![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সময় লিখতাম। যা ভাবতাম, যা দেখতাম তাই বলতাম এবং জানাতে চেষ্টা করতাম। লেখক বলে নিজেকে কখনো ভাবিনি এবং এখনো ভাবি না। তবে সবসময় চাই সত্যকে জানতে এবং জানাতে। কারণ, সত্যের বিকল্প নেই, জানতে চান বা না চান সত্য তার নিজস্ব গতিতে প্রকাশ হয়েই যায়। পৃথিবীতে কোন সত্যেই গোপন নেই এবং সত্যকে শত চেষ্টা করে কিংবা ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যায় না। বিগত দিনে যা লিখেছিলাম তার-ই কিছু কিছু লেখা এখানে তুলে ধরব।
ইচ্ছে হল আজ জুম্মাহ র সালাত আদায়করি ইষ্ট লন্ডনের মাছজিদে - কানায় কানায় পূর্ণ , মাছজিদটি অনেক ভাল খুতবা দেয়া হয় যা স্বাভাবিক বোধগম্য , বের হয়ে গেইটের টিক বাম পার্শে পিছন থেকে ধরলেন - অনেক দিনে পেয়েছি বলে জনাব ফারুক আহমেদ ভাই - তিনি চা পান করাবেন তাই গেলাম পাশের বারাকাহ ইটারি তে , আলাপ করছিলাম আরও আশে পাশে লোক জন আলাপ করছিলো এক পর্যায়ে একজন আমাকে বলল হাফিজ ভাই এই দেশে বাঙ্গালিদের মধ্যে এত খুন খারাবি কেন বলে আপনি মনে করেন - এই প্রশ্ন টির উত্তর দিয়েছেন অনেকে অনেক ভাবে তাই একটু চিন্তা করলাম কি বলা যায় , বললাম বাঙ্গালিদের মধ্যে এতটা হানাহানি নয় - কম লোক সংখ্যা তাই চোখে পরে , তবে যদি আমি উত্তরে বলি তা হলে রাগ করবেন কিন্তু সত্য না বলে কি উপায় আছে ? তাহারা যখন বল্ললেন আরে বুলন দেখি জবাব টি কি হয় - আমি বললাম বাঙ্গালিদের মধ্যে খুন খারাবি এর কারন হল মদ বিক্রি করা এবং টাকা ভক্ষন করা , পাশের টেবিলের পরের টেবিল থেকে একটু বয়স্ক একজন এসে আমাকে বললেন হাত মিলান ভাই - আপনার সাহস তো কম না অপেনলি এই রকম কাওকে বলতে শুনিনি কিন্তু আমার মনের সাথে মিলে গেল আপনার ধারনা টি ।
মদের ব্যাপারটি ধর্মের দিক দিয়েই নয় শুধু সামাজিক মানসিক অর্থনৈতিক রাজনৈতিক সকল ক্ষেত্রে বর্জিত , বিষাক্ত বিশ এর মত আক্রমন করে এই মদ । মদের নেশা এত প্রবল যে হিতাহিত জ্ঞান তো দূরে থাক সে যে মানুষ তাও ভুলে যায় - মানুষের কাতার থেকে সে তাহাকে অনেক অনেক দূরে সরিয়ে নিয়ে ভাবতে থাকে কীট পতঙ্গের মত নিছু স্তরে । সত্তা কে ভুলে সে ধরাকে সরা জ্ঞানে এমন কিছু ভাবে সে তা আদৌ নয় । ব্রিটিশ সরকার এর মত জাঁদরেল গনতান্ত্রিক ব্যবস্তায় মদ পান রহিত করতে আইন করতে হয়েছে , এখন তো মদ পান করে ড্রাইভিং করা হারাম বলে ঘোষণা করা হয়েছে । মদ নিয়ে হাজারো গল্প রয়েছে বাজারে , তাহাদের এই পানশালা গুলা এখন অনেক্ টা ফাঁকা । বাচ্ছাদের জন্য মদ পান করা হারাম - এমন কি ওদের কাছে মদ বিক্রি ওঃ দণ্ডনীয় অপরাধ । আইন করে মদ রহিত করার পরে রক্ষে হচ্ছে না - এন এইচ এস প্রায় দেউলিয়া এই সব মদখোরদের চিকিৎসা করতে যেয়ে । কয়েকদিন আগে দেখলাম যে এন এইচ এস তোখড় মদ্যপ ধূমপায়ী এবং ড্রাগ আসক্ত দের চিকিৎসাই করবেনা , আমার ডাক্তারকে জিজ্ঞাসিলে আমাকে বলল ওদের জন্য কোন মেডিসিন বের হয়নি অব্যাহত ভাবে যদি বিষ ব্যবহার কর তা হলে মলমে কি উপশম পাবে ! তাহাদের চিকিৎসা হল একমাত্র ছাজায়ে মাউত । কয়েকদিন আগে দেখলাম বিবিসি তে রিপোর্ট করেছে যে মদ হল বিষ থেকে ওঃ ভয়ানক । মাতালের চাইতে বড় ক্রাইম আর কিছুই নেই । ধর্মের ব্যখায় তো বিশদ আলোচনা রয়েছে , এমন কি ইসলামের প্রাথমিক যুগে একেবারেই মদ কে হারাম করা হয়নি , আরাম করেই হারামের মত মারাত্মক সিদ্ধান্ত করা হয়েছে ।
মদ কে ধর্মে হারাম করা হয়েছে এর একটি ধারাবাহিকতা রক্ষা করে , এই নিয়ে খোদ রাব্বুল ালামিন এমন সমাধান দিয়েছেন যা কোন কালেই পাওয়া যেতনা । বর্তমানে যাহারা ভিন্য ধর্ম পালন করেন আমি তাহাদের মধ্যে অন্তত ডজন খানেক লোক দের জিজ্ঞেস করেছি এবং আরও জিজ্ঞেস করেছি তাহাদের মন্দিরে - গির্জায় - গুরু দুয়ারায় ্যাহারা ইমামতি করেন - সবাই বলেছেন ওদের ধর্মে ওঃ মদ একটি ঘৃণিত পানীয় , যা পান করা নিন্দনীয় । কিন্তু যে যাহা নিন্দে তাই নাকি বেশি বহন করে তাই আজকের সমাজে এই নিন্দনীয় ব্যাপার টি নন্দিত , মদ পান না করলে অভিজাত হওয়া যায়না । মদের নেশায় আজগুবি সব কল্পনা করে ভাবে সৃষ্টির কল্যান তো দূরে থাক নিজের কল্যান ই নিজে করতে পারেনা এত মাতাল হয় যে সামান্য কয়েক গ্লাস এর ভার বহন করে একা হাঁটাচলা করতে পারেনা স্বাভাবিক ভাবে । না পারে দাড়াতে না পারে বসতে , নিজের মানুশ্য শক্তি লোপ পেয়ে যায় । এই বিষময় পানীয় বিক্রি করলে গোটা জাতি আক্রান্ত হবে - ওই পানিয় বিক্রিত টাকা মুনাফা যা যা ব্যবহৃত হবে যেথায় যাহায় অভিশাপ সহ অকল্যাণকর সব হতে বাধ্য । সন্তান সন্ততি সহ বহমান রক্ত দুষিত হবেই হবে ,তাই তো দেখি সমাজে এর কুফল চারিদিকে সব দেশে , আরেফিন - ঐশী - শাহনাজ সুলতানা দের মত লুলুপ সমাজের কীট দের বিচরণ । তুমি যতই আসল হও না কেন নছল যদি দুষিত হয় তা হলে আসলের গুনাগুন অবশিষ্ট থাকেনা । এই মদ বিক্রি করে সমাজে ভাল হবার কিংবা ভাল কিছু করার আশা দুরাশা ছাড়া কিছুই নয় । আমার জানা মতো ইংল্যান্ড এর বেশির ভাগ মাছজিদের প্রেসিডেন্ট সহ কমিটির অংশ বিশেষ মদ ব্যবসায় অথবা ব্যবহারে জড়িত । সুতরাং এই মাছজিদ গুলার কার্যক্রম স্বাভাবিকতার চাইতে ব্যতিক্রম হবে , সন্দেহ ওই সব মাছজিদে সালাত আদায় করতে আমার , কেন যেন ঘৃণা ঘৃণা ভাব আসে । আমি জানি আমি মালায়িকা নই , হতে ওঃ পারবনা এবং তা হতে চাই না । আমি উম্মাতে মুহাম্মদি এইটাই আমার অহংকার - দুষ আমার আছে তাই ক্ষমা চাই প্রভু প্রানে । এই সমাজে আমাকেই আর দোষী বানাতে তৎপরতা হবে এবং হচ্ছে ওঃ , আমার এই সব কথা বার্তায় আমাকে অনেক কষ্ট পোহাতে হয়েছে । আপন কিংবা পর অনেক ক্ষেত্রে আমাকে কটিনতাকে মোকাবেলা করে চলতে হচ্ছে । তবু সত্য ব্যতিরেকে মিথ্যার আশ্রয় থেকে দূরে থাকার আপ্রান চেষ্টা অব্যাহত । এই সমাজে কতই না দেখলাম আলেম উলামা পীর ফকিরদের মদ খোর দের সাথে তাদের দহরম মহরম - কিন্তু কি শেষ রক্ষা হয়েছে কারো ? মাউত এমন এক বাস্তবতা যা কেহ স্বপনে ওঃ কল্পনা করতে ভয় পায় । মদখোর দের সাথে সখ্যতা তাহাদের জন্য হিতে বিপরীত ফল দিয়েছে । মদখোর দের টাকা দিয়ে মাছজিদ মাদ্রাসা যা হবে না কেন সস্তিদায়ক হবে না । বিগত ২০ বৎসর থেকে দেখছি এই সব মাদ্রাসা মাছজিদ সমাজ সংসারের জন্য কষ্টদায়ক যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে । যত টাকা মদের খাত থেকে যাচ্ছে এতে সমাজে আর নুংড়ামি বাড়ছে বই কমছেনা । এই পৃথিবীতে এমন কোন বিশেষজ্ঞ নেই যিনি বলতে পারবেন মদ পান বিক্রি করে তিনি লাভবান হয়েছেন বলে ? ক্ষতি জানার পরে ওঃ যদি কেহ এই কাজ অব্যাহত রাখে তাহাকে লোভ না বলে কি উপায় আছে ! এই লোভ আরও মারাত্মক । লোভে পাপ হয়ে - পাপে হয়ে মৃত্যু । মদের এই কুফল এখন দেখা যাচ্ছে ইংল্যান্ড এর সমাজে - খুন অত্যাচার অনাচার রাহাজানি প্রতারনা সর্বত্র বিধ্যমান ওয়াজে এর সমাধান হবে না হতে পারে নেক আমলেই শুধু । বিনীত - চৌধুরী হাফিজ আহমেদ / hafiz168yahoo.co.uk
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২২
এম আর ইকবাল বলেছেন: পুরোপুরি সহমত নই ।
মদ যারা খায় না তাদের হাতেও সমাজ ক্ষতিগ্রস্হ হয় ।
আমাদের দুনেত্রীর কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্হ হচ্ছে ।
আমাদের সমাজে মাদক ব্যবসা করে অনেকে প্রচুর অর্থের মালিক হয়েছেন ।