নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় সত্য

চৌধুরী হাফিজ আহমেদ

এক সময় লিখতাম। যা ভাবতাম, যা দেখতাম তাই বলতাম এবং জানাতে চেষ্টা করতাম। লেখক বলে নিজেকে কখনো ভাবিনি এবং এখনো ভাবি না। তবে সবসময় চাই সত্যকে জানতে এবং জানাতে। কারণ, সত্যের বিকল্প নেই, জানতে চান বা না চান সত্য তার নিজস্ব গতিতে প্রকাশ হয়েই যায়। পৃথিবীতে কোন সত্যেই গোপন নেই এবং সত্যকে শত চেষ্টা করে কিংবা ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যায় না। বিগত দিনে যা লিখেছিলাম তার-ই কিছু কিছু লেখা এখানে তুলে ধরব।

চৌধুরী হাফিজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

লিখবো কিছু - চৌধুরী হাফিজ আহমাদ

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৪


আজ বিকেলে মনে হল লিখব কিছু ফেইস বুকে
খুলে দেখি অনেকেই লিখছেন সব কিছু মন খুলে ।
কেউ বলেনা আসেন আমরা শিখি ভাল হব কি করে
সবাই আছে তালে তালে যার তার ফন্দি ফিকিরে,
কেমনে হবে নেতা শুধু সেই ধান্দায় ব্যস্ত জিকিরে
দেশ আছে দেশের জায়গায় চিল্লায় যাইয়া বিদেশে ।
স্বাধীন হবার আগে যেমন ছিল অবস্তা বাংলাদেশের
স্বাধীন হবার পরে আরও খারাপ হল দোষ খুঁজে অন্যের ,
একবার ও বলেনা স্বাধীন পরাধীন নয় অভাব মোদের ।
নেই শিক্ষা নেই দিক্ষা অলস বেকার বোকাদের সর্দার ,
নেতা নেই নেত্রি নেই আমজনতার বালাই নেই কোথায়
একটি দেশ ই খুঁজে পাবে ন্যায় অন্যায় নেই হা হা কার
বাংলাদেশ নামেই আছে দেশটি প্রবাসিদের হাতিয়ার।
প্রবাসে আসলে দেশ প্রেমিক দেশে থাকলে অর্থ হীন স্তান
প্রবাসে নেই দাম তার বাংলায় পট পট গ্রুপিং লবিং যত।
দেশের পত্রিকায় নাম ছাপিয়ে দেখায় নেতা যে কত বড়্‌,
তাহাদের নিয়ে কি লিখব এখন ভাবতেই মোর লজ্জা লাগে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.