|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বৃষ্টির নাকি কোন সম্ভাবনাই নেই আগামী দুই দিন!
এক ফোঁটা জলও নাকি ঝরাবে না আকাশ?
ঠিক আছে আগামী দুদিন না হয় বৃষ্টি নাই বা হলো
এরপর কিন্তু ঝুম বৃষ্টি চাই
সেই বৃষ্টির জলে ধুয়ে যাবে নগরী
হেসে উঠবে বিবর্ণ পাতা
কাকভেজা হয়ে ঘরে ফিরবে স্কুল ফেরত ছেলেটা।
ঠিকঠিক এমন একটা প্রশান্তির বৃষ্টি চাই
তা না হলে কিন্তু...
 ১ টি
    	১ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০১৪  রাত ১১:১০
২০ শে এপ্রিল, ২০১৪  রাত ১১:১০
এহসান সাবির বলেছেন: সেই বৃষ্টির জলে ধুয়ে যাবে নগরী
হেসে উঠবে বিবর্ণ পাতা
কাকভেজা হয়ে ঘরে ফিরবে স্কুল ফেরত ছেলেটা।
সাথে আমিও....