নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শহুরে কাউয়া

আমি মনে হয় ভালই তারছিড়া।

শহুরে কাউয়া › বিস্তারিত পোস্টঃ

প্রেমিক চাই

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

প্রেমিক চাই :P



একজন ভাল প্রেমিক চাই।

বয়স হতে হবে ১৮ থেকে ২২ এর ভেতর

সুদর্শন হতে হবে, ভাল সেন্স অফ হিউমার থাকতে হবে।

গান, নাটক জানা এক্সট্রা যোগ্যতা বলে বিবেচিত হবে

কোন ডেটিং খরচ লাগবে না

প্রেমিকা নিজ খরচে ডেটিং করবে

কোন গিফট দেয়া লাগবে না

প্রেমিকা ভাল লাগলে নিজেই গিফট দেবে

প্রেমিকা স্মার্ট,আহামরি সুন্দরী না। তবে আকর্ষনীয় । ভাল চাকুরে। উচ্চ মধ্যবিত্ত।

কোন কমিট্মেন্ট নাই

কোন বিবাহের ব্যাপার নাই





আছেন কোন বালক? :D:D:D:D:D:D:D

মন্তব্য ৩৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

আমাজোন বলেছেন: !

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

শহুরে কাউয়া বলেছেন: ?

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার কোন আপত্তি নাই আমি সিঙ্গেলই আছি। বাট কিন্তু পছন্দ আসতে হবে। ছবি না দিলে কেমনে কি? আপনার প্রপিক কিন্তু হতাশাজনক :P :P :P :P

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

শহুরে কাউয়া বলেছেন: চেহারা ভাল
সত্য কইতাসি

মেয়েদের সেন্স অফ হিউমার ভাল হয়না
এদিকে এটাও ভাল
আপনের চেহারা মাশাল্লা
:-D

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

আমাজোন বলেছেন: ami একজন ভাল প্রেমিক
বয়স ১৮ থেকে ২২ এর basi
ami সুদর্শন amar ভাল সেন্স অফ হিউমার asay
গান, নাটক jani na
ডেটিং খরচ ditay somossa nai
ami স্মার্ট, আহামরি সুন্দর না। তবে আকর্ষনীয় । government চাকুরে। উচ্চ মধ্যবিত্ত।

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

শহুরে কাউয়া বলেছেন: মাশাল্লা

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

বলেই ফেলি বলেছেন: MBA (Married but available)

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

শহুরে কাউয়া বলেছেন: আমি সত্যিকারের এম বি এ
ঢাকা বিশ্ববিদ্যালয়

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

রীতিমত লিয়া বলেছেন: দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার কোন আপত্তি নাই আমি সিঙ্গেলই আছি। বাট কিন্তু পছন্দ আসতে হবে। ছবি না দিলে কেমনে কি? আপনার প্রপিক কিন্তু হতাশাজনক :P :P :P :P


লেখক বলেছেন: চেহারা ভাল
সত্য কইতাসি

মেয়েদের সেন্স অফ হিউমার ভাল হয়না
এদিকে এটাও ভাল
আপনের চেহারা মাশাল্লা
:-D



তাহলে তো হয়েই গেল। পোস্টটা আর না থাকলেও চলবে :P :P

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

শহুরে কাউয়া বলেছেন: হে হে হে

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

দি সুফি বলেছেন: বলেই ফেলি বলেছেন: MBA (Married but available) =p~ =p~ =p~

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

শহুরে কাউয়া বলেছেন: কিতা? হাসুইন কেরে?

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

অচিন.... বলেছেন: line a darailam.

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

শহুরে কাউয়া বলেছেন: চেহারা তো দেহা যায়না
পাছা দেহা যায়

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

ভরযুক্ত অপদার্থ বলেছেন: ami o line a darailam.

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

শহুরে কাউয়া বলেছেন: বাহ
ভাল সারা মিলতাছে

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

বিকেল বলেছেন: হালার পাবলিক ...

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

শহুরে কাউয়া বলেছেন: কেডা?

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

obyadur বলেছেন: ami razi....but how to start...?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

শহুরে কাউয়া বলেছেন: হেইয়া তো মুই জানি না

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

৮ই ফাল্গুন বলেছেন: ami o line a darailam. :D :) B-) ;) :#> :P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

শহুরে কাউয়া বলেছেন: :-)

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

শীলা শিপা বলেছেন: প্রেমিক পেয়ে সাথে সাথে খুশখবর দিয়ে একটা পোষ্ট দিয়েন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

শহুরে কাউয়া বলেছেন: পাইনাই শিলাপা :-(

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

হাসান রেজভী বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ :-P :-P :-P


প্রেমিকা স্মার্ট,আহামরি সুন্দরী না। তবে আকর্ষনীয় । ভাল চাকুরে। উচ্চ মধ্যবিত্ত।


মেয়ের বয়স তো ২২ এর বেশি মনে লয় ....... কচি পোলা খোঁজেন কিল্লায়???????????

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

শহুরে কাউয়া বলেছেন: পোলারা কচি মাইয়া খুঁজতে পারলে আমরা কি দুস করলাম? :-পি

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

দ্বীনু বলেছেন: আপনি বলছেন “আমি সত্যিকারের এম বি এ
ঢাকা বিশ্ববিদ্যালয়”

তাহলে ১৮-২২ বছরের ছেলে কেন খুজতেছেন তা আমার মাথায় ধরে না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

শহুরে কাউয়া বলেছেন: পোলারা কচি মাইয়া খুঁজতে পারলে আমরা কি দুস করলাম? :-পি

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

ফেনম বলেছেন: মজা পেলাম

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

শহুরে কাউয়া বলেছেন: আপনার মজা দেখে আমিও মজা পেলাম

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৬

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন: একটু বেশিই অবাক হলাম যে, ব​য়স হতে হবে আঠারো থেকে বাইশ!!! আপনি মাস্টার্স করা, এর মানে আপনার বয়স তো ২৫ এর কম না। তাহলে আপনার তো প্রেমিক না, কোলের শিশু দরকার। :P

তা যাই হোক, এবার কাজের কথায় আসি। আপনি একজন ভাল প্রেমিক চান, এক্ষেত্রে আমি ভাল প্রেমিক কিনা বলতে পারবো না। কারণ, জীবনে কোনদিন প্রেম করি নি (আমার ব্লগে একটা পোস্টে হিস্ট্রি দেওয়া আছে), তবে মানুষ হিসেবে খারাপ না, এতটুকু গ্যারান্টি দিতে পারি। :)

#সুদর্শন বলতে যা বোঝায়, সেই অর্থে ইমামি ফেয়ার এন্ড হ্যান্ডস্যাম ফটোজেনিক নই। তবে ভোটার আইডি কার্ডের মত চেহারা না, এতটুকু নিশ্চিত করতে পারি।

#সেন্স অব হিউমার যথেষ্ট আছে, তবে কোন বিষয় নিয়ে অধিকতর কচলিয়ে অসহ্যের সেটা পর্যায়ে না নিয়ে গেলেই চলে।

#গান গাইতে জানি না, তবে লিখতে জানি। লিখেছিও বেশ অনেকগুলো।

#নাটকে অভিনয়ের কোন সুযোগ হয় নি, তবে নাটকের স্ক্রীপ্ট লিখি। এখনও একটা লিখছি। প্রোফেশনাল না হলেও শখটাকে প্রাধান্য দিয়েই লিখা হয়।

#ডেটিং বা গিফটের খরচের ব্যাপারে আমারও কোন মাথাব্যাথা নেই। আমার যতটুকু সাধ্য আছে, ততটুকু দিয়ে উজাড় করা ভালবাসায় বিশ্বাসী আমি।

#আহামরি সুন্দরী দিয়ে তো আর ঘরে সাজিয়ে রাখবো না। তাই ঐ ব্যাপারে চিন্তাও করি না। তবে অবশ্যই প্রেজেন্টেবল হতে হবে। অন্তত যাতে পরিবার বা বন্ধুমহলে পরিচয় করিয়ে দেয়া যায়, এতটুকু হলেই চলবে।

আর সবশেষে কমিটমেন্ট!!! সেটা তো নির্ভর করে সম্পর্কের গভীরতার উপরে। দুজন মানুষ তাদের দুজনের সম্পর্ককে কতটা শ্রদ্ধা করে, কমিটমেন্টটা সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করে।

এবার আপনি আগ্রহী হলে একটা মেইল দিয়েন, আমার প্রোফাইলে লেখক পরিচিতিতে মেইল অ্যাড্রেস পাবেন। ব্লগে কিভাবে ছবি আপলোড দিতে হয় তা জানা নেই, তাই আমার কোন পোস্টে আজও কোন ছবি দিতে পারি নি। তবে সরাসরি দেখা হতেই পারে। বিজনেস ফ্যাকাল্টির সামনে মাঝে মাঝেই বন্ধুদের নিয়ে পরে থাকি। টাইমিং মিলে গেলে দেখা হয়েও যেতে পারে। :)

আর প্রথমে অনেকগুলো কথা লিখে আবার মুছে দিলাম। সে কথাগুলো তুলে রাখলাম আপনার দেখা পাওয়ার জন্য। শুভকামনা। :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

শহুরে কাউয়া বলেছেন: এতো খেপসেন কেন ভাই??
যান আপনার লগে খেলুম না
:-(

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২০

shfikul বলেছেন: পেয়েছেন?না মানে আমার ছোট ভাইটার জন্য বলছিলাম।ছন্নছাড়া টাইপ।নদীর তিরে লালন খোঁজে।লালন নাকি সব জায়গায় থাকে!আমি বললাম এতই যখন লালন লালন করিস কুস্টিয়া গেলেই তো পারিস।এই জগন্নাথ সাহ রোডে তুই লালনকে পাবিনা।ভাইটাকে নিয়ে বড় বিপদে আছি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

শহুরে কাউয়া বলেছেন: যেখানে সাইর বারামখানা
যেখানে সাইর বারামখানা
.।.।.।.।.।.।.।.।.।.।আহা
পাডাইয়া দেন :-)

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

শাহরিয়ার রোমান বলেছেন: আমি late comer,,,,,,,, খেলা তো মনে হয় এতক্ষনে শেষ :(( :(( :(( :(( :(( :(( :((

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

শহুরে কাউয়া বলেছেন: না না
বেটার লেট দ্যান নেভার

১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

রবিউল ফকির বলেছেন: আবে আমিতো এমন একজনরেই খুজবার লাগছি। আমার কোন সমস্সা নাইকা। খালি আপমন আমাকর একবার খালি ডাইকা দেহেন কেমতে পঙ্খির মতো উড়াল মাইরা চইলা আহি। হাচা কইতাছি। আমার মতো সুন্দর চেহারার একমন কোন প্রেমিক আপনার এই পোষ্টের মন্তব্যে কিছুই লেহেনাইক্কা। সত্যি কথা কইতেকি আমিও এমন খোশ দিলের একখান মানুষ খুজবার লাগছি মাগার পাইতাছি না। যদি মনে লয় তাইলে আমারে একখান নিউজ দিয়েন। আমি কিন্তু সবসময়ের লাইগা প্রস্তুত আছি।
E-mail: [email protected], Cell: 01977125300, skype: robiulfakir
By.........., Tata............................................................

২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

হাসান রেজভী বলেছেন: আমি মেলা কচি :P :P ......


কখন কই আইতাম ??????? /:)


২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

আমাজোন বলেছেন: আশায় আশায় দিন কেটে যায়...........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.