| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"চিরকুট"
বক্সে থাকি , কমলের আগা দিয়ে বুকে দাগ গ্রহন করি, ভাজ হয়ে পকেটে চলে থাকি , একসময় ঝুড়িতে নিক্ষিপ্ত হঈ
![]()
আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দিপু মনি জয় করে চলছেন একের পর এক দেশ। দক্ষিন পূর্ব এশিয়ার এ বাংলা থেকে তিনি উড়ে উড়ে চলে যাচ্ছেন দেশ থেকে দেশান্তরে। তিনি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড গড়েছেন যে কোন মন্ত্রীদের ক্ষেত্রে। গর্বিত আমরা মাননীয় মন্ত্রী আপনার জন্য।
ক্ষমতার মসনদে আসীন হয়ে সম্মানসূচক এ পদে মাননীয় মন্ত্রী অলংকৃত করেন। তারপর থেকেই তিনি পূর্বের জিয়া আর বর্তমান শাহজালাল এয়ারপোর্ট থেকে উড়ে চলেছেন দেশ থেকে দেশান্তরে। পৌছে যাচ্ছেন পৃথিবীর কোনায় কোনায়। উড়াল দিয়ে চলে পাড়ি দিচ্ছেন লক্ষ লক্ষ মাইল।
রেকর্ডের খাতা খুললে মন্ত্রী মহোদয়ের ...........
((অক্টোবর ২০১২ অনুযায়ী))
মাত্র ৪৬ মাস ক্ষমতায় সরকার। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিদেশ ভ্রমণ করেন ১৪৯ বার। বিদেশে অবস্থান করেন ৪৫২ দিন। মানে ক্ষমতায় থাকার ৫ ভাগের এক ভাগ সময় কাটান বিদেশ ভ্রমণ করে।
বাংলাদেশ অনেক সম্ভাবনাময় একটা দেশ। অন্য ছোট দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তুলনা নয়। বিশ্ব পরাশক্তি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে তুলনা করবো! সবচাইতে বেশী দেশ ভ্রমণ করেন হিলারী ক্লিনটন, ১১২ বারে ১১২টি দেশ করেন। Madeleine Albright করেন ৯৬ বার।
আর আমাদের গর্ব দিপু আপা কতবার করছেন সে হিসাব এখন আরো লম্বা হবে আশা করি।
সর্বশেষ খবর হলো, মাননীয় মন্ত্রী ১৫ মিনিটের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য নিউইয়র্ক যাচ্ছেন !
বর্তমান সময়ে এ পরিসংখ্যান কত?
আশা করি মাননীয় মন্ত্রী পৃথিবীর বাকী দেশগুলোতেও সফল করে বিশ্বরেকর্ড করবেন।
মাননীয় মন্ত্রী আপনার সব দেশ ঘুরে বিশ্ব রেকর্ড ক রার আর কতদূর বাকী???????? বলবেন কি?? এ আম জনতার একজন প্রতিনিধি তা জানতে খুব আগ্রহী///////
মাননীয় মন্ত্রী আপনার হাতে নিশ্চয়ই জুলভার্নের রচনা সমগ্র আছে,,,,,,,,,, সেখানে পৃথিবীর বিভিন্ন স্থানে ছুটে যাওয়ার একটা বর্ননা রয়েছে। আপনি বাকী সময়ের মধ্যে সে চেষ্টা করতে পারেন। বইটি হাতে না থাকলে আপনার এ সাধারণ জনগনের প্রতিনিধি হিসেবে একটা ছোট্ট পরামর্শ প্রদান পূর্বক বইটি উপহার দিতে আগ্রহী.......................
১৩ ই জুন, ২০১৩ রাত ১:৪৫
"চিরকুট" বলেছেন: ভ্রমনমন্ত্রী............. চমৎকার পদায়ন।
২|
১৩ ই জুন, ২০১৩ রাত ১:৩৭
মতিউর রহমান মিঠু বলেছেন: জনগনের ঘামের টাকায় পৃথিবীর সব দেশ ভ্রমণ নিশ্চই খুব মজার!! সমস্যা কি? একটা রেকর্ডতো হলো তাইনা??
আরেকটা ভালো দিক আছে, এই ভ্রমণ নিয়ে তিনি নিশ্চই একটা বই প্রকাশ করবেন "আমার বিশ্ব ভ্রমণ" বা অন্য নামে, যা পড়ে আমরা অনেক জ্ঞান অর্জন করবো।
১৩ ই জুন, ২০১৩ রাত ১:৪৬
"চিরকুট" বলেছেন: সবই ভালো দিক। অন্তত একটি রেকর্ডের অপেক্ষায়
৩|
১৩ ই জুন, ২০১৩ রাত ১:৪০
নীলতিমি বলেছেন: ইতরশ্রেণীর প্রাণী মন্ত্রীত্ব পেলে যা হয় !
১৩ ই জুন, ২০১৩ রাত ১:৪৭
"চিরকুট" বলেছেন: শত হলেও আমাদের মাননীয় মন্ত্রী
৪|
১৩ ই জুন, ২০১৩ রাত ৩:০২
তৌফিক মাসুদ বলেছেন: আসলে ডাক্তার দিয়ে এমন কাজ করানো ঠিক হয়নাই। আমরা আর এই ধরনের অবস্থা চাইনা, আমরা যোগ্য কাউকে চাই।
মাননীয় মন্ত্রী দীপুমনীর সাফল্য কামনা করছি।
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৯
"চিরকুট" বলেছেন: আমরা মাননীয় মন্ত্রী অতিদ্রুত বিশ্বরেকর্ড চাচ্ছি
৫|
১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:১৬
ঢাকাবাসী বলেছেন: নীলতিমি বলেছেন ইতরশ্রেণীর প্রাণী মন্ত্রীত্ব পেলে যা হয় !
সহমত। আর ভ্রমনে তিনি বিশ্বরেকর্ড মনে হয় করেই ফেলেছেন। এখন করছেন অভঙ্গেয় (শব্দটা বানালুম মানে ভাংবেনা) রেকর্ড! জনগনের টাকায় হাজারো আহত রানা প্লাজার শ্রমিকদের চিকিৎসা জোটেনা মন্ত্রীদের ভোগ বিলাসের জন্য কোটি কোটি টাকা ঠিকই আসে!
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩০
"চিরকুট" বলেছেন: সর্বশেষ খতিয়ানটা জানার খুব ইচ্ছা
৬|
১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:০০
স্বপ্ন বাংলা বলেছেন: ওনার এখনো বিশ্ব রেকর্ড হয় নাই !!! এই মা..কে যদি কেউ বা...দিতে পারত !! জনগনের টাকা'ত, নিজের টাকা হলে টের পেত। এই মা..গন ধ..করা উচিত । এইটারে দেখলেই মেজাজ চরম খারাপ হয়ে যায় ।
১৪ ই জুন, ২০১৩ রাত ১:৫০
"চিরকুট" বলেছেন: ভাই সাব ইনু ভাই কিন্তু ফিল্টার লাগাইছে। ১৪ বছর মনে আছে তো?
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৩ রাত ১:২৬
নিকষ বলেছেন: ভ্রমনমন্ত্রী থুক্কু পররাষ্ট্রমন্ত্রীকে অগ্রিম শুভেচ্ছা।