|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সন্ধ্যের আলো-আঁধারিতে তারা সুখী মানব-মানবী
রাত যতো গভীর হয় বাড়তে থাকে হাসি-হুল্লোড়ের শব্দ
তবে চারপাশ নিস্তবদ্ধ হয়ে এলে
বন্ধ দরজার ওপাশে
ঘর জুড়ে অসুখের গন্ধ।
নোনা জলে ধুয়ে যায় প্রসাধন
আর নিদ্রাহীন চোখে
বিছানায় এপাশ ওপাশ করে
সুখী মুখোশের অসুখী মানুষেরা।
 ১ টি
    	১ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০১৪  বিকাল ৫:০৩
১০ ই নভেম্বর, ২০১৪  বিকাল ৫:০৩
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । ++