| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন দিকে যায়
ভাবিয়া না পাই।
বুক করে দুরু দুরু![]()
এই বুঝি কিছু হল শুরু।
এদিকে সরকার কঠোর
বিরোধীরাও নয় নড়বড়।
কাঁদা ছুড়োছুড়ি, গালাগাল
হাইরে আমাদের কি কপাল।
মুখে গণতন্ত্রের বুলি![]()
আর ভরাট করে স্বার্থের ঝুলি।
উদ্দেশ্য একটাই ক্ষমতা![]()
তাতে বাজলে বাজুক জনগণের বারোটা।
একদিকে হরতাল আর টেনশন![]()
অন্যদিকে পুলিশের একশন।
দেশ যাক নরকে তবু যাব ক্ষমতায়![]()
জনগণের কি হল তা বুঝার সময় নাই।
তারা করে রাজনীতি আমাদেরই নামে![]()
খেলাটা কিভাবে খেলতে হয় ভালো করেই জানে।
হিসাব কষে প্রতি পদক্ষেপ, ধান্ধা ক্ষমতা![]()
আর চিঁড়ে হয় চ্যাপ্টা আমরা আমজনতা।
২|
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫
লাল সূ্র্য বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০
রাইসুল সাগর বলেছেন: হা হা। ভালো হইছে।