নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শহুরে কাউয়া

আমি মনে হয় ভালই তারছিড়া।

শহুরে কাউয়া › বিস্তারিত পোস্টঃ

ইলা মিত্র আর প্রীতিলতার বোনেরা

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

প্রতিদিন শুধু ধর্ষনের খবর

পুরুষ নামের পশুগুলোর যেন খিধে মেটেনা। ৪ থেকে ৪০ কিম্বা ৮০, কোন বাছবিচার নেই। মেয়ে হলেই হয়। যুগে যুগে এদের খিধে মেটাতেই গড়ে উঠেছে শত শত পতিতালয়। নারী হয়েছে রক্ষিতা অথবা ২য়, ৩য়, ৪র্থ পত্নি। তবু এদের কারো কারো পেট ভরে না। নাকি বলব ***ভরেনা। নারী চাই। নারী। শরীর চাই শরীর। যেসব মেয়ে এদের প্রলোভনে বা ইচ্ছা করে সমর্থন দেয়। ধিক তাদের।

যারা ভয় পায় বা আতঙ্গকে দিন কাটাচ্ছে তাদের বলি। ভয় পেওনা। তুমি ইলা মিত্র প্রীতিলতার উত্রসরি। তুমি ভয় পাও কেন??

ব্যাগে রাখো ছুড়ি, মরিচের গুড়া, মলম। আক্রান্ত হলে আক্রমন কর। হিল পড়া থাকলে খুলে ফেল যাতে পালাতে পার। বরং হিল পড়া ছেড়ে দাও।আর যদি পরই তবে ওই হিলেই ফুটো করে দাও ওদের ***। ভয় পাও কেন?

তুমি মা তুমি বোন তুমি কন্যা তুমি প্রেমিকা। । ।

তুমি যোদ্ধাও।

তুমি বারাঙ্গনা হলে তুমি বীরাঙ্গনাও

ভয় পেওনা।

রাস্তার নেড়ি কুকুরকে ভয় পাবার কিছু নেই।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:০৭

হিমেল রেজা বলেছেন: সহজ ভাষায় অল্প কথায় চমৎকার প্রতিবাদ ভালো লাগলো।
তবে একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার না, সেটা হচ্ছে- সব পুরুষদের যদি এক পাল্লায় মাপেন, তবে সেখানে কিন্তু আপনার ভাইটিও কিম্বা আপনার ছোট্টো ছেলেটি এসে পড়ে। যদি আপনার কোনো ভাই না থাকে কিম্বা ছেলেও না থাকে অন্ততঃ আপনার বাবার সম্বন্ধে নিশ্চয় কোন খারাপ ধারণা পোষণ করেন না।
আমি জানি আপনি তা করেন না।
তবে কেন কিছু ব্যতিক্রমকে ধ্রুব ধরে নিয়ে সমাজের সকল পুরুষকে কুকুরের কাতারে দাড় করাচ্ছেন?

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:০৫

শহুরে কাউয়া বলেছেন: ভুল হচ্ছে ভাইয়া
আমি শুধু কুকুরের মত পুরুষগুলোর কথাই বলেছি
কোন মানুষের কথা বলিনি

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:০৯

আহলান বলেছেন: যদি একা একা কেউ ধর্ষনের শিকার হয়, অর্থাত ধর্ষক একা, তবে মহিলার উচিৎ উচিৎ সুযোগ বুঝে পুরুষ নামক শুয়োরটার অন্ডকোষ চেপে ধরা ....ব্যাস ....শুয়োরের দফা রফা সারা .... আর যদি গ্যাং রেপড হয়, তবে অবশ্য কিছুই করার থাকবে না .....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.