নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শহুরে কাউয়া

আমি মনে হয় ভালই তারছিড়া।

শহুরে কাউয়া › বিস্তারিত পোস্টঃ

বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল :D:D:D:D

০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৬

বন্ধুত্বের উপর কোন সম্পর্ক নাই। কোন দাবী দাওয়া নাই। থাকলে থাক না থাকলে মুড়ি খা। ফোন করলে ধরলে ধরলাম না ধরে পড়ে করলে ধুমাইয়া গালি খাইলাম। দেরী কইরা আইলে কিছু কওনের আগেই ফাপর। হেন তেন এই সেই। ;);););)

বন্ধু হল সে যে আপনাকে পেইন দিবে না, কাদলে কাধ এগিয়ে দেবে, টিস্যু পেপার দিবে কিন্তু কেন কাদছি জানতে চাইবে না। বন্ধু হল সেই যে এক কাপ চা শেয়ার করে খাবে, সিগারেট ফেলে দেয়ার লাস্ট মোমেন্টে একটা টান দিতে চাইবে। পকেটে টাকা না থাকলে বলবেঃ ভাড়া দে। বাসায় যাই। তোগো লগে থাকতে ভাল লাগতেসে না। অথবা আপনার প্রিয় মো্টর সাইকেল বা গাড়িটাকে দুনিয়ার গালি দিয়ে লিফট চাইবে। :((:((:((:((

আমি আমার বন্ধুদের ভালবাসি। সারাজীবন ভালবাসব। যতই মানুষ বলুক আমি বহির্মুখি। পরিবারের চেয়ে বন্ধুদের গুরত্ব বেশী দেই। আমি অযথাই ওদের পেছনে সময় দেই। তারপরেও বলব বন্ধুরাই আমার সব। অন্তত ওরা আমাকে বলে নাঃ "তোমাকে দৌড়াতে হবে। জিততে হবেই" :((:((:((:((

ওরা বলেঃ "চল দোস্ত ট্যুরে যাই। নাইলে আয় চা-বিড়ি খাই "......... :P:P:P:P

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :)

০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৪

শহুরে কাউয়া বলেছেন: হি হি হি

২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৩

পথহারা সৈকত বলেছেন: ওরা বলেঃ "চল দোস্ত ট্যুরে যাই। নাইলে আয় চা-বিড়ি খাই "......... :P:P:P:P

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৮

শহুরে কাউয়া বলেছেন: ল যাইগা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.