নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজ্ঞান চেতনাময়ী ও ধর্ম বিশ্বাসী মানব, ধর্মের সঠিক চেতনায় বিজ্ঞান উৎশ্বাস, ধর্মের ভুল চেতনায় বিজ্ঞান নিরুৎসাশ।

চতুর্মুখী ধী

মহা আস্তিক

চতুর্মুখী ধী › বিস্তারিত পোস্টঃ

আসিফ মহিউদ্দীন ও তার নাম!!!

০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

আসিফ মহিউদ্দীন কে নিয়ে কিছু একটি লিখার
ইচ্ছেটি ছিল গত একটি বছর ধরে।যখন আমি HSC
পরীক্ষা শেষ করে ভার্সিটি ভর্তি নিয়ে ব্যস্ত।
সময়ের প্রতিকূলতায় আর লিখা হল না।বিষয়ে আসা
যাক। হ্যা বিষয় আসিফ মহিউদ্দীবের নাম নিয়ে।
November 27, 2013 আসিফ মহিউদ্দীনের একটি
অসাধারণ পোস্ট মনে গেঁথে যায়। পোস্টের
উদ্দেশ্য ছিল মহৎ, নামের সাথে কাজের মিল। বিষয়
ছিল শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়।
তার মতে শাহজালাল একজন বিখ্যাত ধর্ম প্রচারক
ছিলেন যিনি ইসলাম বিরোধী নানা বিষয়াদির
বিরুদ্ধে যুদ্ধ করেছেন সারাজীবন। নানা ধরণের
শেরেক, বি'দাত ইত্যাদির বিরুদ্ধে ছিলেন অত্যন্ত
কঠোর। যিনি শিশুবয়সে মা হারানোর পর আর কোন
নারীর সংস্পর্শে যান নি ইত্যাদি।
শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য তৈরি, শহীদ মিনার তৈরি
করে ফুল দেয়া, নরনারীর একত্রে শিক্ষাগ্রহণ
ইত্যাদি কোন অবস্থাতেই শাহজালালের আদর্শ
অনুসারে হচ্ছে বলে মনে হচ্ছে না। শাহজালাল এবং
মূর্তি-ভাস্কর্য-শহীদ মিনার একত্রে থাকতে পারে
না। অতএব শাহজালাল এবং বিজ্ঞান ও প্রযুক্তিও
একসাথে থাকতে পারে না।
তা অবশ্য এক দিক দিয়ে ঠিক।কারণ এই পরিবেশ
শাহাজালাললের জীবন অনুসরণ হচ্ছে না।
অনেক দারুণ লিখছেন তিনি। কিন্তু আমার সংশয় হল
আসিফ মহিউদ্দীন নাম টি নিয়ে। আসিফ মহিউদ্দীন
নামের অর্থ হল দ্বীনের সাহায্য কারি । দ্বীনের
সাহায্য ত দুরের কথা তিনি দ্বীনের উপর গজব সরূপ।
তাহলে তার নামের সাথে কি তার চরিত্রের
বৈশিষ্ট্য যাচ্ছে??? আসিফ মহিউদ্দীনের নিজের
যুক্তি অনুসারে আমি বলব তার নাম রাখা উচিৎ
গজবউদ্দীন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.