| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"চিরকুট"
বক্সে থাকি , কমলের আগা দিয়ে বুকে দাগ গ্রহন করি, ভাজ হয়ে পকেটে চলে থাকি , একসময় ঝুড়িতে নিক্ষিপ্ত হঈ
ক তে কাদের মোল্লা , তুই রাজাকার , তুই রাজাকার।
তাই দিয়ে শুরু। অতঃপর চলছে আন্দোলন। প্রথম লোক কম, মহাসমাবেশ ডেকে বিশাল লোকের সমাগম। প্রথম প্রথম তুচ্ছ তাচ্ছিল্য করলেও বিম্পির ডিগবাজিতে আর শাহবাগের হুংকারে জাশি গেলো ভয় পেয়ে। কয়েকদিন কোন কর্মসূচী নাই।
আবার শুরু করলো তারা। হরতাল , সংঘর্ষ। তাদের কর্মসূচীর সাথে পাল্লা দিয়ে কর্মসূচী দেয়া শুরু করলো ডা. ইমরান এইচ সরকার। অবস্থান, একমিনিট নিরবতা পালন, তিন মিনিট নিরবতা পালন, মোমাবাতি প্রজ্জ্বলন, সাবেক ছাত্রনেতাদের বক্তব্য প্রদান, জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং সর্বশেষ বেলুল উত্তোলন সাথে চিঠি........ (কেউ জানেনা কোথায় যাবে এসব চিঠি আর বেলুন)
সরকারের ছত্রছায়ায় , সরকারী প্রটোকলে, নিরাপত্তা সহকারে, গ্যানম্যান নিয়ে , তিন বেলা খাবার পেয়ে , গান বাজনা শুনে আর শুধু স্লোগান দিয়ে আন্দোলন চলছে.........
খুব ভালো এ আন্দোলন। টিয়ার গ্যাস, পুলিশের বুলেট , পিপার স্প্রে, সাউন্ড গ্রেনেড , রায়ট কার এগুলোর কোন টেনশন নাই ।
এ জাতীয় পিকনিক আন্দোলন চলছে , চলবে .... ...... .......
কারো ভালো না লাগলে প্রত্যাহার করে নিন তবুও ডা. ইমরান যাদের ব্লগার হিসেবে সার্টিফিকেট দিবেন তাদের নেতৃত্বে পিকনিক আন্দোলন চলছে চলবে......
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
"চিরকুট" বলেছেন: সমস্যা আছে বলি নি তো।আন্দোলন চলছে , আন্দোলন চলবে।
২|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: খালি মুনে হয় আওয়ামী ব্যর্থতা ওয়াশিং প্লান্ট মুভমেন্ট !!!!
বাই মিডিয়া অফ মিডিয়া ফর মিডিয়া!!!!!!
ছাত্রলীগের নেতারাতো বলেই বেড়াচ্ছে- দেখলা হাসিনা আপার কি বুদ্ধি!!!
সাপও মারল লাঠিও ভাঙ্গল না!!!!
পদ্মা নিয়া কথা নাই, আবুল নিয়া কথা নাই!
দ্রব্যমূল্যের উদ্ধশ্বাসে মানুষের জান যায় তা নিয়া কথা নাই..
শেয়ার বাজার, হলমার্ক, সাগর-রুনি, পিলখানা, বিরোধীদল দমন, হত্যা, ধর্ষন, গুম কোন কিছু নিয়া কোন কথা নাই....
হুমায়ুনের তোতাপাখিরা সব ওখানে- শিখেছে এক কথা বলছে এক কথা!!!
এই ফাসির বদলে যাবজ্জীবন রায় দেয়ার অপরাধে আওয়ামীলীগের বিচার চাওয়ার সাহস কার আছে????
নিজ দলে বাঘা বাঘা রাজাকার পুষেও রাজাকারের বিচারের নাটক আওয়ামীলীগ ছাড়া আর কে চাইতে পারে!!!!!!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
"চিরকুট" বলেছেন: জাতি আপারে ক্ষমা করবে না। আপা ক্ষমা পাওয়ার সম্ভবনা না থাকলে আন্দোলন বন্ধ করার জন্য নিরাপত্তাদানকারী পুলিশ র্যাব দিয়ে আবার আন্দোলন বন্ধ করে দিবে।
৩|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪
হাবিব০৪২০০২ বলেছেন: রাজাকারের ফাঁসির দাবির নামে কৌতুক শুরু করছে, আরে ব্যাটা আলটিমেটাম দে, সব পশুরুপী মানুষগুলার বিচার চাইয়া সময় বাঁইধা দে। তা না করে ফাজলামী - বেলুন উৎসব.... তাহলে চেয়ার খেলাও যোগ করা যেতে পারে! সাথে শুধু জাগরনের গান বাজালেই হয়ে যাবে রাজাকারের ফাঁসির দাবিতে স্বাধীনতার চেতনায় চেয়ার খেলা!
এখন অবস্হা এমন হচ্ছে নানা স্লোগানের ভীড়ে মূল স্লোগানই চাপা পড়ে গেছে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
"চিরকুট" বলেছেন: সেদিন দেখলাম কতগুলো মেয়েরা ব্যাগ মাঝখানে রেখে চারিদিকে ঘুরছে আর স্লোগান দিচ্ছে। ফাসির দাবীতে কানামাছি খেলা শুরু হয়ে যাওয়ার সম্ভবনা উজ্জ্বল।
৪|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
সুহৃদ আকবর বলেছেন: সংহতি প্রকাশ করলাম।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
"চিরকুট" বলেছেন: ডা, সংহতি গৃহিত হলো। জয় বাংলা
৫|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮
বোকা_ছেলে বলেছেন: borof pani, choa chui, ittadi ro bivinno rokomer khela cholte pare............ bepuuuuuk binudun....
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
"চিরকুট" বলেছেন: জয় বাংলা........... ফাসি না দিলে আরো কঠোর কর্মসূচী প্রদান করা হবে
৬|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
বোকা_ছেলে বলেছেন: borof pani, choa chui, ittadi ro bivinno rokomer khela cholte pare............ bepuuuuuk binudun....
৭|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
দুরন্ত-পথিক বলেছেন: সংহতি প্রকাশ করলাম পিকনিক আন্দোলনে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
"চিরকুট" বলেছেন: জয় বাংলা.......।
পদ্মা মেঘনা যমুনা , তোমার আমার ঠিকানা।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
আসিফরাশেদ বলেছেন: ভাই সমস্যা কোথায়, আনন্দের মাধ্যমে আন্দোলন চলছে। কিছু লোকের অন্তত ফাউ খাওয়া দাওয়া তো হচ্ছে। হে হে!!!!!!!!!!!!!