মাহফিল...) আমাদের সামনে উপস্থিত হয়,

ঠিক তখনি কিছু নামধারি বিদ্যান

জনমনে বিভ্রান্ত ছড়ানোর

উদ্দেশ্যে উঠেপড়ে। যদিও আমি তাদের

বিদ্যান বলতে নারাজ শুধু মাত্র তাদের

ক্ষতিকর

উদ্দ্যেশ্যের জন্য।যা আমরা নাস্তিকদের

ক্ষেত্রে দেখতে পাই , ঐ সব সময়ে তারা একটু

নড়ে বসেন এবং তাদের কু-বিদ্যা জাহির

করা শুরু করেন। যেন ঐ সময়ে কিছু

একটা লিখা তাদের ধর্মীয় ফরজ। আমার

কিন্তু খারাপ লাগে না, আমি এই

ভেবে আনন্দ পাই, আমাদের ভ্রাতিত্ব

এবং একতা কিভাবেই না ওদের মনে আগুন

জালাই। কিন্তু আমি আর ভাল

থাকতে পারি না যখন দেখি আমাদের

ভাইয়েরা কেউ কেউ একি আগুনে দহন হয়।

আমি নিশ্চিত অনেকেই আমার সাতে একমত

হবেন, তাবলিক জামাত ইসলাম ও নিরক্ষর

সাধারন মুসলমানদের অনেক বড় উপকার

করে যাচ্ছে। কিছু কিছু ভুল

আছে বলে অনেকেই মনে করেন। তাদের

কথা মেনে নিয়ে আমি বলতে চাই

আমরা মানুষ এবং আমাদের আরেক নাম ভুল।

এই জামায়েত মানুষের তৈরি মানুষ দ্বারাই

পরিচালিত এবং মানুষ দ্বারাই এর সমস্ত

নীতি নির্ধারন হয়। তাই এর ভুল না হওয়াটাই

অসাভাবিক। আর একজন

মুসলিমকে দিয়ে যারা ইসলামকে বিবেচনা করবে তাদেরকে জ্ঞানী বলতে আমি নারাজ া।

আমরা যারা এর ভুল খুজি তাদের উচিৎ এর ভুল

না খুজে এর লক্ষ ও উদ্দেশ্যকে দেখা। আর

যারা জ্ঞানীর বেশ ধারার জন্য অনেক

ভালর ভিতর কয়েকটা ভুল বের করার

অপচেষ্টায় সময় ব্যয় করছেন

এবং যুক্তি দিয়ে সাধারন মুসলমানদের মনবল

ভেঙ্গে দিতে চাচ্ছেন তাদের

ভুলে গেলে চলবে না আমরা নাস্তিকদের

চিনি। তারা যুক্তি দিয়ে কোরআনকেও ভুল

প্রমান করতে চেষ্টা করে। অনেক মুসলমান

আবার তা ফ্যাশনিক হিসেবে নিচ্ছে। কিন্তু

এরা হয়ত

জানে না আমারা এদের জ্ঞানী বলি না।

আমাদে কছে যুক্তি নয় বিশ্বাসই মুখ্য। তাই

বলছি, মনের অজান্তেই যারা এ সকল

নাস্তিকি গুনের

চর্চা করছেন,তারা একটুচিন্তা করুন

এবং ভাবুন আপনি কি ইসলামের জন্য কোন

কিছু করতে পারছেন নাকি উলঠও এর

কাঁটা হয়ে দাড়াচ্ছেন।

বিঃ দ্রঃ- আমার ফ্রেন্ড

লিস্টে অনেকে বেশ নড়ে উঠেছেন।

তাদের উদ্দেশ্যই লেখাটা লিখা যদিও

তাদের খুড়া যুক্তি গুলোর আক্রমনাত্বক

জবাব

দিওয়ার জন্যে লিখতে বসা কিন্তু

পরক্ষনে ভাবলাম লাভ কি উত্তরের

প্রতি উত্তরই খুজব নত হব না কেও, যদিও ইসলাম

মানেই নত শিকার

করা এবং যুক্তি দিয়ে এটি প্রতিষ্টিতও নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.