![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই এত্তবড় পৃথিবীতে। এত মানুসের ভীড়ে। আমার এত্ত এত্ত বন্ধু-বান্ধব-স্বজন। ফোন ভরা নাম্বারে।
আমার একটা মানুষ নাই যার সাথে শেয়ার করা যায়।
একটু বুঝবে আমারে, আমার কথা একটু শুনবে?
একটা মানুষ নাই যার নিজের কথা বলার জন্য ব্যাকুল হবে না।
নিজের প্রবলেম সল্ভ করার জন্য আমার কাছে আসবে না।
একটা মানুষ???
আমি কি এতই খারাপ??? :-& :-& :-& :-&
২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২১
শহুরে কাউয়া বলেছেন: শেষেরটা ঠিক আছে। বাকিগুলো ঠিক না।
২| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৩
ডার্ক ম্যান বলেছেন: তুমিও খারাপ, আমিও খারাপ
তাই চলো দুজন মিলে শুরু করি
নতুন দিনের আলাপ!
৩| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
রোহান খান বলেছেন: আপনি কি খুজলেই পাবেন? না... পাবেন না। কারন আপনার মত কেউ নেই। আবার কেউ যে আসবে তার জন্য আপনি বসে থাকবেন তাও আমি বলবো না। এসব ভেবে কোন লাভ নেই। বরং ভাবলে নিজেই কোন দিন গলায় দড়ি দিবেন। তার চেয়ে বর্তমানে যা কিছু আছে সেটা যদি ১ তোলা রুপা সমতুল্যও হয়ে থাকে সেটাকেই নিজের আপন দুনিয়া ভেবে জীবনটাকে পার করে দিন। কমসে কম অন্যের কাছে ছোট হবেন না। একটা কথা বলি, এই দুনিয়াটায় কেউ কারউ নয়, সব কিছু মিথ্যে সাজানো।
০৫ ই মে, ২০১৪ দুপুর ১:২৬
শহুরে কাউয়া বলেছেন: কষ্ট
৪| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১:৩৪
ঠোটকাটা মানুষ বলেছেন: আপনি আমারে কন ! আমি শুনেই যাব ।
০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
শহুরে কাউয়া বলেছেন: দেখি নাই এতদিন মাত্র দেখলাম
৫| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১:৩৬
ঠোটকাটা মানুষ বলেছেন: আমি কি অমানুষ ???
৬| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১:৫০
ঠোটকাটা মানুষ বলেছেন: সাহস নাই, আবার বন্ধু খোজেন ।
০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
শহুরে কাউয়া বলেছেন: সাহস থাকবে না কেন?
৭| ১০ ই মে, ২০১৪ রাত ১০:২৯
ঠোটকাটা মানুষ বলেছেন: আপনি একটা বেডা, পুরুষ, মাইয়া সাজেন কেন ?
১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:২৩
শহুরে কাউয়া বলেছেন: আমি বেডা?
৮| ১৭ ই মে, ২০১৪ সকাল ১১:৫২
*অর্জুন* বলেছেন: আপনাকে প্রবলেমটুকু মেইল করতে বলেছিলাম। আপনি আমার লেখাতে কমেন্ট করে আর দেখলেন না।
১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৬
শহুরে কাউয়া বলেছেন: আমি নিয়মিত ব্লগে থাকতে পারি না। সরি ভাইয়া।
৯| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:২০
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: লল!
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০০
ধুমধাম বলেছেন: আমার ধারণা আপনি ফাইজলামি করছেন..........
আমার আরো ধারণা আপনি অন্য প্রোফাইল পিক ব্যবহার করছেন.............
আমার আরেকটি ধারণা আপনি অসুস্হ............