|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

বেগম খালেদা জিয়া তো আমাদের দু-দুবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, তাই না...তাহলে তার কী এমন ঠেকা পড়লো ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে নিজে যেচে গিয়ে দেখা করবার!!! সুষমা স্বরাজ কী আমাদের জাতীয় মুরুব্বি??? তার সঙ্গে দেখা না করলে কি বড়ো বেয়াদবি হয়ে যাবে??? নাকি তিনি বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবেন???
সুষমা স্বরাজ যদি প্রোটকল মেনে তার সঙ্গে তার বাড়িতে বা অফিসে দেখা না করেন তাহলে তিনি কেনো একটি স্বাধীন সার্বভৌম দেশের বৃহত্তর রাজনৈতিক দলের প্রধান, সাবেক প্রধানমন্ত্রী হয়ে আরেকটি দেশের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে চাকরি প্রার্থীদের মতো দেখা করতে যাবেন হোটেলে....
আসলে আমাগো কপালই খারাপ...আমরা যাদের সম্মান দেই তারা নিজেরাই নিজেদের সম্মান রাখতে জানেন না...তারা জানেন শুধু কেমনে দেশের মাথা হেট করা যায় অন্যদের কাছে...
এমনেতো একেকজন ভাষন দেয়ার সময় ভারতের দফারফা কইরা ছাইড়া দেন...কিন্তু ওদেশ থেকে কোন দাদা-দিদি এলেই দেখি আপনাদের তৈল মর্দনের লাইন পড়ে যায়...যত্তোসব ভণ্ডের দল...
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.