|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

গণমাধ্যমে বাংলা ভাষার বিকৃত উচ্চারণ ও অন্য ভাষার মিশ্রণ রোধে একটি কমিটি গঠন করেছে তথ্য মন্ত্রণালয়...বাংলা ভাষার ব্যবহার, বিকৃত উচ্চারণরোধ ও ইংরেজি বিজ্ঞাপন প্রচাররোধে এই কমিটি কাজ করবে....দেরিতে হলেও খুবই ভালো উদ্যোগ...তবে এই খবরে সবচে বড়ো ঠাডাটা (বজ্রপাত) পড়বো আমাদের বেসরকারি রেডিও চ্যানেলের আরজে গো ওপর...আশা করি তাদের মিষ্টি সুরের বাংলা-ইংরেজি মিশ্রিত বাংলিশ ভাষা থেকে অচিরেই মুক্তি পাকে জনগন...
আমাদের ছোটবেলায় প্রমিত উচ্চারণ শেখার অন্যতম উৎস ছিলো বাংলাদেশ টেলিভিশন আর বেতার...বিগত বেশ কয়েকবছরে আইছি, গেছি আর আজব আঞ্চলিক ভাষার নাটকের অত্যাচারে বাংলা ভাষার উচ্চারণ এক কিম্ভুতকিমাকার রূপ পেয়েছে ইলেকট্রনিক মিডিয়ায়...তার সঙ্গে গোদের ওপর বিষফোঁড়ার মতো যোগ হয়েছে রেডিও জকিদের বাংলিশ কথা...দেশের তরুণ প্রজন্ম এখন এই সুরে কথা বলতেই অভ্যস্ত...হায়রে যে ভাষার জন্য প্রাণ দিলো এতো মানুষ সেই ভাষার এই হাল!!!
বিকৃত উচ্চারণরোধে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগটিকে সাধুবাদ জানাই...শুদ্ধ বাংলা চর্চা হোক প্রতিটি গণমাধ্যমে। 
 ৫ টি
    	৫ টি    	 +১/-০
    	+১/-০২|  ২৯ শে মে, ২০১৪  রাত ১০:১৮
২৯ শে মে, ২০১৪  রাত ১০:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: এটি একটি যুগান্তকারী ভাল উদ্যুগ
৩|  ২৯ শে মে, ২০১৪  রাত ১০:২৩
২৯ শে মে, ২০১৪  রাত ১০:২৩
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক আগে করা একজনের কমেন্টের স্ক্রিণশট দিয়া গেলাম। 
৪|  ৩০ শে মে, ২০১৪  রাত ১:১১
৩০ শে মে, ২০১৪  রাত ১:১১
প্রবাসী পাঠক বলেছেন: আরজেরা আসলে কোন ভাষায় কথা বলে তা নিয়ে আমার মনে হয় তাদের নিজেদেরই সন্দেহ আছে। তারা আর যাই বলুক অন্তত বাংলা ভাষায় কথা বলে না।
৫|  ৩০ শে মে, ২০১৪  ভোর ৫:৫৭
৩০ শে মে, ২০১৪  ভোর ৫:৫৭
সকাল হাসান বলেছেন: আরজে বাংলা ভাষার রেপ করে প্রতিনিয়তই। ভাষা বিকৃতির দায়ে এদের শাস্তির ব্যাবস্থা করা হয় না কেন?
১৯৫২ এর আন্দোলন তাদের বিকৃত ভাষার জন্য করা হয় নাই।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০১৪  রাত ১০:১৮
২৯ শে মে, ২০১৪  রাত ১০:১৮
না পারভীন বলেছেন: হ্যালো লিসেনার্স, তোমাদের জন্য প্লে করব দারুণ রোমান্টিক সং,স্টে উইথ আস,,, ভাষা বাংলা না ইংরেজি? ভাষা কি মুক্তি পাবে এদের হাত থেকে??