নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় সত্য

চৌধুরী হাফিজ আহমেদ

এক সময় লিখতাম। যা ভাবতাম, যা দেখতাম তাই বলতাম এবং জানাতে চেষ্টা করতাম। লেখক বলে নিজেকে কখনো ভাবিনি এবং এখনো ভাবি না। তবে সবসময় চাই সত্যকে জানতে এবং জানাতে। কারণ, সত্যের বিকল্প নেই, জানতে চান বা না চান সত্য তার নিজস্ব গতিতে প্রকাশ হয়েই যায়। পৃথিবীতে কোন সত্যেই গোপন নেই এবং সত্যকে শত চেষ্টা করে কিংবা ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যায় না। বিগত দিনে যা লিখেছিলাম তার-ই কিছু কিছু লেখা এখানে তুলে ধরব।

চৌধুরী হাফিজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আল হামদুলিল্লাহ আমি আজ বদর প্রান্তরে / চৌধুরী হাফিজ আহমাদ

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫১

আল হামদুলিল্লাহ আমি আজ বদর প্রান্তরে , বদর মানেই মুসলিম িবনে এক আলাদা আমেজ আবেগ ও আবেদন , বদর থেকে মানুষ অনেক শিক্ষা নিতে পারে জীবনে কাজে লাগাতে পারে বদরের শিক্ষা , বদর মানেই যুদ্ধ নয় বদর এক্ মহান আদর্শের নাম যা সহজেই এনে দিতে পারে জিবনে পূর্ণতা , আমি যখন শহরে ঢুকছিলাম আমার অন্তর আত্মা গর্বের আনন্দে যেন উপছে পড়ছিল - আমি যেন ইতিহাস নয় বাস্তব বদরে উপস্তিত হচ্ছি বিজয়ের মালা পড়তে গলায় । এত তৃপ্তির শ্বাস জিবনে নিয়েছি কি না মনে নেই , আমার কাছে বদর আর ইতিহাস নয় যেন আমার জিবনের সাথে মিশে যাওয়া এক অধ্যায় । বদরের আরেক নাম হুনাইন , যা মাদিনা আল মুনাওয়ারা থেকে ১৬০ কিলোমিটার ূরে পাহাড় ঘেরা - এই পাহাড় ঘিরে খেলা করে বালি , জমে যেয়ে হয়ে যায় পাহাড়ের সম তাই মনে হবে এই যেন বালির পাহাড় , বদর ছিল এক প্রান্তর এখন এক বিশাল শহর , যেখানে অনুমানিক হাজার ১০ শেক বসবাস , ব্যবসা কারখানা বাসা বাড়ি দিয়ে পরিকল্পিত ভাবেই এর পরিধি বাড়ছে , সৌদি বাদশাহ কর্তৃক গভর্নর আছেন প্রশাসক হিসাবে । বদর এর ইতিহাস জানেনা এমন লোক কমই আছে ,আবার যাহারা যানে তাহারা এক যুদ্ধ হয়েছে মনে করে দোয়া দুরুদ পড়েই আঞ্জাম দিতে চায় - বদর কিন্তু তা চায় না , বদর যা চায় তা হল ঈমানি দিপ্তি ছড়িয়ে িজিত হতে পৃথিবীর প্রতিটি প্রান্তরে । কালেমার পতাকা উড়বে দিগে দিগে দুনিয়া ব্যাপী । এক ইলাহ - আল্লাহ ব্যতিত আর কোন শক্তি নেই আর কোন মালিক নেই তা প্রতিস্টীত করা , বদর রক্তপাত হত্যা কিংবা রাহাজানি এই সব চায় না , বদর চায় শান্তি বিশ্ব ্যাপী । বদর প্রান্তরে গেলে দেখলাম ব্যরিকেড দেয়া বাহিরে লিখা প্রবেশ নিষেধ । পুলিশ কে জিজ্ঞাসিলে বলল কুল্লু মামনুন - কেন এর জবাবে বলল , লোক মাটি , পাথর বালি নিয়ে যায় , হাউ মাউ করে কান্না করে এমন কি সিজদা ও দেয় - এই শিরক যাহাতে না হয়ে সেই জন্য ই মামনুন , কথার মর্ম অনুধাবন করে আর এগুতে মন সায় দিল না চারিদিকে চোখ বুলিয়ে অপর দিকে ফিরে এলাম , এখানে দেখি বিশাল সাইন লেখা আরবিতে ' মাকবুরাত শুহাদা ই বদর - চোখ ছল ছল করে নাড়া িল হৃদয়ে যেন মুহূর্তেই ভুকম্পন শুরু হল - এই কি সেই জায়গা যাহাদের আগাম ঘোষণা দেয়া হয়েছে জান্নাতি বলে , আহারে কি না ভাগ্য তাহাদের দেয়াল ঘেঁষে উঁচু হয়ে ভিতর দেখতে চাইলাম একদম নীরব ান্নাতি পরিবেশ অনুভূত হল যদিও বাহিরে তাপ মাত্রা ৪৬ ডিগ্রি ,গেইটের পাশে ২ গাড়ি পুলিশ ফটক বন্ধ - জিয়ারাত করতে হলে বাহিরে থেকেই করতে হবে , উল্টো িকে একটি ফলক বেশ উঁচু উভয় পাশে শহীদ জান্নাতি সাহাবাদের নাম লেখা বড় বড় অক্ষরে - আমি তা দেখছিলাম আর ভাবছিলাম এই সেই বদর যেখানে রাসুল সঃ োয়া করেছিলেন রাব্বুল আলামিন আমার কাছে তোমাকে আল্লাহ বলার মত মাত্র ৩১৩ জন অপর দিকে হাজারো অস্র নিয়ে রণসাজে সজ্জিত , হে আমার রব আজকে আমি চাই তুমি আমাদের বিজয়ী কর । হে মাওলা আজকে যদি আমাদের হারাও তা হলে আমার কাছে একটি কেউ বাকি থাকবেনা তোমাকে ডাকার জন্য , চেয়ে দেখ আমারা তোমার ভরসায় শুধু ঈমান নিয়ে খেজুর ডাল কে তলওয়ার বানিয়ে নিয়ে এসেছি আমাদের এক মাত্র তুমি ই রব ,এত উপরে হাত উঠিয়েছিলেন তাহার কান্দা থেকে চাদর পরে গিয়েছিলো , গগন বিদারী এই দোয়া আর রহমতে দু জাহার চোখের াশি রাশি জল পড়ছিল , আরশ কেঁপে উঠলো - ডাক দিলেন মালিক রাসুল হে শুনেন কান্না থামান এই চেয়ে দেখুন আমি আপনার সাহায্যে মালাইকা প্রেরণ করেছি , একটু মাথা উঠান বদর প্রান্তরে চেয়ে দেখুন ওদের হাজারে আমার এক মালাইকা ই যতেষ্ট , আপনি হাত নামান আমি আল্লাহ আপনাকে বিজয়ী ঘোষণা করলাম সাথে সাথে এই ৩১৩ জন কে ও আমি জান্নাতি বলে আগাম জানিয়ে দিলাম । সুবহানাল্লাহ । আল্লাহ সবই পারেন আমি তাহাকে তুষ্ট করতে চাই , আমার কর্মে মর্মে সব কিছুতেই চাই তাহার সন্তোষটি , তিনি ছাড়া কোন ইলাহ নেই । বদরে আমি এই সব ভাবছিলাম শহিদ দের কবরের পাশে , আসলে এমন এক ব্যাপার এই সব জায়গা ইসলামের সাথে অঙ্গা অঙ্গি ভাবে জড়িত এর সাথে জোশ আবেগ শ্রদ্ধা ক্রমেই চলে আসে , আমার কাছে বদর ছিল ইতিহাস এখন বদর আমার কাছে বাস্তব , আমি বদর দেখেছি করেছি বদর জয় । সৌদি আরবে আমার জন্য প্রতিবার ই সফরে একেকটি চমক অপেক্ষা করে । এবারে ওমরাহ আদায় করে বেশ কিছু জায়গা দেখার ভাগ্য হয়েছে যা আমার কল্পনায় ছিলনা । যদিও ওমরাহ করা অনেক ফজিলতের ব্যাপার । ওমরাহ করতে তাগিদ ও আছে , ওমরাহ করলে ঈমানে মালে আমলে দৌলতে আওলাদে বারকাত হয় বলে হাদিছ মাউজুদ আছে , যদিও উমরাহ করা এখন অনেক ব্যয় সাপেক্ষ তথাপি সৌদি গেলে তা আদায় করা অপরিহার্যয় । আমরা অনেকে ওমরাহ বলতে তাও য়াফ কে ই মনে করে , আসলে তা ভুল , উমরাহ মুলত শুরু নিয়াত থেকে এর পরে ইহরাম তাওয়াফ সায়ী - এর সাথে থাকতে হবে উপলব্দিতা ও মর্ম অনুধাবন করা । উমরাহ্‌ মোটেও সহজ নয় , তা এক বিশাল ঈমানি দায়িত্ব । যদিও আনুস্তানিকতা চোখে পরে এবং মানুষ াহাকেই দেখে -এতে করে অনেক ব্যাপারে ভুল হয় । ওখানে একেকটি ভুলের খেসারত জিবন দিয়ে ও দেয়া যাবেনা । তাই এমন কোন ভুল যেন না হয় সেই দিকে খেয়াল করা জরুরী , আমি ও সেই কারনে সতর্ক , অধিক সতর্ক থাকি হুদুদের ভিতরে - বলা কিংবা চলায় আমি খুবই হিসেবি । এর পরে ও দেখতে পাই লোক রত ও দেখে কলা ও কেনে , আস্তাগফিরুল্লাহ এই সবের দিকে তাকাতেও নেই , উমরাহ বাতিল হয়ে যাবে , বাজার করুন তবে তা বাহিরে গিয়ে করুন হুদুদের ভিতরে কেন ? জিবনে তো অনেক বাজার ই করলেন ইবাদাতের সফরের সময়ে বাজারী হলে হিতে বিপরীত হতে পারে , আমি সব সময়ে ই বলি উমরাহ সফরে প্রথমে আসে এর কারয্যক্রম এর পরে বাকী । এই যেমন আমি গিয়েছি এবারে বদর সহ আরও অনেক জায়গায় আপনি ও যেতে পারেন এবং সাক্ষী হতে পারেন , বদরের এই যাত্রায় আমি যাত্রা বিরতি করেছি একটি কুয়ায় - কুয়াটির নাম বির আর রুহা যেখানে অনেক আম্বিয়ায়ে কিরাম পানি পান করেছেন রাসুলে আকরাম সঃ িজে বীর আর রুহা কুয়ার পানি পান করেছেন এবং গোসল ও করেছেন তাই এই কুয়াকে অনেকে বীর আস শিফা ও বলে থাকেন - এখানের অনেক ঘটনা রয়েছে, বাজারে চালু এই সব কাহানি অনেক রোমাঞ্চ কর শুনতে , কিন্তু তা বিশ্বাস করুন আর না করুন সত্য হল নবীয়ে কারিম সঃ এই কুয়ার পানি পান করেছেন এবং তিনি বলেছেন কুয়ার পানিতে শিফা রয়েছে ,আমি যেতে চাই এমন সব প্রতিটি জায়গায় যেখানে যেখানে কদম পরেছে রাহমাতাল লিল আলামিনের । বদরের আমেজে আমি ভরপুর , বদর আমাকে করেছে মুগ্ধ আমি বদরে আসতে পারায় আমার কাছেই ভাল লাগছে আর ভাল লাগতো যদি আমি নিয়ে আসতে পারতাম আমার সকল প্রিয় জনদের । বদরে যেতে হলে কয়েকটি রাস্তা আছে , তবে এর মধ্যে মাদিনা থেকেই যাওয়া উত্তম , বাসে গেলে ভাড়া ৪৫ রিয়াল , কারে গেলে ৩০০ রিয়াল ( চুক্তি করে) যাওয়া আসা । আমি বদরে আসায় যেমন মনে হয়েছে আমি বিজয়ী - আসলেই আমি করেছি বদর জয় । চৌধুরী হাফিজ আহমাদ [email protected] Coventry .

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.