![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আজকে কমু আমি সকালে কি সব এড দেখি অফিসে আসার আগে।
আমি নাস্তা খায়া টিভি অন কইরা নিউজ দেখি আর রেডি হই।
এর মইধ্যে মইধ্যে জটিলস কিছু এড দেখি (ওর মায়রে বাপ!)
১) (গান) বুদ্ধি কইরা স্মার্ট লুঙ্গি আমি সখী পইরা / তোমার বাড়ির সামনে আইসা নিলাম মনটা কাইড়া। - স্মার্ট লুঙ্গি কেনার আগে মালিকের ছবি দেখে কিনুন।
২) (গান) কোন কারিগর বানাইয়াছে তোমারে কি দিয়া? / চোখের পলক পরে না যে / কি করি গো প্রিয়া?
আরে লাজ শরমের নাইরে বালাই / একটু ধোইর্য ধর / শুনতে চাইলে শুন প্রিয় / এখন আমায় ছাড়
শুনব না আর কোন কথা / মন যে মানে না
পরেছি শাপলা থ্রিপিস / পরেছি শাপলা থ্রিপিস
৩) (গান) এতদিন পর আজ কেন ফিরা ফিরা চাও / তোমার পিছু ঘুরলাম শুধু / দিলা না মন যাও
আজ কেন যে তোমায় লাগে এত রুপসী? / কি সাজে সেজেছ তুমি বল / একটু শুনি
বোকা ছেলে বোঝে না কিছু / বাজায় শুধু শিষ
মিতালী থ্রিপিস পরেছি / মিতালি থ্রিপিস
৪) - আপনি কি এই দোকানের?
- জ্বি স্যার
- আমি একটি স্কিন কেয়ার চাচ্ছিলাম । হবে?
- স্যার এই নিন সরিষার তেল
- আমি কেন সরিষার তেল নিব?
- কেন স্যার?
- আমি সরিষার তেল ব্যাবহার করিনা
মালিকের আগমন - এই দোকানে যত স্কিন কেয়ার আছে। সবচেয়ে সস্তা
- আর কি সুবিধা?
- ট্রেড মার্ক আছে। কোন ভেজাল নাই। পুরাই প্রাৃতিক
- আর কি সুবিধা?
- আমি ব্যাবহার করি। আমার বাবা ব্যাবহার করতেন। বাবার বাবার বাবার বাবার বাবার ...
- থামুন। আর কি সুবিধা?
- তারা ব্যাবহার করতেন এবং স্বাস্থ্যবান ছিলেন
- ওয়াও (হে হে হে)
- শীতের এই শুষ্ক দিনে ত্বকের যত্নে চাই
(সবাই মিলে) - সুরেশ খাঁটি সরিষার তেল।।
৫) (গান) আমি রঙের ভুবনে হারিয়ে গেছি / প্রেমের প্রথম দিন খুঁজে পেয়েছি / তুমি থাকবে সাথে আমার / প্রিয় সাথি / ওয়াল্টন এলসিডি এলইডি টিভি /
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
শহুরে কাউয়া বলেছেন:
২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২১
করিম কাকা বলেছেন: অসাধারণ
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
শহুরে কাউয়া বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০১
সুমন কর বলেছেন: মজা.......