নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় সত্য

চৌধুরী হাফিজ আহমেদ

এক সময় লিখতাম। যা ভাবতাম, যা দেখতাম তাই বলতাম এবং জানাতে চেষ্টা করতাম। লেখক বলে নিজেকে কখনো ভাবিনি এবং এখনো ভাবি না। তবে সবসময় চাই সত্যকে জানতে এবং জানাতে। কারণ, সত্যের বিকল্প নেই, জানতে চান বা না চান সত্য তার নিজস্ব গতিতে প্রকাশ হয়েই যায়। পৃথিবীতে কোন সত্যেই গোপন নেই এবং সত্যকে শত চেষ্টা করে কিংবা ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যায় না। বিগত দিনে যা লিখেছিলাম তার-ই কিছু কিছু লেখা এখানে তুলে ধরব।

চৌধুরী হাফিজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ ২৫ অক্টোবর / Chowdhury Hafiz Ahmed

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৭

অনেক দেশের অনেক খবরের দিকে নজর যায় - তেমনি বাংলাদেশের খবরের দিকে ও তাকাই , আজকে দেখলাম খবরে বি এন পি এর হোমরা চুমরা এবং তাদের সমর্থক রা বেশ হুংকার দিচ্ছেন আকাশে বাতাসে ,তাহাদের অতি আগ্রহ এবং উচাটন দেখে আমার একটি হেভি তামাশার কথা মনে পড়ল । এই কৌতুক মনে হয় আমার জিবনের দেখা সেরা ১০০ এর মধ্যে ১ টি । তখন বাংলাদেশে ছিল বি এন পি ক্ষমতায় , আওয়ামীলীগ ছিল বিরুধি দলের কাতারে - মরহুম আব্দুল জলিল সাহেব ছিলেন সাধারন সম্পাদক - তিনি এক দম শত ভাগ গ্যারান্টি দিয়ে দিন তারিখ সহ বলেছিলেন এত তারিখের পরে সরকার চলবে আওয়ামীলীগের অর্থাৎ শেখ হাসিনার কথায় - টান টান উত্তেজনা সবার মনে তখন কি হবে কি হবে , এক পর্যায়ে ছড়িয়ে পড়ল আতংক - ঐ তারিখের পড়ে কিংবা আগে কিছুই হয়নি , আওয়ামীলীগের প্রয়াত সম্মানিত সাধারন সম্পাদক জনাব আব্দুল জলিল সাহেব বললেন তাস আমার হাতে ফাইনেল খেলা এখন হয়নি নির্ঘাত তিনি জুয়া খেলছিলেন । এবারে কি বি এন পি সেই রকম কোন জুয়া খেলার আয়োজন করছে !! এই প্রশ্নটি এখন চায়ের টেবিলে ধুঁয়ার সাথে উড়ছে চারিদিকে ডানা মেলে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.