|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সিলেটের বিয়ানীবাজারে সিঁদ কেটে ঘরে ঢুুকে মা-বাবাকে বেঁধে দুই বোনকে ধর্ষণ করেছে কিছু সারমেয় ছানা...চিন্তা করতে পারেন, মায়ের সামনে কিশোরী দুই মেয়েকে অপমান করা হচ্ছে...একজন বাবা পাথর চোখে দেখছেন তার দুই কন্যার সম্ভ্রম হারানোর দৃশ্য...আর নির্যাতিত সেই দুই কিশোরী...বাবা মায়ের সামনে যাদের খুবলে খেলো ওই পশুগুলো!!! 
আমি প্রায় নিশ্চিত এই পাশবিক ঘটনার কোন বিচারই হবে না...যে দেশে ধনীর দুলালীকে নিজ ঘরে ধর্ষনের পর হত্যার বিচার বছরের পর বছর চলতে থাকে সে দেশে হতদরিদ্র চানাচুর বিক্রেতার কন্যাদের ধর্ষনের বিচার চাওয়াটাও এক ধরণের অপরাধই বটে...বড়োজোর এই ধর্ষন ঘটনার দু-একজন সহযোগী গ্রেপ্তার হয়ে কয়েকমাস জেল খাটতে পারে...ততোদিনে অবশ্য কিছুদিন গা-ঢাকা দিয়ে থাকা ঘটনার মূল সারমেয় ছানাদের পক্ষে এলাকার প্রভাবশালী চেয়ারম্যান, মেম্বার আর থানার সহৃদয়বান দারোগা বাবু ঠিকই একটা আপোষরফা করে ফেলবেন এই হতভাগ্য পিতার সঙ্গে...ওটাকে অবশ্য আপোষরফা না বলে আপোষদফা বলাই শ্রেয়...কারন হুজুরেরা যা বলবেন এলাকায় থাকতে হলে তা মানতেই হবে অসহায় পরিবারটিকে...
তবে সব কথার একটা শেষ কথা থাকে...তেমনি অসহায়দেরও শেষ ভরসা থাকে...শেষ ভরসার জায়গা আমাদের অদেখা স্রষ্টা...তিনি নিশ্চয়ই এর সঠিক বিচার করবেন...এ জগতে না হয় অন্য জগতে...পরম করুণাময়, এই পরিবারটিকে তোমার করুণার চাদরে ঢেকে দাও....     
 ৩ টি
    	৩ টি    	 +০/-০
    	+০/-০  ২৬ শে মে, ২০১৪  রাত ৮:৪০
২৬ শে মে, ২০১৪  রাত ৮:৪০
রিপন ইমরান বলেছেন: ভাই আপনি বুঝতে একটু ভুল করেছেন...আমি হুজুর বলতে কোন ধার্ময় নেতা বা দাড়িটুপি পরিহিত মোল্লাদের বুঝাইনি...আমি হুজুর বলতে সমাজের শাসকদের বুঝিয়েছি.
২|  ২৬ শে মে, ২০১৪  রাত ৯:২৭
২৬ শে মে, ২০১৪  রাত ৯:২৭
তাসজিদ বলেছেন: কুত্তা সালারা।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০১৪  রাত ৮:৩৪
২৬ শে মে, ২০১৪  রাত ৮:৩৪
সত্য৭৮৬ বলেছেন: ভাই, এ ধরনের ঘটনা অনেক আগে থেকেই চলছে- হুজুরদের কথা বলছেন?
এখানে দেখুন- একটি ধর্ষনের ঘটনা ও রজমের হুকুম-