নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শহুরে কাউয়া

আমি মনে হয় ভালই তারছিড়া।

শহুরে কাউয়া › বিস্তারিত পোস্টঃ

ঈদের পরের দিন

১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫২

আজ ঈদের পরের দিন। যথারীতি মাকে নিয়ে মেঝো খালামনির বাসায় এলাম। পার্থক্য টের পাচ্ছি অনেক।

আমি অনেক বড় হয়ে গেছি।

আমাকে সবাই সিনিয়র শ্রেনীতে ধরছে।

আমি নিজের গাড়ি নিয়ে এসেছি।

আমার কথার ঝাল সবাই মেনে নিচ্ছে।

আমাকে এখন পরিবারের লোক ও ভয় পায়।





হা হা প গে ;)



মজা পাইতাসি।



কিন্তু একটাই জিনিস চেঞ্জ হয় নাই। যাওয়ার আগে খালু খালামনিকে সালাম করে সালামি পাব। খুব হাসি পাবে। কিন্তু খালামনি বলবে: তোরা আমাদের কাছে বড় হবিনা কখনো।

:D

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৮

ফুরব বলেছেন: হা হা প গে ;)

১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৫

শহুরে কাউয়া বলেছেন: আমিও হাসতেই আছি হাসতেই আছি

২| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৮

রোহান খান বলেছেন: মিয়া ভাই সালামি পাইলে আমাগো সেইটার ফডু তুলি দিয়েন। দেখমু।

১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৬

শহুরে কাউয়া বলেছেন: পাইছি ২৫০০ পিলাচ ১০০০ পিলাচ ৫০০ কত হইলো?
দিছি কত কুন হিসাব নাই.
বান্ডেল বান্ডেল ১০০ টাকার নোট উজাড় কইরা দিসি

৩| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৬

রোহান খান বলেছেন: বুজতাছি না কোনটাতে ভাগ বসাব...! B:-/

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৮

শহুরে কাউয়া বলেছেন: ওই সামলাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.