![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন উচাটন। পরে আছে শাহবাগে থাকা ভাই-বোনদের কাছে। কিন্তু পেটের দায়ে, সংসারের চাপে, ক্লাস ইত্যাদি নানা কাজে আপনি আটকে আছেন কোথাও। যেতে পারছেন না শাহবাগে। অথবা গেলেও অল্প সময়ের জন্য যাচ্ছেন। তাদের জন্য আমার এই পোস্ট। কারন আমিও তাদের একজন।
আপনিও পারেন ওদের সহযোদ্ধা হতে। কিন্তু কিভাবে?
১) সাইবার যুদ্ধ। ওদের পেজ ব্লক করুন। ওদের অনলাইন এয়াক্টিভিটির প্রতিবাদ করুন।
২) শাহবাগের ওদের খাবার ও পানির জন্য সাহায্য করতে পারেন সামান্য কিছু টাকা দিয়ে হলেও।
৩) ওদের নিয়ে কেউ কোথাও কুৎসা রটালে সাথে সাথে প্রতিবাদ করুন
৪) সামাজিক ভাবে রাজাকারের পক্ষ নেয়াদের প্রতিহত করুন। বয়কইট করুন।
৫) জামাত- শিবির নিয়ন্ত্রিত কোন সংস্থার সাথে লেনদেন বা কাজে যাবেন না (যেমন আমি অনেক রিকোয়েস্ট করা স্বত্বএও ইসলামী ব্যাঙ্কে একাউন্ট করিনি)
৬) নিজেকে সব কিছুর উর্ধে রাখুন। রাজনীতি নয়। আগে ভাবুন আপনি বাংলাদেশী। এই দেশ আপনার। কোন রাজাকারের না।
জয় বাংলা
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
শহুরে কাউয়া বলেছেন: আমাকে একজন অনেক অনুরোধ করেছে
এমনকী নিজেই টাকা দিয়ে দিতে চেয়েছে
আমি তবু রাজি হইনি
আপনাকেও ধন্যবাদ
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
অজানাবন্ধু বলেছেন: জয় বাংলা
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
শহুরে কাউয়া বলেছেন: জয় বাংলা
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
ভরযুক্ত অপদার্থ বলেছেন: পক্ষ নিলে রক্ষা নাই .......
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯
শহুরে কাউয়া বলেছেন: রাজাকারের ফাঁসী চাই
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: স হ ম ত
আমিও অনেক টোপ পেয়েও ইসলামী ব্যাংকে একাউন্ট খুলিনি।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
শহুরে কাউয়া বলেছেন: আমাকে একজন অনেক অনুরোধ করেছে
এমনকী নিজেই টাকা দিয়ে দিতে চেয়েছে
আমি তবু রাজি হইনি
আপনাকেও ধন্যবাদ
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯
বিচছু বলেছেন: কিছুদিন আগে আমি ইসলামি ব্যান্ক একাউন্ট খুলতে চেয়েছিলাম কিন্ত এখন ঐ রাজাকারের ব্যান্কে একাউন্ট খুলব না
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
শহুরে কাউয়া বলেছেন: আপনি অনেক বুদ্ধিমানের কাজ করেছেন
ইসলামী ব্যাঙ্কিং করতে চাইলে শাহজালাল ইসলামী , সোশাল ইসলামী, এক্সিম ব্যাঙ্ক এ যেতে পারেন
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
কক্ষচ্যুত বলেছেন: say No to all the activities of Jamat Shibir
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
শহুরে কাউয়া বলেছেন: নো
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
তাওহীদ বলেছেন:
বনফুল মিষ্টি বা বনফুল ফুড...
ফার ইস্ট ইন্সুরেন্স
রেটিনা কোচিং
ইবনে সিনা ঔষধ কম্পানি এবং ল্যাব ও হাসপাতাল
আরও আছে আর্থিক ও অন্যান্য মিলে প্রায় ৫০০ !!!!!
বছরে ওদের নীট মুনাফা ২০০০ হাজার কোটি টাকারও বেশি!!!
জানা অজানায় আমরাই জোগান দিচ্ছি......
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
শহুরে কাউয়া বলেছেন: ইবনে সিনায় যেসব বড় বড় ডাক্তার রা বসেন তাদের প্রতি অনুরোধ ওখানে চেম্বার রাখবেন না ।
বনফুলের মিস্টি খেতে হবে এমন কোন কথা নেই
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
স্পাইসিস্পাই001 বলেছেন: রাজাকারের ফাসি চাই
জয় বাংলা!!!!
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
হারানো ওয়াছিম বলেছেন: আমি ইসলামি ব্যংকের একাউন্ট বন্ধ করে দিয়েছি। আপনাদের যদি থেকে থাকে তবে বন্ধ করে দিন।