নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিপন ইমরান

রিপন ইমরান › বিস্তারিত পোস্টঃ

ফ্লাইং ডাচম্যান

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৫

ক্লাস সেভেন...সবেমাত্র স্কুল পালাতে শিখেছি...বখে যাওয়ার সবগুলো বিষয়ই ভর করেছে ঘাড়ে...ততোদিন সিগারেট ফুঁকতেও শিখে গেছি...গুনধর বন্ধুরা মিলে প্রথম পিরিয়ডের পরেই ক্লাস থেকে হাওয়া হয়ে যাই...স্কুলের সঙ্গেই সংসদ ভবন...আড্ডাবাজির স্বর্গদ্যান...তবে জুনিয়র হওয়াতে সিগারেট খেতে হয় লুকিয়ে চুরিয়ে...সে সময়টায় সিগারেট ফোঁকা নিয়ে সিনিয়রদের ব্যাপক বাড়াবাড়ি ছিলো...সিনিয়র-জুনিয়রে কতো যে মারামারি হয়েছে এই সিগারেট খাওয়া নিয়ে তার হিসেব নেই...তাই শুধু আড়াল আবডাল খুঁজি...

প্রতিদিনের মতো সেদিনও স্কুল পালিয়েছি...এই রকম কাঠফাটা রোদ্দুর দিন...তবে দিনটি আমাদের জন্য ব্যাপক উত্তেজনার...এক বন্ধু বিখ্যাত ফ্লাইং ডাচম্যান মিকচার নিয়ে এসেছে...নিজেরাই সিগারেট বানিয়ে খাবো..তাই যুতসই একটা জায়গা দরকার... মানিক মিয়া পেরিয়ে সংসদের মাঠ হয়ে এমপি হোস্টেলের কাছটায় এসে একটু আড়াল মিললো...হুমম এইবার বানানো যায় সেই বিখ্যাত জিনিস...

ততোক্ষনে আকাশ জুড়ে ভারী মেঘ করেছে...মিকচ‍ার বানাননো শেষে ফস করে দেশলাই জ্বেলে আগুন ধরাতেই ফ্লাইং ডাচম্যান তামাকের সুবাসে চারপাশ মাতোয়ারা...এর মাঝে গুড়গুড় ডাক ছেড়েছে আকাশ...ঝমঝম করে নামলো বৃষ্টি...এমপি হোস্টেলের সামনের সবুজ দুর্বা ঘাসের মাঠটায় বৃষ্টির দাপাদাপি...যতোই বখে যাই না কেনো, কিশোর মন তো...সবুজ দুর্বাঘাসে জলের ফোঁটা পড়ার দৃশ্যে স্থির থাকতে পারিনা...ব্যাগ ফেলে এমপি হোস্টেলের বারান্দা ছেড়ে দৌড় দেই খোলা মাঠে...বাদবাকীরাও মিকচার বানানো ফেলে দে ছুট মাঠে, আমার সঙ্গে বৃষ্টিতে ভিজতে...স্কুল পালানো একদল কিশোরের বৃষ্টিতে ভেজা...আহ বৃষ্টি...প্রশান্তির বৃষ্টি...আজ অনেকদিনবাদে বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে...আয় সবাই বৃষ্টিতে ভিজি...আজ না হোক কাল...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.