![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার ওয়াশিকুরকে নিয়ে বেশ তুমুল আলোচনা দেখা যাচ্ছে। অনেকে দাবী তুলছেন মাদ্রাসার শিক্ষার্থী এর জন্য দায়ী । আমাদের দেশে অনেকে আছে যারা লোক কর্তৃক জ্ঞানী বা বুদ্ধিজীবী কিংবা নাস্তিক বলে স্বীকৃত তাদের জন্য এটি একটি ভালো ইস্যু হিসেবে দাঁড়িয়েছে। মাদ্রাসার ছাত্র কিংবা তার প্রতিবেশী দেশের মুক্তচিন্তা বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে। মাদ্রাসার কারণে আমাদের দেশে মুক্তচিন্তার চর্চাক্ষেত্র একটি ভয়ানক পরিস্থিতিরর মুখোমুখি হয়ে আছে।আমার ভাবতে খুব অবাক লাগে যখন উনাদের কথা গুলো কানে এসে বাঝে।তখন নিজেকে বুঝাতে পারিনা লোকে কিভাবে তাদেরকে জ্ঞানী বলে দাবী করেন। মাদ্রাসার কোন এক শিক্ষার্থী বায়ু ছাড়লে আমাদের জ্ঞানী কিংবা মিডিয়া তাদের পিছনে যেভাবে উঠেপড়ে লাগে অথচ আমাদের দেশে বিশ্ববিদ্যালয় গুলো যেখানে সারা বছর সংঘাত লেগে আছে সেগুলোকি তাদের চোখের নজর কাটেনা??. সাধারণ বিশ্ববিদ্যালয়ের বা স্কুল-কলেজের শিক্ষার্থী ও মাদ্রাসার
শিক্ষার্থীদের মধ্যে মোটা দাগে একটা
শ্রেণীপার্থক্য বেশ স্পষ্টভাবেই দেখা যায়। মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও পরিবেশ নিয়ে আমি কিছু পার্থক্য তুলে ধরলাম।
১>>
সংঘাত বা অন্য কারণে মাদ্রাসায় এক জন ছাত্র নিহত কিংবা আহত হয়েছেন এরকম রেকড পাওয়া বিরল নই অনেকটি অসম্ভব ।আর আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থা দেখুন যেখানে প্রতিনিয়ত সংঘাত আয়োজিত হই যেটি এখন occasionally কোন celebrity মত প্রতিবিম্ব হয়ে আছে। ছাত্র বই বা কলম না নিয়ে অস্ত্র নিতে শিখে।লিখাপড়া না করে গাঁজা, সিগারেট টানতে থাকে। ক্লাসে না গিয়ে মারপিটে যোগ দেয়।ধর্ষণ বিরোধী আন্দোলন তুলে ধর্ষণে সেঞ্চুরি করে।এটা কি শিক্ষার পরিবেশ?? যেখানে ছেলেরা শিক্ষিত হয়ে বের না হয়ে সার্টিফিকেট দ্ধারী মাস্তানও হয়ে বের হই। অথচ এর পুরোটা উল্টা মাদ্রাসার পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের মত কখনো শুনেননি হল দখল নিয়ে কয়েক শিক্ষার্থী আহত কিংবা নিহত।যারা জ্ঞান নিয়ে আমল করে বের হই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত মাস্তান কিংবা নেশাগ্রস্ত হয়ে না।তারা শিক্ষকসম্প্রদায় দের সম্মান করতে শিখে বিশ্ববিদ্যালয়ের মত শিক্ষকের কলার ধরতে না। মাদ্রাসার ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মত শিক্ষার পরিবেশ নষ্ট করেনি বরং সুষ্ঠু রেখেছে ।এরকম হাজারো পার্থক্য আছে।
আমি আর ভালো থাকতে পারিনা যখন শুনি মাদ্রাসার কোন এক শিক্ষার্থী বায়ু ছাড়ার শব্দ নিয়ে তুফাম শুরু হয় আমাদের মিডিয়াওয়ার্ল্ড এ।। আমারা হুমায়ুন আজাদের কিংবা অভিজিৎ রায়ের হত্যার কথা শুনেছে, রাজিব হত্যার মামলা দেখেছে (যেখানে সরাসরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জড়িত)। কই কোন মাদ্রাসার নাম তো উঠে আসেনি। তাহলে কিভাবে আমদের নাস্তিক সমাজ বলে বেড়ায় মাদ্রাসার ছাত্র মুক্ত চিন্তার বাধা হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক ওয়াশিকুর হত্যা মামলায় দাবী করা হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থী জড়িত অথচ তার প্রামাণ এখনো ভিত্তিহীন।
২>>
আমরা প্রতিনিয়ত মাদ্রাসাভিত্তিক শিক্ষাকে বিরূপ করে থাকি।মাদ্রাসার পরিবেশ নিয়ে সংকোচিত থাকি।অথচ কেউ কি একবারও ভাবেনা সরকারি সহযোগীতা ছাড়া হাজারো আলেম,মাওলানা সঠিক শিক্ষা ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ থেকে বের হয়ে জনগণের সেবা দিয়ে যাচ্ছেন
অন্য,বস্ত্র,বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই ৫টি বিষয় হল সরকার কর্তৃক জনগণের মৌলিক অধিকার ।সরকার কোটি কোটি টাকা খরচ করে শিক্ষার জন্য তবে কোন কওমি মাদ্রাসার শিক্ষার জন্য নই।মাদ্রাসার শিক্ষার্থী কি সে মৌলিক অধিকার পাওয়ার যোগ্য না নাকি তারা দেশের জনগণ নই?? । সরকার কর্তৃক সেই মৌলিক অধিকার থেকে একমাত্র মাদ্রাসার শিক্ষার্থী রা বঞ্চিত হয়েও সেই মৌলিক অধিকার পুরাপুরি রক্ষিত হচ্ছে । সরকারী সহযোগীতা ছাড়ায় তারা একজন ছাত্রকে দিচ্ছে শিক্ষা, থাকার জন্য দিচ্ছে বাসস্থান। খাওয়ার জন্য দিচ্ছে অন্য প্রয়োজনে বস্ত্র ও চিকিৎসা।
আমাদের দেশে নামধারী জ্ঞানীরা সেই বাস্তবতা কে কি চোখে দেখেনা??? তারা শুধু এইটুকু জানে মুখের জোরে মিথ্যা কে সত্যা বানানো। আসলে কি তারা বিবেকবান???
২| ০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৯
পূর্বদেলুয়া বলেছেন: ভাই, নাস্তিকদের কেই জ্ঞানী বলে না, বরং তারা নিজেরাই নিজেদেরকে জ্ঞানী হিসেবে মিডিয়াসহ সকল স্থানে সদা-সর্বদা জাহির করে থাকে । কারণ, প্রকৃত জ্ঞানীদের কখনও বলতে হয় না বা ভাবও নিতে হয় না যে সে খুব জ্ঞানী । তাদের কাজেই প্রমান মেলে তারা .....।।
চোর-বাটপারেরাই সর্বদা নিজেকে সাধু সাধু বলে সাধুর ছাপটা গায়ে লাগাতে চায় ।
আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের বেলায়ও একই অবস্থা বিরাজমান । জান বাঁচানোর জন্য সব রাজাকার আওয়ামীলীগে ঠাই নিয়ে এবং মুক্তিযদ্ধের সার্টিফিকেট দখল করে নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলে প্রমাণের চেষ্টাও করছে ১৯৭১ সালের মাঠে সক্রিয় ভয়ঙ্কর অপরাধী আসল রাজাকারেরাই ।
আজ আওয়ামীলীগও কি সত্যিকরে বলতে পারবে যে তারা যাদের বিচার করছে তারা কি আদৌ কোন অপরাধী ? ১৯৭১ সালের কোন কাঁদা কি তাদের গায়ে সত্যি সত্যি আছে ?
৩| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৮
চতুর্মুখী ধী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৪
কাউন্টার নিশাচর বলেছেন: ভালো বলেছেন