| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"চিরকুট"
বক্সে থাকি , কমলের আগা দিয়ে বুকে দাগ গ্রহন করি, ভাজ হয়ে পকেটে চলে থাকি , একসময় ঝুড়িতে নিক্ষিপ্ত হঈ
![]()
স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরের নির্দেশে দুই দিন আগেই প্রথমে সারাদেশে সভা সমাবেশ নিষিদ্ধ হয় একমাসের জন্য। তার সুরে সুর মিলান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
রাতেই আবার পাল্টে যায় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা। বলা হয় , অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ করা হয়েছে সভা সমাবেশ। কিন্তু কোন সরকারী বিজ্ঞপ্তি জারী না করায় শুরু হয় সমালোচনার ঝড়। অবস্থা বেগতিক দেখে স্বরাষ্ট্র মন্ত্রনালয় জারী করে বিজ্ঞপ্তি । সরকারে ভিতরে বাহিরে সুশীল সমাজ সকলের মাঝে তৈরী হয় প্রতিক্রিয়া।
১৮ দলীয় জোটের পর পর দুটি সমাবেশের অনুমতি দেয়া হয়নি নিরাপত্তার অজুহাতে। প্রেসক্লাবের সামনে সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের প্রোগ্রাম করতে দেয়নি প্রশাসন। চলছিলো অঘোষিত ১৪৪ ধারা।
কিন্তু গতকাল শিবির সভাপতিকে রিমান্ডের নামে নির্যাতনের প্রতিবাদে শিবির ঘোষনা করে বিক্ষোভ। সকাল থেকেই রাজধানীতে নেয়া হয় বাড়তি নিরাপত্তা। হরতালের মতোই পুলিশ দেয়া হয় প্রতিটি মোড়ে মোড়ে।
কিন্তু এরই মাঝে ম খা আলগমীরকে বৃদ্ধাগুলি দেখিয়ে রাজধানীতে বেশ কয়েকটি মিছিল করে শিবির । সভা সমাবেশ নিষিদ্ধ করার ২ দিনের মাথায়ই শিবির মিছিল বের করে ভঙ্গ করে অঘোষিত ১৪৪ ধারা।
বলা চলে স্বরাষ্ট্রমন্ত্রীকে বৃদ্ধাঙ্গুলি দেখালো শিবির।..................
![]()
এবার কি হবে স্বরাষ্ট্রমন্ত্রীর ????????????
২১ শে মে, ২০১৩ রাত ৯:৫২
"চিরকুট" বলেছেন: সুর করে গাইতে হবে
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৩ রাত ৮:৫৯
অচেনা আগন্তুক বলেছেন: আপনার লেখা পড়ে ভারত বাংলা যৌথ মুভি মিঠুনের একটা গাস মনে পড়ল..

খেয়ে যে লাথি ল্যাং
ভেঙ্গে ঐ গেল ঠ্যাং
দেখব তোমার কত খেল ও বাবুরে.....