![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের গলিতে নিরুদ্দেশ পথিক।
একটা কবিতা মারা গ্যাছে, কবি প্রসব মাত্রই তাকে জড়িয়ে ধরতে গিয়ে বুঝতে পারলেন,নবজাতক কবিতার আশ্রয় দরকার।
কবি শিশুকবিতাটিকে প্রচন্ড ভালোবেসে বেশ জোরে আঁকড়ে ধরতে গিয়ে বুঝলেন,
সব শ্যাষ।
অতটুক ভাবতে গিয়ে শেষ করতে পারলেন না কবি,দেখলেন কবিতাটি উধাও।
বিশ্বাস করতে পারছিলেন না চোখকে।
অবিশ্বাস করতে পারছিলেন না মনকে।
তার শুধু কল্পনাজুড়ে কয়েকমিনিট স্থায়িত্ব পাওয়া কবিতার স্মৃতি ভাসছে,
নবজাতকের আনন্দের কান্নার শব্দ ভাসছে।
কবি হিসেব মেলাতে পারছেন না।
কবিতা নিখোঁজ হয়ে গ্যালো, রহস্যের জন্ম দিয়ে।
নিখোঁজ সংবাদ কিন্তু ছড়ায়নি কবিতার খোঁজ চেয়ে।
একটি নবজাতক কবিতা জন্মালো,মরে গ্যালো,স্মৃতি রেখো গ্যালো।
শ্যাষম্যাষ রহস্য হয়ে গ্যালো।
©somewhere in net ltd.