| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"চিরকুট"
বক্সে থাকি , কমলের আগা দিয়ে বুকে দাগ গ্রহন করি, ভাজ হয়ে পকেটে চলে থাকি , একসময় ঝুড়িতে নিক্ষিপ্ত হঈ
![]()
টিভি খুলেই মাথা চুলকালাম ,,,,,,,,,,,, সর্বোচ্চ সেনা প্রটোকলে লাশবহর যাচ্ছে গুলশানের বাসায়। আর সেই সেনা প্রটোকলের সামনে সময় টিভি...... কিভাবে সম্ভব? বিটিভিসব ক্যামেরা যেখানে পিছনে সময় টিভি সেখানে সেনা প্রটোকলের সামনে। কোন বাধা নাই। ফার্মগেট দিয়ে জাহাঙ্গীর গেট হয়ে ক্যান্টনমেন্টর ভিতর দিয়ে সবার আগে সময় টিভি,,,,,,,,,,,,,,,,,,,
অন্য টিভি যেখানে লাইভ দেখাচ্ছে বনানী কবরস্থান অথবা লাশ বহরের পিছন দিয়ে যেখানে সময় সবার সামনে......... এমনকি বিটিভিও সময়ে সৌজন্যে দেখালো। ....... যে ক্যামেরা দিয়ে ধারন করা হয়েছে তা চ্যানেলগুলোর ব্যবহৃত সাধারণ ক্যামেরা নয়।
গতকাল এরকম একটি পোস্ট দেখেছিলাম । আজ টিভি দেখে সেটাই মনে হলো...................... কেমনে কি?????? খোলাসা করা যায়????????????
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬
"চিরকুট" বলেছেন: জয় সময় টিভি
২|
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২
আহলান বলেছেন: রাজাকারের ভাই আলীগরে এমপি জনাব কামরুল ইসলামের চ্যানেল তো হেব্বী কারিশমা দেখাইতেছে .....
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭
"চিরকুট" বলেছেন: সময় কাইলকা থেইকা আইজকা পর্যন্ত পুরাই হিট
৩|
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪
জাতিস্বর বলেছেন: যাউক।
ভালাই হইসে।
তাও বিটিভির আজাইরা প্যানপ্যান শোনার চেয়ে সময় টিভির রিপোর্টিং ভাল।আর সময় তো ২৪ ঘন্টা নিউজ চ্যানেল।সো তাদের খবরের মানও উন্নত।
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯
"চিরকুট" বলেছেন: খবরের কিছু বলি নাই তো। সেনা বাহিনীর গাড়ী বহরের সামনে কেমনে চলে সেটাই বুঝবার চেষ্টা করছি। রাস্ট্রপতি আর প্রধানমন্ত্রী যাওয়ার রাস্তায় তো কয়েকমিনিট আগে থেকেই চলাচল বন্ধ
৪|
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬
বাকাট্টা বলেছেন: ময় টিভি কামরুল সাহেবের চ্যানেল। যা বুঝার বুঝে নিন
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯
"চিরকুট" বলেছেন: এইবার একটা ক্লিয়ার হইতেছে
৫|
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯
টানিম বলেছেন: পড়ে আসুন । সব ক্লিয়ার হয়া যাবে । Click This Link
২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০
"চিরকুট" বলেছেন: ক্লিয়ারিং
৬|
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬
কালবৈশাখীর ঝড় বলেছেন:
সেনাবাহিনী কি পয়গম্বর যে তার সামনে কেউ দাঁড়াতে পারবেনা?
দেশে ২৬টা টিভি চ্যনেল, ১৬ টা রেডিও, ১০০ খবর কাগজ, আরো আছে অনলাইন হাওয়াই কাগজ। যে যেমনে পারে সুযোগ খুজে দাঁড়ায়। নাইলে মটরসাইকেলে থাকে। এইসব নিয়া পুষ্ট দেওয়ার কিয়াছে?
২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
"চিরকুট" বলেছেন: এমন পুস্ট দেওয়ার মানে হইলো ........... মাথায় ঢুকতেছে না প্রধানমন্ত্রী বা রাস্ট্রপতির প্রটোকলের সামনে প্রটোকলে নিয়োজিত ছাড়া কেউ থাকতে পারেনা বলেই দেখে আসছি........... আর কোন চ্যানেল পারলে না সময় কেমনে পারলে সেটাই প্রশ্ন????????????/ আপনেরে কিন্তু সময় টিভির ঐ গাড়ীর ড্রাইভারে বলে কিঞ্চিৎ সন্দেহ করিতেছি.............
৭|
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২০
maxcse বলেছেন: কালবৈশাখীর ঝড় বলেছেন: সেনাবাহিনী কি পয়গম্বর যে তার সামনে কেউ দাঁড়াতে পারবেনা?
এই কথাডা সামনে গিয়া কন।
আর গতকাল এ বিষয়ে একটা পোস্ট আমি দিয়েছিলাম
২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
"চিরকুট" বলেছেন: আপনার পোস্ট দেখে আজ আবার নিউজ দেখে ব্যাপারটা চোখে লাগলো বেশী
৮|
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫
টুন্টু কুমার নাথ বলেছেন: কেমতে কি হইল বুঝতে পারিনা । সময় টিভি এত্ত পাওয়ার পাইল কোনহান থেকে?
২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
"চিরকুট" বলেছেন: কেমতে কি ???//
৯|
২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৭
পিচ্চি পোলা বলেছেন: সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২
"চিরকুট" বলেছেন: ওখে
১০|
২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:২১
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: উল্টা দিকের রাস্তায় ছিল বলে আমার মনে হয়েছে। এছাড়া সময়ের অনেক ক্যামেরা ছিল, একটা না।
মিডিয়ার গাড়ি প্রোটোকলের এরিয়ার বাইরে থেকে ভিডিও করে থাকলে আপত্তি করার কিছু আছে কি?
২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৫
"চিরকুট" বলেছেন: উল্টা দিকের রাস্তায় না তা দেখলেই বুঝার কথা। ক্যামেরা অনেক ছিলো আপত্তি নাই।
আপত্তি করলেই কি আর না করলেই কি .? যা হওয়ার তাতো হয়েই গেছে.. কিন্তু কেমনে কি ? সেজন্যই তা চুলকানো ইমু
১১|
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:১০
২০১৩ বলেছেন: বাংলাদেশ একখান ভোদায় দেশ এখানে কোন নিয়ম কানুন নাই।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
"চিরকুট" বলেছেন: অবজেকশন ইওর অনার,............ ভোদায় নাকি ভোদাই?
১২|
২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৩
ইসপাত কঠিন বলেছেন: প্রচলিত রীতি হলো ভিভিআইপির রিরিমোনিয়াল মোটর কেডের সামনে বা পিছনে বিশেষ দায়িত্বে এসএসএফের অনুমতিক্রমে সামনে বা পিছনে গাড়ী থাকতে পারবে কিন্তু তা যেন কোনভাবেই মোটরকেড কে ডিস্টার্ব না করে। মহামান্য রাষ্ট্রপতির ফিউনারেল সরাসরি সম্প্রচার করে যারা সরাসরি দেখতে পারেনি তাদেরকে টিভির পর্দায় দেখানো হয়েছে রাষ্ট্রীয়ভাবে কিভাবে বিদায় সম্মান দেওয়া হয়েছে। এটা এমন কোন ব্যাপার না।
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৭
"চিরকুট" বলেছেন: থ্যাংকু । ভালো তথ্য দেয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪
বোকা_ছেলে বলেছেন: তাইত ভাবতাছি। কিছু বুঝতাছিনা।জয় বাংলা ।