![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আষাড় ধারা বলেই কি ? নাকি আমার মন উদাস হয়ে আছে ভাঙ্গনের শব্দ শুনে। কেন জানি আজ কাজে মন বসছে না। সকাল থেকে সারাটাদিন কাজ করলাম। এখন লাঞ্চ করে আবার কাজ করব। সামান্য ব্রেক। তবু মনে হচ্ছে কোথাও যেন ফাক থেকে যাচ্ছে। কাজ করছে মস্তিস্কের একটি পার্ট, আরেকটি অংশ পরে আছে অন্য কোথাও।
আমার কাছের কারও কাছে নয়। ভালবাসার কারও কাছে নয়। বন্ধুর কাছে নয়। পরিবারের কাছে নয়। কোথাও নয়।
তবে কই? না জানা কোন অজানায় পরে আছে মন।
হায়রে তারে কি তুমি চিনিবেনা কভু, হে অবুঝ মন।
[img|http://cms.somewhereinblog.net/ciu/image/132697/small/?token_id=1585e64b6c054741235b91b017f03834
©somewhere in net ltd.