| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"চিরকুট"
বক্সে থাকি , কমলের আগা দিয়ে বুকে দাগ গ্রহন করি, ভাজ হয়ে পকেটে চলে থাকি , একসময় ঝুড়িতে নিক্ষিপ্ত হঈ
![]()
এতো দিন মতি ভাইর প্রথম আলোরে বাঁশ দিয়া ছ্যাড়াব্যাড়া করতো ব্লগার আর ফেবুর পোলাপাইনে । সানি নিওন, মেরিল প্রথম আলো, উঠপাখি জীবন, ওয়াশফিয়া ফ্যাশন, ছুটির দিন, মডেল কন্যার সাথে অফিসে বসে স্ক্যান্ডেল ভিডিও ফাঁস, ঈদের ফ্যাশন ইত্যাদি নিয়ে এক্কেবারে ছ্যাড়াব্যাড়া করে ছাড়ছে জাতি আর এখন............ স্বয়ং প্রধানমন্ত্রীর চক্ষুশূল।
প্রথম আলোর এবার খবর আছে, সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ পড়ছে। কয়েকদিন আগে একবার মতিয়া চৌধুরী মতি ভাইর প্রথম আলোকে সাইজ দিলেন কিন্তু এবার আর কোন হোমড়া চোমড়া না স্বয়ং প্রধানমন্ত্রী মতি ভাইকে একহাত নিলেন।
এক এগারোর নাটের গুরুদের অন্যতম প্রথম আলো এ সরকারের অন্যতম মুখপাত্র হিসেবেই অবতীর্ন হয়েছে। প্রত্যেক বছর জরিপ চালিয়ে প্রথম আলো আর ডেইলি স্টার মোটামুটি সরকারকে সন্তুষ্টই রাখছিলো কিন্তু এবার জরিপ সরকারের বিপক্ষে গেলেই সাইজিং এর শিকার মতি ভাইর পত্রিকা।
স্বয়ং প্রধানমন্ত্রী মতি ভাইর গোষ্ঠী উদ্ধার করলেন এভাবে................ সভার শুরুতে শেখ হাসিনা ওই দৈনিকের নাম উল্লেখ না করে বলেন, “এই পত্রিকার চরিত্র কে না জানে? এই জরিপের বিশ্বাসযোগ্যতা কী? বিভ্রান্তিকর তথ্য দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়।”
আর এ জরিপ দেখে তো প্রধানমন্ত্রী দেখে তো প্রধানমন্ত্রীর মাথা গরম............
দেশের ৯০ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায় এবং জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের বিপক্ষে আছে ৬৪ শতাংশ লোক।
দিলেন পরিসংখ্যান.................
“১৬ কোটি মানুষের মধ্যে তিন হাজার লোকের ওপর এই জরিপ চালানো হয়েছে। আওয়ামী লীগ করে যে বিশাল জনগোষ্ঠী- তারা কোথায় গেলো?”
“ওই ৪৮ ভাগের মতামত কোথায় গেলো?”
প্রধানমন্ত্রী দিলেন আবার সাইজ..................... “এক-এগারোতেওই পত্রিকার ভূমিকা কী ছিলো- তা কেউ ভুলে যায়নি।”
তাহলে এক এগারো ফলাফলের সরকার প্রধান হিসেবে তার কি অবস্থা দাড়ায়?
আবারও গোষ্ঠী উদ্ধার.............. পরোক্ষ মাফ চাওয়ার ইঙ্গিত......
“গণজাগরণ মঞ্চ নিয়ে অসভ্য লেখা ছাপলো। তারপর, মাফ চাইলো। এই হলো চরিত্র।”
গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকারও আহ্বান জানান।
প্রথম আলো এক ভিন্ন জাতের পত্রিকা। এক সাংবাদিক বন্ধু এভাবে বলছিলেন....... দেখবে প্রথম আলো গুরুতর আলোচনায় নাই। সারা দেশে এক আলোচন আর প্রথম আলোতে ভিন্ন। হঠাৎ এক নিউজের মাধ্যমে পুরো ঘটনার সাথে সমান্তরালে চলে আসবে।
আহারে মতি ভাই....... আপনে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর চক্ষুশূল হইলেন? আপনার গতি যে কি হয় জাতি চিন্তিত.......... জানেন তো।. নেত্রীর খপ্পরে পড়লে আর নিস্তার নাই। অতএব ........ তারাতারি আবার নতুন জরিপে নিয়োগ দেন আপনার লোকজন কে। অসুবিধা নাই আরেক জরিপ দেন দেখবেন সব দৃশ্যপট পাল্টে গেছে।
![]()
মতি ভাইর বাঁকা গোপন হাসিটাই বলে দিচ্ছে............. কুঁচ পরোয়া নেহি হ্যায়। মেরা পিলার ক্যা জোর বহুত মজবুতি হ্যায়।
১৫ ই মে, ২০১৩ রাত ১১:৪৮
"চিরকুট" বলেছেন: আপনার কি তাই মনে হয়?
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৩ রাত ১০:৪৫
মদন বলেছেন: কুঁচ পরোয়া নেহি হ্যায়। মেরা পিলার ক্যা জোর বহুত মজবুতি হ্যায়।