|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বুঝলাম না সাঈদী মামুর চেহারা কেনো চাঁদে দেখা গেলো। চাঁদের শরীর তো কলঙ্কে ভরা। তার মতো মহান মানুষের চেহারা দেখা যাওয়া উচিত সূর্যে। সূর্যে দেখা গেলে দেশের কোটি জনগন দিনদুপুরেই হজুরেই পাক মুখখানা্ দেখতে পেতেন। আর জিহাদও ভালো জমতো। নাহ হতাশ হইলাম। জায়গা সিলেকশনে বিশাল ভুল হইছে। অবশ্য ঘনিষ্ট সূত্র জানিয়েছে নিজের চেহারা দেখার জন্য বিলবোর্ডের জায়গা হিসেবে চাঁদকে বেছে নেয়াটা হুজুরের নিজের সিদ্ধান্ত। কারন হুজুর নাকি ছোটবেলা থেকেই সব কাজকর্ম চাঁদের আলোতেই সারতে পছন্দ করেন। দিনে দুপুরে কাম সারলে কখন কোন বেয়াদব নাস্তিক তার নূরানী কাজকর্ম দেইখা ফালায়। তাই ইস্ট অর ওয়েস্ট চাঁন্দের আলো ইজ দ্যা বেস্ট।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.